পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্র: ৩১ অক্টোবরের মধ্যে সংশোধন

ঢাকা : নির্ভুল স্মার্টকার্ড পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্তে কোনো ভুল থাকলে তা সংশোধন করার জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই আবেদন সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশোধনের সপক্ষে দলিলাদি এবং ২০০ টাকা ফি ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।

‘ভোটার ডাটাবেসে ভোটারের কোনো তথ্য-উপাত্ত সঠিক আছে কি না তা ইসির ওয়েবসাইটে www.ec.org.bd/www.nidw.gov.bd নির্ধারিত লিংকে লগ ইন করে দেখা যাবে। এই লিংক থেকে সংশোধনের জন্য নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিসে সংশোধন করার জন্য আবেদন ফরম পাওয়া যাবে।’

আসাদুজ্জামান আরো বলেন, সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে। সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সকল শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে হবে। এছাড়া ফির ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হবে।

মূল্য সংযোজন কর কোড ‘০০০’-এর স্থলে ফি জমাদানকারীকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কুমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হবে বলেও জানান ইসির জনসংযোগ পরিচালক।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

জাতীয় পরিচয়পত্র: ৩১ অক্টোবরের মধ্যে সংশোধন

আপডেট টাইম : ০১:১৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫

ঢাকা : নির্ভুল স্মার্টকার্ড পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্তে কোনো ভুল থাকলে তা সংশোধন করার জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই আবেদন সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশোধনের সপক্ষে দলিলাদি এবং ২০০ টাকা ফি ট্রেজারি চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।

‘ভোটার ডাটাবেসে ভোটারের কোনো তথ্য-উপাত্ত সঠিক আছে কি না তা ইসির ওয়েবসাইটে www.ec.org.bd/www.nidw.gov.bd নির্ধারিত লিংকে লগ ইন করে দেখা যাবে। এই লিংক থেকে সংশোধনের জন্য নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিসে সংশোধন করার জন্য আবেদন ফরম পাওয়া যাবে।’

আসাদুজ্জামান আরো বলেন, সংশোধনের জন্য ফি ট্রেজারি চালানের মাধ্যমে অথবা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভ্যাটসহ পরিশোধ করা যাবে। সংশোধন ফি বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সকল শাখায় ‘১-০৬০১-০০০১-১৮৪৭- জাতীয় পরিচয়পত্র ফি’ কোডে জমা দিতে হবে। এছাড়া ফির ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট ‘১-১১৩৩-০০০০-০৩১১ মূল্য সংযোজন কর’ কোডে জমা দিতে হবে।

মূল্য সংযোজন কর কোড ‘০০০’-এর স্থলে ফি জমাদানকারীকে কমিশনারেটের কোড ঢাকা (পূর্ব) ০০৩০, ঢাকা (পশ্চিম) ০০৩৫, ঢাকা (উত্তর) ০০১৫, ঢাকা (দক্ষিণ) ০০১০, কুমিল্লা ০০৪০, সিলেট ০০১৮, রংপুর ০০৪৫, যশোর ০০০৫, খুলনা ০০০১, রাজশাহী ০০২০, চট্রগ্রাম ০০২৫ লিখতে হবে বলেও জানান ইসির জনসংযোগ পরিচালক।