অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

স্ত্রীর অনীহার কারণে নিজেকে ধর্ষক মনে হয়…

আপু সবার জীবন বাহির থেকে দেখলে খুব সুন্দর মনে হয়, এটাই নিয়ম। কারণ আমরা সবাই খুব ভাল অভিনেতা -অভিনেত্রী। যাইহোক এবার মূল কথায় যাই। আমি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। আমি বিয়ে করেছি পাঁচ বছর। আমার স্ত্রীর আর আমার বয়সের পার্থক্য দশ বছর। আমার একটি তিন বছরের পুত্র সন্তান আছে।

আমার স্ত্রী দেখতে খুবই রোগা। বিয়ের পর আমাদের শারীরিক সম্পর্ক হত প্রতিদিন, এভাবে চলতে থাকলেও শারীরিক সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে কোন সমস্যা ছিল না। দুই বছর পর আমাদের ছেলে জন্ম নিল। একটি কথা বলা হয়নি, আমার স্ত্রী যখন গর্ভবতী হল, তখন থেকেই আমাদের শারীরিক সম্পর্কটা কমতে থাকল। ছেলের জন্ম নেয়ার পর থেকে একটা জিনিস বুঝতে পারলাম ও আগের মত নেই। স্বামীর প্রতি ওর কোন আগ্রহ নেই। দিন দিন ওর অবহেলা আমাকে অনেক কষ্ট দিচ্ছিলো। আমি সব কিছু মেনে নিয়েছিলাম শুধু সন্তানের দিকে তাকিয়ে। তখন মনে করেছি ছেলেকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তাই এমন হচ্ছে। এভাবে চলতে থাকলো দুই বছর, এর মাঝে ওর কোন পরিবর্তন হল না

স্বামী স্ত্রী এক বিছানায় থেকে কত দিন শারীরিক সম্পর্ক না করে থাকতে পারে? এরকম মাসে একবার, আবার কোন মাসে একবারও না। নিজেকে খুব অপরাধী মনে হত, নিজেকে একজন ধষর্ক মনে হত! তার কারণ এক তরফা শারীরিক সম্পর্ক। নিজের এই অপরাধবোধ থেকে গত তিন মাস আমি ওর শরীরের হাত পর্যন্ত দেই না! ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি সব করতে পারি। আমি ওকে অনেকবার প্রশ্ন করেছি, তোমার সমস্যা কি ডাক্তারের কাছে যাও। ওর একটি উত্তর- এসব ভাল লাগে না।

ওর কারো সাথে সম্পর্কও নেই, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। জানিনা আমি আর কতদিন এই সম্পর্কটা এভাবে টিকিয়ে রাখতে পারবো! আপু আপনি বলুন এখন আমি কী করবো?

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুরুষ

বোন মনে করে নিজের সমস্যাটি সরাসরি লিখেছেন, এজন্য ধন্যবাদ ভাই। আপনি যে এতদিন ধৈর্য ধরে বিষয়টি নিজের মট করে মোকাবেলা করেছেন, সেটার জন্য আপনার প্রশংসা করছি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনাকে আরও একটু ধৈর্য ধরতে হবে কেবল। আমি যা বলছি, একটু চিন্তা করে দেখবেন কথাগুলো।

আপনার স্ত্রীর সাথে যা হচ্ছে, সেটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। সন্তান হবার পর অনেক নারীর মাঝেই এই সমস্যাটি হতে দেখা যায়। মূলত শারীরিক সম্পর্কে অনীহার এই ব্যাপারটি মানসিক। এবং এই অনীহা একদিনে তৈরি হয় না, একটু একটু করে তৈরি হয়। গর্ভধারণ করলে যৌন সম্পর্কে ভাঁটা আসেই, কারণ তখন শারীরিক অসুস্থতাটাই নারীর জীবনে মুখ্য হয়ে যায়। তারপর সন্তান হবার বিশাল একটি ধাক্কা এবং ছোট্ট সন্তানকে বুকে আগলে লালন করা। সব মিলিয়ে একজন নারী শারীরিক ও মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে ওঠেন। একই সাথে, ডেলিভারির পর অনেকেরই ভয়াবহ ডিপ্রেশন হয়। সন্তান হবার পর অনেক নারীই নিজের শরীরের পরিবর্তন নিয়ে লজ্জায় ভোগেন, ফলে স্বামীর কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চান। সব মিলিয়ে অনেক নারীই এই মানসিক বিপর্যয় ও নিজের জীবনের এই নতুন ব্যাপারগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারেন না। ফলাফল হয় স্বামীর সাথে দূরত্ব।

