অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

মাগুরায় ঘুষ ছাড়া দলিলেই স্বাক্ষর করেন না সাবরেজিষ্টার আমেনা

মাগুরা প্রতিনিধি : দলিল ও পর্চাসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র যতই ঠিক থাকুক না কেন, জমি রেজিষ্ট্রি করাতে গেলে টাকা লাগবেই। এ ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা যিনিই হোন না কেন তাতে তার কিছুু আসে যায় না। মূলত ঘুষ ছাড়া কোন দলিলেই স্বাক্ষর করেন না সাব-রেজিষ্টার আমেনা বেগম। প্রচন্ড প্রতাপশালী এই সাব-রেজিষ্টার বর্তমানে মাগুরার শ্রীপুর উপজেলার দায়িত্বে আছেন। মনের বিরুদ্ধে গেলেই যাকে তাকে সাসপেন্ড করেন তিনি। তাই খুন শিকার হলেও কোন দলিল লেখকই তার বিষয়ে মুখ খোলেন না। তবে সংশ্লিষ্টরা বলেছেন, এ যাবত অনেক অফিসারই এসেছেন। তবে আমেনা বেগমের মতো এমন অর্থ লোলুপ কর্মকর্তা কমই পাওয়া গেছে। সাব-রেজিষ্টার আমেনা বেগমের এ ঘুষ বানিজ্যের কথা এখন শ্রীপুরে ওপেন সিক্রেট। তবে পত্রিকায় নাম প্রকাশের ক্ষেত্রে বা সাংবদিকদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে সকলেই নারাজ। কারণ হিসেবে ভুক্তভোগীরা বলেছেন, এই অফিসার নাই চলে গেলেন, কিন্তু এরপরে যিনিই আসবেন তিনি আর তাদের কাজ করে দেবেন না। সংশিষ্টদের বদ্ধমূল ধারনা, এদের নেটওয়ার্ক খুবই শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত সবাই এ বিষয়ে এক। প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, সাব-রেজিষ্টার আমেনা বেগম সপ্তাহে বুধ ও বৃহস্পতি-এই দুই দিন অফিস করেন। অফিস টাইম সকাল ৯ টায় থাকলেও অধিকাংশ দিনে তিনি সাড়ে ১২ টা থকে ১ টার মধ্যে অফিসে আসেন। অথচ বেলা ২ টার পরে দলিল পত্র প্রস্তুত করে রেজিষ্ট্রি করাতে গেলেই প্রতি দলিলে ৫ শত টাকা হারে লেট ফাইন অর্থাৎ বিলম্ব ফিস আদায় করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দলিল লেখক বলেছেন, অতিরিক্ত অর্থ রোজগারের উদ্দেশ্যে সম্পূর্ন ইচ্ছা করেই সাব-রেজিষ্টার এই কাজটি করে থাকেন।তথ্য অনুসন্ধানে আরো জানা গেছে, কোন হিন্দু ব্যাক্তির জমি কবলা রেজিষ্টি অথবা দানের ঘোষনা করাতে গেলেই বাধে যতো বিপত্তি। এক্ষেত্রে কাগজ-পত্র যতোই ঠিক থাক না কেন প্রতি দলিলে কমপক্ষে ২ হাজার টাকা হারে ঘুষ না দিলে সাব-রেজিষ্টার আমেনা বেগম আর সই করেন না। অথচ কোন দাতা তার নিজের স্ত্রী-সন্তান বা স্বামী-সন্তানকে জমি দানের ঘোষনা করাতে গেলে ন্যুনতম সরকারী ফিস দিলেই রেজিষ্ট্রি হয়ে যাওয়ার কথা। সরকারী নিয়ম অনুসারে দানের ঘোষনা বা হেভা ঘোষনা করার ক্ষেত্রে গ্রহীতার উপস্থিত থাকার বিষয়ে কোন বাধ্য-বাধকতা নেই। অথচ গ্রহীতা উপস্থিত না থাকলেই আইনের কথা বলে রেজিষ্ট্রির সময় চাপ প্রয়োগ করে সাব-রেজিষ্টার যার নিকট থেকে যেমন পারেন সেরকম অর্থ আদায় করে নেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে আরো জানা গেছে, অতি সম্প্রতি শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের বয়োবৃদ্ধ সুফিয়ার রহমান তার নিজ নামীয় সম্পতি