অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ : তোফায়েল

চট্টগ্রাম : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, ‘যারা অর্থনীতি আর রাজনীতিতে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তারা এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে তাজিয়া মিছিলের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন মাথা উচুঁ করে এগিয়ে যাচ্ছে। সকল খাতে আশপাশের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং সামাজিকভাবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের জন্যও পুরস্কার পাচ্ছে দেশ।’

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রবিবার বিকেলে নবম আন্তর্জাতিক উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মহিলা সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আশুরার মিছিলে একজনকে মেরে, পঞ্চাশ-ষাটজনকে আহত করা হয়েছে। দুই বিদেশীকে মারা হয়েছে, যারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়েছে, যারা রাজনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, তারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।’

উইমেন্স এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, বিদেশে রফতানির জন্য মহিলা উদ্যোক্তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত ছয় শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এ ছাড়া বিদেশের কোনো মেলায় অংশ নিলে ৫০ শতাংশ পর্যন্ত খরচ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বহন করবে।

এর আগে, রোববার বিকেল ৩টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রদীপ জ্বালানোর মাধ্যমে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, এফবিসিসিআই’র পরিচালক মনোয়ারা হাকিম আলী, বিজিএমই’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন মিন্টু, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোতদার প্রমুখ। পরে মন্ত্রীসহ অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ : তোফায়েল

আপডেট টাইম : ০৫:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫

চট্টগ্রাম : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, ‘যারা অর্থনীতি আর রাজনীতিতে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তারা এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে তাজিয়া মিছিলের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন মাথা উচুঁ করে এগিয়ে যাচ্ছে। সকল খাতে আশপাশের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং সামাজিকভাবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের জন্যও পুরস্কার পাচ্ছে দেশ।’

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রবিবার বিকেলে নবম আন্তর্জাতিক উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মহিলা সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আশুরার মিছিলে একজনকে মেরে, পঞ্চাশ-ষাটজনকে আহত করা হয়েছে। দুই বিদেশীকে মারা হয়েছে, যারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়েছে, যারা রাজনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, তারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।’

উইমেন্স এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, বিদেশে রফতানির জন্য মহিলা উদ্যোক্তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত ছয় শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এ ছাড়া বিদেশের কোনো মেলায় অংশ নিলে ৫০ শতাংশ পর্যন্ত খরচ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বহন করবে।

এর আগে, রোববার বিকেল ৩টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রদীপ জ্বালানোর মাধ্যমে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, এফবিসিসিআই’র পরিচালক মনোয়ারা হাকিম আলী, বিজিএমই’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন মিন্টু, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোতদার প্রমুখ। পরে মন্ত্রীসহ অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।