পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

যশোরে শিশু হত্যার অভিযোগে মা-বাবা আটক

যশোর : যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় রুকাইয়া আক্তার দিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও সৎ বাবার বিরুদ্ধে।

মঙ্গলবার স্বজন ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন, দিয়ার মায়ের নাম আছিয়া বেগম। আর সৎ বাবার নাম সোহান। আছিয়ার দ্বিতীয় স্বামী সোহান। সোহানের সঙ্গে বিয়ের আগে আছিয়া তার নানাবাড়ি বসুন্দিয়া মোড়ে থাকতেন। মাস ছয়েক আগে আছিয়ার সঙ্গে সোহানের বিয়ে হয়। সোহান এর আগে বেশ কয়েকটি বিয়ে করেন। সর্বশেষ আছিয়াকে নিয়ে তিনি জঙ্গলবাঁধাল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সঙ্গে থাকতো আড়াই বছরের শিশু দিয়া। মঙ্গলবার হঠাৎ ‘দিয়া মারা গেছে’ বলে তারা প্রচার করেন।

এর পর বিকেলে জঙ্গলবাঁধাল থেকে মোটরসাইকেলে করে লাশ বসুন্দিয়া মোড়ে আছিয়ার নানা বাড়িতে নেওয়া হয়। তখন এলাকার লোকজনের সন্দেহ হয়। তাদের ধারণা, আছিয়াকে বিয়ে করে সোহান নিজের বাড়িতে উঠতে পারছেন না। এ ক্ষেত্রে একমাত্র বাধা আছিয়ার শিশু সন্তান দিয়া। এই কারণে দিয়াকে কৌশলে হত্যা করে ‘সে মারা গেছে’ বলে প্রচার করা হয়। এই সন্দেহের বশে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী জানিয়েছেন, সোহান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার সকালে দিয়াকে জুস কিনে দিয়ে সোহান মোটরসাইকেল চালাতে চলে যান। সকালেই ওই জুস খেয়ে দিয়া অসুস্থ হয়ে পড়ে। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তারা হাসপাতাল থেকে লাশ সরাসরি দুপুরে বসুন্দিয়া নিয়ে যায়। লাশ গ্রামে নেওয়া হলে এলাকার লোকজন সন্দেহ করে। এলাকার একাধিক লোক অভিযোগ দেওয়ায় মৃত শিশুর মা আছিয়া ও সৎ বাবা সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আছিয়ার নানা আলাউদ্দিন সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, বাচ্চাটিকে আছিয়া আর তার স্বামী মিলে হত্যা করেছে। তবে আছিয়া ও সোহান এই অভিযোগ অস্বীকার করেছেন।

আছিয়া বলেন, ‘দিয়া আমার মেয়ে। তাকে আমি মেরে ফেলব কেন?’

সোহান বলেন, ‘দিয়া আমার মেয়ে না হলেও তাকে আমি মেয়ের মতোই আদর করি। একটি নিষ্পাপ শিশুকে মেরে ফেলব কেন?’

ওসি বলেন, ‘এলাকার লোকজন অভিযোগ করেছেন, শ্বাসরোধ করে দিয়াকে হত্যা করা হয়েছে। কিন্তু শিশুটির শরীরে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে অভিযোগ আসায় লাশটি গ্রাম থেকে এনে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।’ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাচ্চাটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জ্বরের কারণে বাচ্চাটি অজ্ঞান হয়ে গেছিল বলে তাকে বহনকারীরা আমাকে জানিয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

যশোরে শিশু হত্যার অভিযোগে মা-বাবা আটক

আপডেট টাইম : ০২:৪৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫

যশোর : যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় রুকাইয়া আক্তার দিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও সৎ বাবার বিরুদ্ধে।

মঙ্গলবার স্বজন ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন, দিয়ার মায়ের নাম আছিয়া বেগম। আর সৎ বাবার নাম সোহান। আছিয়ার দ্বিতীয় স্বামী সোহান। সোহানের সঙ্গে বিয়ের আগে আছিয়া তার নানাবাড়ি বসুন্দিয়া মোড়ে থাকতেন। মাস ছয়েক আগে আছিয়ার সঙ্গে সোহানের বিয়ে হয়। সোহান এর আগে বেশ কয়েকটি বিয়ে করেন। সর্বশেষ আছিয়াকে নিয়ে তিনি জঙ্গলবাঁধাল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সঙ্গে থাকতো আড়াই বছরের শিশু দিয়া। মঙ্গলবার হঠাৎ ‘দিয়া মারা গেছে’ বলে তারা প্রচার করেন।

এর পর বিকেলে জঙ্গলবাঁধাল থেকে মোটরসাইকেলে করে লাশ বসুন্দিয়া মোড়ে আছিয়ার নানা বাড়িতে নেওয়া হয়। তখন এলাকার লোকজনের সন্দেহ হয়। তাদের ধারণা, আছিয়াকে বিয়ে করে সোহান নিজের বাড়িতে উঠতে পারছেন না। এ ক্ষেত্রে একমাত্র বাধা আছিয়ার শিশু সন্তান দিয়া। এই কারণে দিয়াকে কৌশলে হত্যা করে ‘সে মারা গেছে’ বলে প্রচার করা হয়। এই সন্দেহের বশে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী জানিয়েছেন, সোহান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার সকালে দিয়াকে জুস কিনে দিয়ে সোহান মোটরসাইকেল চালাতে চলে যান। সকালেই ওই জুস খেয়ে দিয়া অসুস্থ হয়ে পড়ে। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তারা হাসপাতাল থেকে লাশ সরাসরি দুপুরে বসুন্দিয়া নিয়ে যায়। লাশ গ্রামে নেওয়া হলে এলাকার লোকজন সন্দেহ করে। এলাকার একাধিক লোক অভিযোগ দেওয়ায় মৃত শিশুর মা আছিয়া ও সৎ বাবা সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আছিয়ার নানা আলাউদ্দিন সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, বাচ্চাটিকে আছিয়া আর তার স্বামী মিলে হত্যা করেছে। তবে আছিয়া ও সোহান এই অভিযোগ অস্বীকার করেছেন।

আছিয়া বলেন, ‘দিয়া আমার মেয়ে। তাকে আমি মেরে ফেলব কেন?’

সোহান বলেন, ‘দিয়া আমার মেয়ে না হলেও তাকে আমি মেয়ের মতোই আদর করি। একটি নিষ্পাপ শিশুকে মেরে ফেলব কেন?’

ওসি বলেন, ‘এলাকার লোকজন অভিযোগ করেছেন, শ্বাসরোধ করে দিয়াকে হত্যা করা হয়েছে। কিন্তু শিশুটির শরীরে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে অভিযোগ আসায় লাশটি গ্রাম থেকে এনে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।’ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাচ্চাটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জ্বরের কারণে বাচ্চাটি অজ্ঞান হয়ে গেছিল বলে তাকে বহনকারীরা আমাকে জানিয়েছে।’