পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

সংঘর্ষের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ: আতঙ্ক কাটছেনা ভর্তিচ্ছুদের

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর থেকে ক্যাম্পাস ছাড়া রয়েছে ছাত্রলীগ। সংঘর্ষের পরদিন থেকে কোন ধরণের কর্মকাণ্ড ও আনাগোনা লক্ষ্য করা যাচ্ছেনা তাদের। চবি প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাঝে হঠাৎ যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভর্তিচ্ছুদের মাঝে এখনও আতংক বিরাজ করছে।

প্রায় প্রতি বছর ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ধরণের উৎসব বিরাজ করলেও এ বছর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর সকল পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এক ধরণের আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে ভর্তিচ্ছু একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বললে তিনি শীর্ষ নিউজকে বলেন, ‘আমি এবং আমার বেশ কয়েকজন বন্ধু পরীক্ষা দিতে এসেছি। কিন্তু সোমবারের ঘটনায় আমরা খুব বেশী ভয় পেয়েছি। আমি ধারণা করেছিলাম আমরা আর পরীক্ষা দিতে পারবো না। পরবর্তীতে সব শান্ত হওয়ার পর সাহস পেয়েছি। তবে এখনও আমরা আতংকিত।’

প্রতি বছরই ছাত্রলীগ পরীক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসেবে স্টেশন চত্বরে লাইন দিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় তারা।

গত ২ নভেম্বর এভাবেই শুভেচ্ছা জানানোর জন্য লাইনে দাঁড়াতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দু’টি গ্রুপ। পরে সংঘর্ষ প্রবল আকার ধারণ করে। এক পর্যায়ে দু’টি গ্রুপ যখন হলে অবস্থান করছিল তখন তারা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিচ্ছুদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে তাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়। পরে পুলিশ দুটি হলে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে থাকে। প্রায় কয়েক শতাধিত রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে পুলিশ হলের ভেতর ঢুকে প্রায় প্রতিটি রুমে ভাংচুর ও এলোপাতাড়ি লাঠিচার্জ করতে থাকে। পরবর্তীতে পুলিশ দুটি হল থেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি শর্টগান, ১টি পিস্তল ও ৩০ জনকে আটক করতে সক্ষম হয়।

পরদিন পুলিশ দুটি হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় ২টি মামলা করে। এতে সভাপতি টিপু ও সেক্রেটারি সুজন গ্রুপের ১০ জনের নাম উল্লেখ করে আরো ৪০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায়ও ১টি মামলা করা হয়। এতে উভয় গ্রুপের ৫৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় ১২০ জনকে রাখা হয়। তবে মামলা করার পর নতুন করে এখন পর্যন্ত একজনকেও আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ হল এ অবস্থানরত সাধারণ শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের ওপর নির্যাতন ও লুটপাটের অভিযোগ এনেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাটহাজারি থানার ওসি ইসমাইল শীর্ষ নিউজকে বলেন, ‘এসব সম্পূর্ণ ভিত্তিহীন, তারা নিজেদের অপরাধ আড়াল করতে পুলিশের ওপর এমন অভিযোগ তুলছে।’

সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। এতে সহকারী প্রক্টর হেলাল উদ্দিন কে প্রধান করে আরো দুই সহকারী প্রক্টর মিজানুর রহমান ও শহিদুল ইসলামকে সদস্য সচিব ও সদস্য করা হয়। কমিটি কে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশও দেয়া হয়।

এদিকে ৩ নভেম্বর মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি গ্রুপ আবারো ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। এতে তারা দুই হলে পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কমিটি গঠনের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল কিছু লোক নিজেদের স্বার্থ হাসিল করতে ছাত্রলীগের মধ্যে বিরোধ সৃষ্টির পাঁয়তারা করছে।

তারা আরো অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতারা যখন সমস্যা সমাধানের চেষ্টা করছিল, ঠিক তখনই উপাচার্যের নির্দেশে শাহ আমানত ও শাহ জালাল হলে হামলা চালায় পুলিশ।

তারা আরো বলেন, সংঘর্ষে জড়িতদের ছাড় দেওয়া হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ যে ক্ষয়ক্ষতি করেছে তার দায়ভার বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে নিতে হবে।

দুটি হল থেকে অস্ত্র উদ্ধারের প্রশ্নে সাংবাদিকদের তারা বলেন, হলে বই থাকার কথা, অস্ত্র কোথায় থেকে এসেছে তা আমরা জানি না। এটি পুলিশের সাজানো নাটক হতে পারে।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