একটা জিনিস মনে রাখবেন, যৌন সম্পর্ক তখনই আনন্দের হয়ে উঠবে যখন দুজনেরই আগ্রহ থাকবে। আর স্ত্রীকে আগ্রহী করে তুলতে এক্তুচেস্তা করতে হবে আপনাকে কিছুদিন। তার সাথে রাগারাগি বা যৌন সম্পর্কের আগ্রহ প্রকাশ করবেন না। তার সাথে মানসিক রোমান্স গড়ে তুলুন। স্ত্রীর প্রসংসা করুন। তাঁকে নতুন পোশাক কিনে দিন, তিনি সেটা পরলে জানান যে খুব সুন্দর লাগছে। বেড়াতে নিয়ে যান। কখনো ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরুন, কপালে চুমু খান, হাতে চুমু দিন। এই ব্যাপারগুলো মেয়েরা খুবই পছন্দ করে। শারীরিক সম্পর্কের আগ্রহ প্রকাশ না করেই সাথে থাকুন, জড়িয়ে ধরে ঘুমুতে যান, একসাথে রোমান্টিক মুভি দেখুন। স্ত্রীর মনের মাঝে আপনাকে পাবার আকাঙ্ক্ষা, আপনার প্রতি আকর্ষণ তৈরি হলে তিনি নিজেই আপনার কাছে আসবেন।

ভালোবাসা ধীরে রাখার বিষয়, আর নারীর ক্ষেত্রে যৌন সম্পর্কের সাথে মন ভীষণভাবে জড়িত। তাই শরীরকে গুরুত্ব না দিয়ে স্ত্রীর মনকে আকর্ষণ করুন। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এসব করার পরও যদি ঠিক না হয়, স্ত্রীকে একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখাবেন। হয়তো চিকিৎসকের সহায়তায় তাঁর এই বিষণ্ণতা কেটে যাবে।

দোয়া করি ভালো থাকুন আপনারা।

পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
প্রিয়.কম

বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

স্ত্রীর অনীহার কারণে নিজেকে ধর্ষক মনে হয়…

আপডেট টাইম : ০২:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫

আপু সবার জীবন বাহির থেকে দেখলে খুব সুন্দর মনে হয়, এটাই নিয়ম। কারণ আমরা সবাই খুব ভাল অভিনেতা -অভিনেত্রী। যাইহোক এবার মূল কথায় যাই। আমি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। আমি বিয়ে করেছি পাঁচ বছর। আমার স্ত্রীর আর আমার বয়সের পার্থক্য দশ বছর। আমার একটি তিন বছরের পুত্র সন্তান আছে।

আমার স্ত্রী দেখতে খুবই রোগা। বিয়ের পর আমাদের শারীরিক সম্পর্ক হত প্রতিদিন, এভাবে চলতে থাকলেও শারীরিক সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে কোন সমস্যা ছিল না। দুই বছর পর আমাদের ছেলে জন্ম নিল। একটি কথা বলা হয়নি, আমার স্ত্রী যখন গর্ভবতী হল, তখন থেকেই আমাদের শারীরিক সম্পর্কটা কমতে থাকল। ছেলের জন্ম নেয়ার পর থেকে একটা জিনিস বুঝতে পারলাম ও আগের মত নেই। স্বামীর প্রতি ওর কোন আগ্রহ নেই। দিন দিন ওর অবহেলা আমাকে অনেক কষ্ট দিচ্ছিলো। আমি সব কিছু মেনে নিয়েছিলাম শুধু সন্তানের দিকে তাকিয়ে। তখন মনে করেছি ছেলেকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তাই এমন হচ্ছে। এভাবে চলতে থাকলো দুই বছর, এর মাঝে ওর কোন পরিবর্তন হল না

স্বামী স্ত্রী এক বিছানায় থেকে কত দিন শারীরিক সম্পর্ক না করে থাকতে পারে? এরকম মাসে একবার, আবার কোন মাসে একবারও না। নিজেকে খুব অপরাধী মনে হত, নিজেকে একজন ধষর্ক মনে হত! তার কারণ এক তরফা শারীরিক সম্পর্ক। নিজের এই অপরাধবোধ থেকে গত তিন মাস আমি ওর শরীরের হাত পর্যন্ত দেই না! ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি সব করতে পারি। আমি ওকে অনেকবার প্রশ্ন করেছি, তোমার সমস্যা কি ডাক্তারের কাছে যাও। ওর একটি উত্তর- এসব ভাল লাগে না।

ওর কারো সাথে সম্পর্কও নেই, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। জানিনা আমি আর কতদিন এই সম্পর্কটা এভাবে টিকিয়ে রাখতে পারবো! আপু আপনি বলুন এখন আমি কী করবো?

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুরুষ

বোন মনে করে নিজের সমস্যাটি সরাসরি লিখেছেন, এজন্য ধন্যবাদ ভাই। আপনি যে এতদিন ধৈর্য ধরে বিষয়টি নিজের মট করে মোকাবেলা করেছেন, সেটার জন্য আপনার প্রশংসা করছি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনাকে আরও একটু ধৈর্য ধরতে হবে কেবল। আমি যা বলছি, একটু চিন্তা করে দেখবেন কথাগুলো।

আপনার স্ত্রীর সাথে যা হচ্ছে, সেটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। সন্তান হবার পর অনেক নারীর মাঝেই এই সমস্যাটি হতে দেখা যায়। মূলত শারীরিক সম্পর্কে অনীহার এই ব্যাপারটি মানসিক। এবং এই অনীহা একদিনে তৈরি হয় না, একটু একটু করে তৈরি হয়। গর্ভধারণ করলে যৌন সম্পর্কে ভাঁটা আসেই, কারণ তখন শারীরিক অসুস্থতাটাই নারীর জীবনে মুখ্য হয়ে যায়। তারপর সন্তান হবার বিশাল একটি ধাক্কা এবং ছোট্ট সন্তানকে বুকে আগলে লালন করা। সব মিলিয়ে একজন নারী শারীরিক ও মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে ওঠেন। একই সাথে, ডেলিভারির পর অনেকেরই ভয়াবহ ডিপ্রেশন হয়। সন্তান হবার পর অনেক নারীই নিজের শরীরের পরিবর্তন নিয়ে লজ্জায় ভোগেন, ফলে স্বামীর কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে চান। সব মিলিয়ে অনেক নারীই এই মানসিক বিপর্যয় ও নিজের জীবনের এই নতুন ব্যাপারগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারেন না। ফলাফল হয় স্বামীর সাথে দূরত্ব।

একটা জিনিস মনে রাখবেন, যৌন সম্পর্ক তখনই আনন্দের হয়ে উঠবে যখন দুজনেরই আগ্রহ থাকবে। আর স্ত্রীকে আগ্রহী করে তুলতে এক্তুচেস্তা করতে হবে আপনাকে কিছুদিন। তার সাথে রাগারাগি বা যৌন সম্পর্কের আগ্রহ প্রকাশ করবেন না। তার সাথে মানসিক রোমান্স গড়ে তুলুন। স্ত্রীর প্রসংসা করুন। তাঁকে নতুন পোশাক কিনে দিন, তিনি সেটা পরলে জানান যে খুব সুন্দর লাগছে। বেড়াতে নিয়ে যান। কখনো ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরুন, কপালে চুমু খান, হাতে চুমু দিন। এই ব্যাপারগুলো মেয়েরা খুবই পছন্দ করে। শারীরিক সম্পর্কের আগ্রহ প্রকাশ না করেই সাথে থাকুন, জড়িয়ে ধরে ঘুমুতে যান, একসাথে রোমান্টিক মুভি দেখুন। স্ত্রীর মনের মাঝে আপনাকে পাবার আকাঙ্ক্ষা, আপনার প্রতি আকর্ষণ তৈরি হলে তিনি নিজেই আপনার কাছে আসবেন।

ভালোবাসা ধীরে রাখার বিষয়, আর নারীর ক্ষেত্রে যৌন সম্পর্কের সাথে মন ভীষণভাবে জড়িত। তাই শরীরকে গুরুত্ব না দিয়ে স্ত্রীর মনকে আকর্ষণ করুন। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এসব করার পরও যদি ঠিক না হয়, স্ত্রীকে একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখাবেন। হয়তো চিকিৎসকের সহায়তায় তাঁর এই বিষণ্ণতা কেটে যাবে।

দোয়া করি ভালো থাকুন আপনারা।

পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
প্রিয়.কম

বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা।