অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

পুলিশ হত্যা করে ফাঁসি ঠেকানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “পুলিশ হত্যা করুক, আর মানুষ হত্যা করুক-কিছুতেই যুদ্ধাপরাধে দণ্ডিতদের রায় কার্যকর ঠেকানো যাবে না।”

শুক্রবার বিকেলে মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে, তারা মনে করছে- তারা পার পেয়ে যাবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যাদের (যুদ্ধাপরাধী) বিচার হয়েছে, তাদের বিচারের রায়ও কার্যকর হবে।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) এখন নিষ্পত্তির অপেক্ষায়।

রিভিউতে যদি দণ্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন না ঘটে, তাহলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন সাবেক দুই মন্ত্রী সালাউদ্দিন কাদের ও মুজাহিদ। তা নাকচ হয়ে গেলে সরকার প্রাণদণ্ড কার্যকরের পদক্ষেপ নেবে।

গত ২৮ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের মধ্যে ঢাকা ও রংপুরে দুই বিদেশিকে হত্যা করা হয়। গত শনিবার দুপুরে কাছাকাছি সময়ে ঢাকার শাহবাগ ও লালমাটিয়ায় দুটি প্রকাশনা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়ে একজনকে হত্যা ও তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

এরমধ্যে পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিল পূর্ব সমাবেশে বোমা হামলায় দুজনের মৃত্যু এবং গাবতলী ও সাভারে দুই পুলিশকে হত্যা করা হয়েছে।

এসব ঘটনার দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ হত্যা করুক, আর মানুষ হত্যা করুক-কিছুতেই আমাদের এই বিচার বন্ধ হবে না।”

গুলশানে কূটনীতিকপাড়ায় ইতালীয় ত্রাণকর্মী চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের প্রায় শেষ পর্যায়ে জানিয়ে মন্ত্রী বলেন, “চারজনকে ধরা হয়েছে। তারা ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।”

আইএস নয়, একাত্তরের পরাজিত শক্তি এ হত্যাকাণ্ডে জড়িত জানিয়ে তিনি বলেন, “আমরা আগে থেকে বলছিলাম, এখানে আইএস বলে কিছু নেই। যারা এ ধরনের হত্যাকাণ্ড করছে তারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সঙ্গে পরাজিত হয়েছিল। তারা ২১ অগাস্ট প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, ১৫ অগাষ্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

“যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তারা নানা ধরনের অপকৌশল, অপচেষ্টা করছে।”

সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য প্রাণ হারালেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর মনোবল একটুও কমেনি বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“তারা (পুলিশ) কিন্তু রাস্তায় আজও সজীব ও সতর্ক অবস্থায় রয়েছে। কাজেই আমরা মনে করি, এ সমস্ত ঘটনা ঘটিয়ে, যা করার চেষ্টা করছে তা লাভ হবে না।”

পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের ‘ফার্স্ট এইড’ প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে ৪০ জন সাংবাদিক দুই ধাপে দুই দিন করে ‘ফার্স্ট এইড’ প্রশিক্ষণ নেন।

অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইসারফ হোসেন ইশা ও সাধারণ সম্পাদক কামারুজ্জামান উপস্থিত ছিলেন।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

পুলিশ হত্যা করে ফাঁসি ঠেকানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫

ঢাকা: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “পুলিশ হত্যা করুক, আর মানুষ হত্যা করুক-কিছুতেই যুদ্ধাপরাধে দণ্ডিতদের রায় কার্যকর ঠেকানো যাবে না।”

শুক্রবার বিকেলে মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে, তারা মনে করছে- তারা পার পেয়ে যাবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যাদের (যুদ্ধাপরাধী) বিচার হয়েছে, তাদের বিচারের রায়ও কার্যকর হবে।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) এখন নিষ্পত্তির অপেক্ষায়।

রিভিউতে যদি দণ্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন না ঘটে, তাহলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন সাবেক দুই মন্ত্রী সালাউদ্দিন কাদের ও মুজাহিদ। তা নাকচ হয়ে গেলে সরকার প্রাণদণ্ড কার্যকরের পদক্ষেপ নেবে।

গত ২৮ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের মধ্যে ঢাকা ও রংপুরে দুই বিদেশিকে হত্যা করা হয়। গত শনিবার দুপুরে কাছাকাছি সময়ে ঢাকার শাহবাগ ও লালমাটিয়ায় দুটি প্রকাশনা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়ে একজনকে হত্যা ও তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

এরমধ্যে পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিল পূর্ব সমাবেশে বোমা হামলায় দুজনের মৃত্যু এবং গাবতলী ও সাভারে দুই পুলিশকে হত্যা করা হয়েছে।

এসব ঘটনার দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ হত্যা করুক, আর মানুষ হত্যা করুক-কিছুতেই আমাদের এই বিচার বন্ধ হবে না।”

গুলশানে কূটনীতিকপাড়ায় ইতালীয় ত্রাণকর্মী চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের প্রায় শেষ পর্যায়ে জানিয়ে মন্ত্রী বলেন, “চারজনকে ধরা হয়েছে। তারা ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।”

আইএস নয়, একাত্তরের পরাজিত শক্তি এ হত্যাকাণ্ডে জড়িত জানিয়ে তিনি বলেন, “আমরা আগে থেকে বলছিলাম, এখানে আইএস বলে কিছু নেই। যারা এ ধরনের হত্যাকাণ্ড করছে তারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সঙ্গে পরাজিত হয়েছিল। তারা ২১ অগাস্ট প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, ১৫ অগাষ্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

“যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তারা নানা ধরনের অপকৌশল, অপচেষ্টা করছে।”

সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য প্রাণ হারালেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর মনোবল একটুও কমেনি বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“তারা (পুলিশ) কিন্তু রাস্তায় আজও সজীব ও সতর্ক অবস্থায় রয়েছে। কাজেই আমরা মনে করি, এ সমস্ত ঘটনা ঘটিয়ে, যা করার চেষ্টা করছে তা লাভ হবে না।”

পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের ‘ফার্স্ট এইড’ প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে ৪০ জন সাংবাদিক দুই ধাপে দুই দিন করে ‘ফার্স্ট এইড’ প্রশিক্ষণ নেন।

অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইসারফ হোসেন ইশা ও সাধারণ সম্পাদক কামারুজ্জামান উপস্থিত ছিলেন।