অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বন্ধ

ঢাকা : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কলেজ ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, কলেজে ছাত্রলীগ পরিচালিত ‘স্ফুরণ’ ও ‘ডিবিটস’ নামের দুটি পক্ষ আছে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কয়েক দফা হাতাহাতির পর ঘটনা মিটমাট হয়। ভর্তি সংক্রান্ত বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান ও সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে রোববার সকালে আবার কলেজের ছাত্র হোস্টেলের দোতলায় হাতাহাতি শুরু হয়। এরপর ক্যাম্পাসে ও হাসপাতালের সামনে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ ঘটনার পরপরই ক্যাম্পাসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্ফুরণের নেতৃত্বে আছেন শান্ত ও বুলেট আর ডিবিটসের নেতৃত্বে আছেন আনিসুর রহমান ও কাজি মাহবুব।

এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে এ সংঘর্ষ, তা আমরা জানি না। ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা করার দরকার সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলেছেন, কলেজ বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের ইন্টার্নি এক চিকিৎসক জানান, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বন্ধ

আপডেট টাইম : ০৬:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫

ঢাকা : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কলেজ ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, কলেজে ছাত্রলীগ পরিচালিত ‘স্ফুরণ’ ও ‘ডিবিটস’ নামের দুটি পক্ষ আছে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কয়েক দফা হাতাহাতির পর ঘটনা মিটমাট হয়। ভর্তি সংক্রান্ত বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান ও সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে রোববার সকালে আবার কলেজের ছাত্র হোস্টেলের দোতলায় হাতাহাতি শুরু হয়। এরপর ক্যাম্পাসে ও হাসপাতালের সামনে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ ঘটনার পরপরই ক্যাম্পাসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্ফুরণের নেতৃত্বে আছেন শান্ত ও বুলেট আর ডিবিটসের নেতৃত্বে আছেন আনিসুর রহমান ও কাজি মাহবুব।

এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে এ সংঘর্ষ, তা আমরা জানি না। ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা করার দরকার সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলেছেন, কলেজ বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের ইন্টার্নি এক চিকিৎসক জানান, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।