নিজের স্ত্রী ও মেয়ের নামে হেভা ঘোষনা (দানের মাধ্যমে রেজিষ্ট্রি) করাতে গেলে সাব-রেজিস্টার আমেনা বেগম এক লাখ টাকা ঘুষ দাবি করেন। অনেক দেনদরবার করে অবশেষে ২৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে সাব রেজিষ্টার সেই জমি রেজিষ্ট্রি করে দেন। অথচ নিজের স্ত্রী বা সন্তানকে জমি দান করার ক্ষেত্রে সব মিলিয়ে ১ হাজার টাকা খরচ হয়। এক্ষেত্রে ফিস ৫ শত টাকা এবং ৫ শত টাকার স্ট্যাম্প লাগে বলে রেজিষ্ট্রি অফিস সূত্রে জানা গেছে।সুফিয়ার রহমান জানান, বয়সের ভারে তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। শরীর খুব খারাপ বিধায় সময় থাকতে তার সম্পতি নিজের স্ত্রী ও কন্যার নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, গত ২ সেপ্টেম্বর মেয়ে সোনিয়া আফরিন লতার নামে ৬ একর ৭৭ শতাংশ এবং স্ত্রী আনোয়ারা নামে ৭৪ শতাংশ জমি হেভা ঘোষনা অর্থাৎ দান করা হয়েছে। সুফিয়ার রহমান বলেন, সাব-রেজিষ্টার তার দলিল লেখকের মাধ্যমে প্রথমে ১ লাখ এবং তারপর ৬০ হাজার টাকা ঘূষ দাবি করেন। তবে অনেক দেনদরবারের পরে ২৫ হাজার টাকা রফা হলে সাব-রেজিষ্টার তা রেজিষ্ট্রি করে দেন। আপনার কাগজ-পত্রে কি ত্রুটি ছিল যে আপনি ঘুষ দিয়ে জমি রেজিষ্ট্রি করালেন? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সুফিয়ার রহমান বলেন, বাবা, আমার শরীর এতটাই খারাপ ছিল যে মনে হচ্ছিল যেকোন সময় পৃথিবী থেকে বিদায় নিতে পারি। মৃত্যুর আগে সম্পতির একটা সুষ্টু বন্টন তো করতে হবে। তাই বাধ্য হয়েই আমি ঘুষ দিয়ে কাজ করেছি। তিনি আরো জানান, জমির দলিল, পর্চা, হাল রের্কড ও খাজনা পরিশোধের দাখিলা সবই ঠিক ছিল। কিন্তু এতো পরিমান জমি দেখে সাব-রেজিষ্টার ঘুষ ছাড়া জম রেজিষ্ট্রি করতে অস্বীকার করেন। ভূক্তভোগী সুফিয়ার রহমান জানান, রেজিষ্ট্রি করারনোর পরেই আমি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে এত বড় অন্যায়ের কথা খবরের কাগজে আসা উচিৎ। এর আগে গত ২ মাস আগে মহম্মদপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে অব: ডিআইজি আলতাফ হোসেনের কাছ থেকে অফিস কেরানী মোতালেব জমাদ্দারের মাধ্যমে ৬ হাজার টাকা ঘুষ নেন আমেনা বেগম। তখন আলতাফ হোসেন ক্ষুব্দ হয়ে বিষয়টি স্থানীয় সাংবাদিকদে জানান। এ ঘুষ গ্রহনের বিষয়ে সে সময় এ বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয় এই বেলা ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে । তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে সাব-রেজিষ্টার আমেনা বেগম তার বিরুদ্ধে উথ্বাপিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ষড়যন্ত্র। আমার ইমেজ ক্ষুন্ন করার জন্য তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। তাড়া আমি ঘ্ষু চাইলে তিনি জমি রেজিস্ট্রি না করে আগেই আপনাদের কাছে বলতে পারতেন। লেট ফাইন ও গ্রহীতার অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, এটি মিথ্যা কথা।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