সংঘর্ষের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ: আতঙ্ক কাটছেনা ভর্তিচ্ছুদের

আপডেট টাইম : ০১:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর থেকে ক্যাম্পাস ছাড়া রয়েছে ছাত্রলীগ। সংঘর্ষের পরদিন থেকে কোন ধরণের কর্মকাণ্ড ও আনাগোনা লক্ষ্য করা যাচ্ছেনা তাদের। চবি প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাঝে হঠাৎ যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভর্তিচ্ছুদের মাঝে এখনও আতংক বিরাজ করছে।

প্রায় প্রতি বছর ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ধরণের উৎসব বিরাজ করলেও এ বছর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর সকল পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এক ধরণের আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে ভর্তিচ্ছু একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বললে তিনি শীর্ষ নিউজকে বলেন, ‘আমি এবং আমার বেশ কয়েকজন বন্ধু পরীক্ষা দিতে এসেছি। কিন্তু সোমবারের ঘটনায় আমরা খুব বেশী ভয় পেয়েছি। আমি ধারণা করেছিলাম আমরা আর পরীক্ষা দিতে পারবো না। পরবর্তীতে সব শান্ত হওয়ার পর সাহস পেয়েছি। তবে এখনও আমরা আতংকিত।’

প্রতি বছরই ছাত্রলীগ পরীক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসেবে স্টেশন চত্বরে লাইন দিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় তারা।

গত ২ নভেম্বর এভাবেই শুভেচ্ছা জানানোর জন্য লাইনে দাঁড়াতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দু’টি গ্রুপ। পরে সংঘর্ষ প্রবল আকার ধারণ করে। এক পর্যায়ে দু’টি গ্রুপ যখন হলে অবস্থান করছিল তখন তারা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিচ্ছুদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে তাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়। পরে পুলিশ দুটি হলে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে থাকে। প্রায় কয়েক শতাধিত রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে পুলিশ হলের ভেতর ঢুকে প্রায় প্রতিটি রুমে ভাংচুর ও এলোপাতাড়ি লাঠিচার্জ করতে থাকে। পরবর্তীতে পুলিশ দুটি হল থেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি শর্টগান, ১টি পিস্তল ও ৩০ জনকে আটক করতে সক্ষম হয়।

পরদিন পুলিশ দুটি হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় ২টি মামলা করে। এতে সভাপতি টিপু ও সেক্রেটারি সুজন গ্রুপের ১০ জনের নাম উল্লেখ করে আরো ৪০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায়ও ১টি মামলা করা হয়। এতে উভয় গ্রুপের ৫৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় ১২০ জনকে রাখা হয়। তবে মামলা করার পর নতুন করে এখন পর্যন্ত একজনকেও আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ হল এ অবস্থানরত সাধারণ শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের ওপর নির্যাতন ও লুটপাটের অভিযোগ এনেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাটহাজারি থানার ওসি ইসমাইল শীর্ষ নিউজকে বলেন, ‘এসব সম্পূর্ণ ভিত্তিহীন, তারা নিজেদের অপরাধ আড়াল করতে পুলিশের ওপর এমন অভিযোগ তুলছে।’

সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। এতে সহকারী প্রক্টর হেলাল উদ্দিন কে প্রধান করে আরো দুই সহকারী প্রক্টর মিজানুর রহমান ও শহিদুল ইসলামকে সদস্য সচিব ও সদস্য করা হয়। কমিটি কে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশও দেয়া হয়।

এদিকে ৩ নভেম্বর মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি গ্রুপ আবারো ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। এতে তারা দুই হলে পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কমিটি গঠনের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল কিছু লোক নিজেদের স্বার্থ হাসিল করতে ছাত্রলীগের মধ্যে বিরোধ সৃষ্টির পাঁয়তারা করছে।

তারা আরো অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতারা যখন সমস্যা সমাধানের চেষ্টা করছিল, ঠিক তখনই উপাচার্যের নির্দেশে শাহ আমানত ও শাহ জালাল হলে হামলা চালায় পুলিশ।

তারা আরো বলেন, সংঘর্ষে জড়িতদের ছাড় দেওয়া হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ যে ক্ষয়ক্ষতি করেছে তার দায়ভার বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে নিতে হবে।

দুটি হল থেকে অস্ত্র উদ্ধারের প্রশ্নে সাংবাদিকদের তারা বলেন, হলে বই থাকার কথা, অস্ত্র কোথায় থেকে এসেছে তা আমরা জানি না। এটি পুলিশের সাজানো নাটক হতে পারে।