পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

প্রশাসনকে উপেক্ষা করে তিস্তায় বালু ও পাথর উত্তোলন চলছেই

নীলফামারী: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীতে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে উপক্ষো করে পাথর-বালু উত্তোলন চলছেই।

ডালিয়া তিস্তা ব্যারাজের উজানে তিস্তার বুকে শতাধিক অসাধু পাথর ব্যবসায়ীরা যে যার মতো করে তিস্তা নদী দখল করে ভারী শক্তিশালী ড্রেজার ও বোমা মেশিন লাগিয়ে পাথর বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এর ফলে বিপন্ন হয়ে পড়েছে তিস্তা, হুমকির মুখে পড়েছে ব্যারেজ ও জীব বৈচিত্র্য।

জানা যায়, যান্ত্রিক মেশিন ছাড়া দেশীয় পদ্ধতিতে খনিজ সম্পদ পাথর বালু উত্তোলন করা যাবে মর্মে একটি প্রজ্ঞাপন জারী করে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা পাথর বালু উত্তোলন করতে থাকে দীর্ঘদিন ধরে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের পরেই জেলা প্রশাসন জরুরী সভা ডেকে এসব ভারি যান্ত্রিক মেশিন বন্ধের সিদ্ধান্ত নিলেও কোন নিয়মই মানতে চাইছে না পাথর ব্যবসায়ীরা। এর পূর্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পাথর বালু উত্তোলন বন্ধে নির্দেশ প্রদান করেছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের তিস্তার চর ও ভাসানীর চর, খগাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা কিসামতের চর এবং পূর্বছাতনাই ইউনিয়নের তিস্তার নদীর ঝাড়শিংহের চর এলাকায় যেসব মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হতো সেগুলি না সরিয়ে শতাধিক শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন অভ্যাহত রেখেছে ২৪ ঘন্টাই। আইনের তোয়াক্কা না করেই কিসামতের চরের নুরুল হক, জেনারুল ইসলাম, আইয়ুব আলী, খাদেমুল ও জুলহাস, টেপাখড়িবাড়ী ইউনিয়নের উত্তর খড়িবাড়ী ভাষানীর চরে আব্দুর রশিদ, আবদুল মাজেদ, আব্দুল আজিজ ও রফিকুল ইসলাম, পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহের চরের আমিনুর রহমান, দুলাল হোসেনসহ আরো শতাধিক পাথর উত্তোলনকারী ব্যবসায়ীরা বিরামহীনভাবে এসব পাথর-বালু উত্তোলন করছে।

খগাখড়িবাড়ীর পাগলপাড়া গ্রামের কোরবান আলী বলেন, প্রশাসন কাগজে কলমে এসব মেশিন বন্ধের সিদ্ধান্ত নিলেও তাদেরই চোখের সামনে চলছে এসব মেশিন। এসব দেখ মনে হয় সর্ষের ভিতরেই ভূত! রাতের আঁধারে এসব পাথর উত্তোলনের ফলে তিস্তানদীর মধ্যখানে বিশালাকৃতি বালুর পাহাড়ে পরিণত হয়েছে।

পাথর উত্তোলনকারী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, পাথর উত্তলন বন্ধের সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন নিতে পারে না। আমরা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অর্ডারে পালর বালু উত্তোলন করছি।

একই ভঙ্গিতে পূর্বছাতনাই ইউনিয়নের পাথর উত্তোলনকারী আমিনুর রহমান বলেন, মেশিন বন্ধের জন্য জেলা প্রশাসকসহ অনেকেই মন্ত্রণালয়ে ২০/২৫টি অভিযোগ পাঠিয়েছে কিন্তু তারপরও আমরা পাথর উত্তোলনের অনুমতি পেয়েছি। তারা দাবী করছেন, আমরা পরিবেশ অধিদপ্তরে টাকা জমা দিয়ে এসেছি। সম্প্রতি অধিদপ্তর থেকে কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে এসে দেখে গেছেন। খুব শীঘ্রই পরিবেশগত ছাড়পত্র পাব। কিন্তু পরিবেশের ছাড় না পেয়েই কেন যান্ত্রিক মেশিন দিয়ে পাথর বালু উত্তোলন করছেন এ প্রশ্নের জবাবে তারা বলেন, ‘টাকা হলে সব হয়’। আবেদন করেছি আর কি লাগবে ? বাকী কাজ টাকায় হবে।

জেলার ডিমলা উপজেলার বিভিন্ন মৌজায় পাথর বালু উত্তোলনে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নীলফামারী এর অফিস কক্ষে গত ২১ অক্টোবর পাথর উত্তোলনকারী ও অভিযোগকারীদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শহিদুল ইসলাম, পাথর বালু উত্তোলনকারী ব্যাবসায়ী ও অভিযোগকারীসহ প্রায় ৭৫ জন সদস্য উপস্থিত থেকে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করেন।