মাগুরায় ঘুষ ছাড়া দলিলেই স্বাক্ষর করেন না সাবরেজিষ্টার আমেনা

আপডেট টাইম : ০৩:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫

মাগুরা প্রতিনিধি : দলিল ও পর্চাসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র যতই ঠিক থাকুক না কেন, জমি রেজিষ্ট্রি করাতে গেলে টাকা লাগবেই। এ ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা যিনিই হোন না কেন তাতে তার কিছুু আসে যায় না। মূলত ঘুষ ছাড়া কোন দলিলেই স্বাক্ষর করেন না সাব-রেজিষ্টার আমেনা বেগম। প্রচন্ড প্রতাপশালী এই সাব-রেজিষ্টার বর্তমানে মাগুরার শ্রীপুর উপজেলার দায়িত্বে আছেন। মনের বিরুদ্ধে গেলেই যাকে তাকে সাসপেন্ড করেন তিনি। তাই খুন শিকার হলেও কোন দলিল লেখকই তার বিষয়ে মুখ খোলেন না। তবে সংশ্লিষ্টরা বলেছেন, এ যাবত অনেক অফিসারই এসেছেন। তবে আমেনা বেগমের মতো এমন অর্থ লোলুপ কর্মকর্তা কমই পাওয়া গেছে। সাব-রেজিষ্টার আমেনা বেগমের এ ঘুষ বানিজ্যের কথা এখন শ্রীপুরে ওপেন সিক্রেট। তবে পত্রিকায় নাম প্রকাশের ক্ষেত্রে বা সাংবদিকদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে সকলেই নারাজ। কারণ হিসেবে ভুক্তভোগীরা বলেছেন, এই অফিসার নাই চলে গেলেন, কিন্তু এরপরে যিনিই আসবেন তিনি আর তাদের কাজ করে দেবেন না। সংশিষ্টদের বদ্ধমূল ধারনা, এদের নেটওয়ার্ক খুবই শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত সবাই এ বিষয়ে এক। প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, সাব-রেজিষ্টার আমেনা বেগম সপ্তাহে বুধ ও বৃহস্পতি-এই দুই দিন অফিস করেন। অফিস টাইম সকাল ৯ টায় থাকলেও অধিকাংশ দিনে তিনি সাড়ে ১২ টা থকে ১ টার মধ্যে অফিসে আসেন। অথচ বেলা ২ টার পরে দলিল পত্র প্রস্তুত করে রেজিষ্ট্রি করাতে গেলেই প্রতি দলিলে ৫ শত টাকা হারে লেট ফাইন অর্থাৎ বিলম্ব ফিস আদায় করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দলিল লেখক বলেছেন, অতিরিক্ত অর্থ রোজগারের উদ্দেশ্যে সম্পূর্ন ইচ্ছা করেই সাব-রেজিষ্টার এই কাজটি করে থাকেন।তথ্য অনুসন্ধানে আরো জানা গেছে, কোন হিন্দু ব্যাক্তির জমি কবলা রেজিষ্টি অথবা দানের ঘোষনা করাতে গেলেই বাধে যতো বিপত্তি। এক্ষেত্রে কাগজ-পত্র যতোই ঠিক থাক না কেন প্রতি দলিলে কমপক্ষে ২ হাজার টাকা হারে ঘুষ না দিলে সাব-রেজিষ্টার আমেনা বেগম আর সই করেন না। অথচ কোন দাতা তার নিজের স্ত্রী-সন্তান বা স্বামী-সন্তানকে জমি দানের ঘোষনা করাতে গেলে ন্যুনতম সরকারী ফিস দিলেই রেজিষ্ট্রি হয়ে যাওয়ার কথা। সরকারী নিয়ম অনুসারে দানের ঘোষনা বা হেভা ঘোষনা করার ক্ষেত্রে গ্রহীতার উপস্থিত থাকার বিষয়ে কোন বাধ্য-বাধকতা নেই। অথচ গ্রহীতা উপস্থিত না থাকলেই আইনের কথা বলে রেজিষ্ট্রির সময় চাপ প্রয়োগ করে সাব-রেজিষ্টার যার নিকট থেকে যেমন পারেন সেরকম অর্থ আদায় করে নেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে আরো জানা গেছে, অতি সম্প্রতি শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের বয়োবৃদ্ধ সুফিয়ার রহমান তার নিজ নামীয় সম্পতি নিজের স্ত্রী ও মেয়ের নামে হেভা ঘোষনা (দানের মাধ্যমে রেজিষ্ট্রি) করাতে গেলে সাব-রেজিস্টার আমেনা বেগম এক লাখ টাকা ঘুষ দাবি করেন। অনেক দেনদরবার করে অবশেষে ২৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে সাব রেজিষ্টার সেই জমি রেজিষ্ট্রি করে দেন। অথচ নিজের স্ত্রী বা সন্তানকে জমি দান করার ক্ষেত্রে সব মিলিয়ে ১ হাজার টাকা খরচ হয়। এক্ষেত্রে ফিস ৫ শত টাকা এবং ৫ শত টাকার স্ট্যাম্প লাগে বলে রেজিষ্ট্রি অফিস সূত্রে জানা গেছে।সুফিয়ার রহমান জানান, বয়সের ভারে তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। শরীর খুব খারাপ বিধায় সময় থাকতে তার সম্পতি নিজের স্ত্রী ও কন্যার নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, গত ২ সেপ্টেম্বর মেয়ে সোনিয়া আফরিন লতার নামে ৬ একর ৭৭ শতাংশ এবং স্ত্রী আনোয়ারা নামে ৭৪ শতাংশ জমি হেভা ঘোষনা অর্থাৎ দান করা হয়েছে। সুফিয়ার রহমান বলেন, সাব-রেজিষ্টার তার দলিল লেখকের মাধ্যমে প্রথমে ১ লাখ এবং তারপর ৬০ হাজার টাকা ঘূষ দাবি করেন। তবে অনেক দেনদরবারের পরে ২৫ হাজার টাকা রফা হলে সাব-রেজিষ্টার তা রেজিষ্ট্রি করে দেন। আপনার কাগজ-পত্রে কি ত্রুটি ছিল যে আপনি ঘুষ দিয়ে জমি রেজিষ্ট্রি করালেন? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সুফিয়ার রহমান বলেন, বাবা, আমার শরীর এতটাই খারাপ ছিল যে মনে হচ্ছিল যেকোন সময় পৃথিবী থেকে বিদায় নিতে পারি। মৃত্যুর আগে সম্পতির একটা সুষ্টু বন্টন তো করতে হবে। তাই বাধ্য হয়েই আমি ঘুষ দিয়ে কাজ করেছি। তিনি আরো জানান, জমির দলিল, পর্চা, হাল রের্কড ও খাজনা পরিশোধের দাখিলা সবই ঠিক ছিল। কিন্তু এতো পরিমান জমি দেখে সাব-রেজিষ্টার ঘুষ ছাড়া জম রেজিষ্ট্রি করতে অস্বীকার করেন। ভূক্তভোগী সুফিয়ার রহমান জানান, রেজিষ্ট্রি করারনোর পরেই আমি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে এত বড় অন্যায়ের কথা খবরের কাগজে আসা উচিৎ। এর আগে গত ২ মাস আগে মহম্মদপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে অব: ডিআইজি আলতাফ হোসেনের কাছ থেকে অফিস কেরানী মোতালেব জমাদ্দারের মাধ্যমে ৬ হাজার টাকা ঘুষ নেন আমেনা বেগম। তখন আলতাফ হোসেন ক্ষুব্দ হয়ে বিষয়টি স্থানীয় সাংবাদিকদে জানান। এ ঘুষ গ্রহনের বিষয়ে সে সময় এ বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয় এই বেলা ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে । তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে সাব-রেজিষ্টার আমেনা বেগম তার বিরুদ্ধে উথ্বাপিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ষড়যন্ত্র। আমার ইমেজ ক্ষুন্ন করার জন্য তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। তাড়া আমি ঘ্ষু চাইলে তিনি জমি রেজিস্ট্রি না করে আগেই আপনাদের কাছে বলতে পারতেন। লেট ফাইন ও গ্রহীতার অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে তিনি বলেন, এটি মিথ্যা কথা।