অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

পশ্চিমাদের সতর্কতা জারির পেছনে ষড়যন্ত্র রয়েছে: মেনন

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পশ্চিমাদের সতর্কতা জারির পেছনে ষড়যন্ত্র রয়েছে । তিনি দুই বিদেশি খুনের ঘটনার পর নিজ দেশের নাগরিকদের চলাচলে কয়েকটি পশ্চিমা দেশের সতর্কতা জারির পেছনে ‘ষড়যন্ত্র’ দেখছেন বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার গতিকে থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, “সম্প্রতি দেশে দুইজন বিদেশি হত্যা হল। এরপর মনে হল আমাদের উপরে পুরো আকাশটাই ভেঙে পড়েছে।”

“এরপর অনেকেই তাদের নাগরিকদের এদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করলেন। যারা এসব সতর্কতা জারি করছেন, তাদের দেশে যা ঘটছে তা তো আরও ভয়ঙ্কর।”

ওয়ার্কাস পার্টির নেতা মেনন বলেন, “নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করল। এরপর দিনই তাদের দেশে একটি পুলিশ স্টেশনের সামনে কয়েকজনকে গুলি করে মেরে ফেলা হল।

“যুক্তরাষ্ট্র সতর্কতা দিল, সেখানে একটি স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে অনেকজনকে হত্যা করা হল।”

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকা-ের পর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক হোসিও কোনিকে।

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের মধ্যে তাবেলা হত্যাকা-ের ঘটনা ঘটে। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে সর্তকর্তা জারি করে।

পর্যটনমন্ত্রী মেনন বলেন, “তুরস্ক আমাদের বলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ কর। তাদের দেশেই বোমা বিস্ফোরণে ৯৫ জন মারা গেল। এই সব দেশ কি বাংলাদেশের চেয়ে নিরাপদ?”

“আমি মনে করি বাংলাদেশ যেহেতু অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, এসব কারণে নানা ষড়যন্ত্র চলছে যেন বাংলাদেশকে পিছিয়ে দেওয়া যায়।”

২০১৬ সালের পর্যটন বর্ষকে সামনে রেখে আগামী ২৭ ও ২৮ অক্টোবর দেশে প্রথমবারের মতো বুড্ডিস্ট সার্কিট কনফারেন্স হতে যাচ্ছে বলে জানান পর্যটনমন্ত্রী মেনন।

কনফারেন্সে বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী ও একাডেমিকরা আসবেন জানিয়ে তিনি বলেন, “এদেশে প্রায় ৫০০টি বৌদ্ধ স্থাপনা রয়েছে। অথচ ভারত ও নেপাল বুড্ডিস্ট সার্কিটের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশ অন্তর্ভুক্ত নয়। আমরা চেষ্টা করছি এ বিষয়টিতে একটি ব্রেক থ্রু করার।”

আলোচনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) জিয়াউল হক হাওলাদার মূল প্রবন্ধ পাঠ করেন।

এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, বিপিসির চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার দেবসহ অন্যরা বক্তব্য রাখেন।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

পশ্চিমাদের সতর্কতা জারির পেছনে ষড়যন্ত্র রয়েছে: মেনন

আপডেট টাইম : ০১:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পশ্চিমাদের সতর্কতা জারির পেছনে ষড়যন্ত্র রয়েছে । তিনি দুই বিদেশি খুনের ঘটনার পর নিজ দেশের নাগরিকদের চলাচলে কয়েকটি পশ্চিমা দেশের সতর্কতা জারির পেছনে ‘ষড়যন্ত্র’ দেখছেন বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার গতিকে থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, “সম্প্রতি দেশে দুইজন বিদেশি হত্যা হল। এরপর মনে হল আমাদের উপরে পুরো আকাশটাই ভেঙে পড়েছে।”

“এরপর অনেকেই তাদের নাগরিকদের এদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করলেন। যারা এসব সতর্কতা জারি করছেন, তাদের দেশে যা ঘটছে তা তো আরও ভয়ঙ্কর।”

ওয়ার্কাস পার্টির নেতা মেনন বলেন, “নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করল। এরপর দিনই তাদের দেশে একটি পুলিশ স্টেশনের সামনে কয়েকজনকে গুলি করে মেরে ফেলা হল।

“যুক্তরাষ্ট্র সতর্কতা দিল, সেখানে একটি স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে অনেকজনকে হত্যা করা হল।”

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকা-ের পর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক হোসিও কোনিকে।

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের মধ্যে তাবেলা হত্যাকা-ের ঘটনা ঘটে। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে সর্তকর্তা জারি করে।

পর্যটনমন্ত্রী মেনন বলেন, “তুরস্ক আমাদের বলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ কর। তাদের দেশেই বোমা বিস্ফোরণে ৯৫ জন মারা গেল। এই সব দেশ কি বাংলাদেশের চেয়ে নিরাপদ?”

“আমি মনে করি বাংলাদেশ যেহেতু অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, এসব কারণে নানা ষড়যন্ত্র চলছে যেন বাংলাদেশকে পিছিয়ে দেওয়া যায়।”

২০১৬ সালের পর্যটন বর্ষকে সামনে রেখে আগামী ২৭ ও ২৮ অক্টোবর দেশে প্রথমবারের মতো বুড্ডিস্ট সার্কিট কনফারেন্স হতে যাচ্ছে বলে জানান পর্যটনমন্ত্রী মেনন।

কনফারেন্সে বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী ও একাডেমিকরা আসবেন জানিয়ে তিনি বলেন, “এদেশে প্রায় ৫০০টি বৌদ্ধ স্থাপনা রয়েছে। অথচ ভারত ও নেপাল বুড্ডিস্ট সার্কিটের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশ অন্তর্ভুক্ত নয়। আমরা চেষ্টা করছি এ বিষয়টিতে একটি ব্রেক থ্রু করার।”

আলোচনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) জিয়াউল হক হাওলাদার মূল প্রবন্ধ পাঠ করেন।

এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, বিপিসির চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার দেবসহ অন্যরা বক্তব্য রাখেন।