পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ঢাবির প্রশ্নপত্র জালিয়াত চক্রের ১২ জন আটক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টা করায় ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য বিজ্ঞান অনুষদের অধীন এ ভর্তি পরীক্ষার আগের রাতে এ আটকের ঘটনা ঘটলো।

প্রক্টর বলেন, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে জোবায়ের নামের এক ভর্তি পরীক্ষার্থীকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের মোট ১২ জনকে আটক করে ডিবি পুলিশ।

ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জালিয়াতির পদ্ধতি সম্পর্কে সহকারী প্রক্টর রবিউল ইসলাম বলেন, প্রশ্নপত্র দিয়ে উত্তর মুখস্থ করিয়ে দেওয়ার প্রলোভনে জালিয়াত চক্রের সদস্যরা প্রথমে জোবায়েরের সঙ্গে যোগাযোগ করে। এরপর জোবায়েরের মাধ্যমে আরো প্রায় ২০ জনকে ঠিক করে চক্রটি, যারা টাকা দিয়ে প্রশ্ন পেতে চুক্তিবদ্ধ হয়।

ওই পরীক্ষার্থীদের কাছ থেকে চক্রটি প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয় বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ওই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ বছর ১,৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১,৩৫০ জন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ঢাবির প্রশ্নপত্র জালিয়াত চক্রের ১২ জন আটক

আপডেট টাইম : ০৫:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টা করায় ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য বিজ্ঞান অনুষদের অধীন এ ভর্তি পরীক্ষার আগের রাতে এ আটকের ঘটনা ঘটলো।

প্রক্টর বলেন, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে জোবায়ের নামের এক ভর্তি পরীক্ষার্থীকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের মোট ১২ জনকে আটক করে ডিবি পুলিশ।

ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জালিয়াতির পদ্ধতি সম্পর্কে সহকারী প্রক্টর রবিউল ইসলাম বলেন, প্রশ্নপত্র দিয়ে উত্তর মুখস্থ করিয়ে দেওয়ার প্রলোভনে জালিয়াত চক্রের সদস্যরা প্রথমে জোবায়েরের সঙ্গে যোগাযোগ করে। এরপর জোবায়েরের মাধ্যমে আরো প্রায় ২০ জনকে ঠিক করে চক্রটি, যারা টাকা দিয়ে প্রশ্ন পেতে চুক্তিবদ্ধ হয়।

ওই পরীক্ষার্থীদের কাছ থেকে চক্রটি প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয় বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ওই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ বছর ১,৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১,৩৫০ জন।