সভার কার্যবিবরণী সূত্রে, তিস্তা নদীসহ আশে পার্শ্বে ৭০/৮০টি বোরিং মেশিন দ্বারা যান্ত্রিক পদ্ধতিতে ৬০/৭০ ফিট গভীর খনন করে পাথর উত্তোলন করা হচ্ছে। এর ফলে তিস্তা ব্যারাজের এর উপর প্রভাব পড়ছে ও তিস্তা নদীর গতি প্রকৃতি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, যা পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে। ইজারাগ্রহীতারা অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন না করে ফোর সিলিন্ডার, সিক্স সিলিন্ডার/ড্রিল-ড্রেজার মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করার কারণে বড় বড় গর্ত হচ্ছে, ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। পাথর বহনকারী ট্রলি/ট্রাক্টর বেরী বাঁধের উপর দিয়ে পরিবহন করার কারনে তিস্তার গাঁইড ও বেড়িবাঁধ নষ্ট হচ্ছে। এতে করে সাধারণ মানুষ ও স্কুলগামী ছাত্র ছাত্রীরা চলাচল করতে পারছে না, এছাড়াও পাথর উত্তোলন ও ভাঙ্গানোর শব্দে লোকালয়ে বসবাস করা খুবই কষ্টকর হচ্ছে। প্রচন্ড শব্দে শিশু ও বয়স্কদের কানের সমস্যা দেখা দিয়েছে।

এ ব্যাপারে ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম সভায় জানান, সরকারের শর্ত অনুযায়ী কেহই পাথর উত্তোলন করছেন না। আর যারা কার্যাদেশ পেয়ে পাথর উত্তোলন করছেন তাদের কোন পরিবেশগত ছাড়পত্র নেই। এমন কি বোরিং মেশিন দিয়ে পাথর উত্তোলন ও ক্রাসিং মেশিন দিয়ে পাথর ভাঙ্গানোর ফলে জনগণের ঘর বাড়ী নষ্ট হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে ভিক্ষুকের সংখ্যা, নদীর গতিপথ ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, ভূমিকম্পের আশংকা বাড়ছে। তবে দিনের পর দিন পাথর উত্তোলনের কারণে সংশ্লিষ্ট রাস্তাগুলি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সভায় জানান, বৈধভাবে কার্যাদেশ প্রাপ্ত ব্যক্তিগনের পরিবেশগত ছাড়পত্র না থাকলে পাথর উত্তোলন করা অবৈধ হবে এবং শর্ত ভঙ্গ করে তারা পাথর উত্তোলন করছে। সভায় আলোচনা ও পর্যালোচনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, নুড়ি পাথর উত্তোলনের কার্যাদেশ প্রাপ্ত ৩৯ জনের মধ্যে উপস্থিত কয়েক জনকে অভিযোগের বিষয়ে সত্যতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সকলেই বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন করা সম্ভব হয় না, ফলে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করা হচ্ছে বলে তারা স্বীকার করেন। এবং তারা জানান,তাদের পরিবেশগত ছাড়পত্র নেই।

সভায় সিন্ধান্ত গৃহীত হয় যে, পরিবেশগত ছাড়পত্র গ্রহন ব্যাতীত পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ থাকবে, লাইসেন্সের শর্ত ভঁঙ্গ করা যাবে না, ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হবে, অবৈধ পাথর উত্তোলনকারীদের তথ্য প্রশাসনকে অবহিত করতে হবে, সীমানা চিহ্নিতকরণ ছাড়া ক্ষতিগ্রস্ত হয় এমন জায়গায় পাথর উত্তোলন করা যাবে না, যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করা যাবে না, নদী, ব্রীজ, বাঁধ, রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হয় এমন জায়গায় পাথর উত্তোলন করা যাবে না। সর্বোপরি লাইসেন্সের শর্ত এবং সভার সিন্ধান্ত ভঙ্গ করে পাথর উত্তোলন করা হলে লাইসেন্স বাতিলের পদক্ষেপ গ্রহন করা হবে। এতকিছুর পরেও অবৈধ পাথর বালি উত্তোলনকারীরা অদৃশ্য ক্ষমতা আর টাকার বিনিময়ে সমানতালে চালিয়ে যাচ্ছে তাদের এ কর্মযজ্ঞ। আর এতে ক্ষত বিক্ষত তিস্তায় বিপন্ন হয়ে উঠেছে তিস্তা অববাহিকার পরিবেশ ও প্রকৃতি।

তিস্তা নদী ও ব্যারেজসহ লক্ষ লক্ষ জীবন ও জীব বৈচিত্র্য রক্ষায় এলাকাবাসীর দাবী, সরকার এখনই যেন এ অবধৈ কর্ম বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

প্রশাসনকে উপেক্ষা করে তিস্তায় বালু ও পাথর উত্তোলন চলছেই

আপডেট টাইম : ০৫:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫

নীলফামারী: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীতে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে উপক্ষো করে পাথর-বালু উত্তোলন চলছেই।

ডালিয়া তিস্তা ব্যারাজের উজানে তিস্তার বুকে শতাধিক অসাধু পাথর ব্যবসায়ীরা যে যার মতো করে তিস্তা নদী দখল করে ভারী শক্তিশালী ড্রেজার ও বোমা মেশিন লাগিয়ে পাথর বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এর ফলে বিপন্ন হয়ে পড়েছে তিস্তা, হুমকির মুখে পড়েছে ব্যারেজ ও জীব বৈচিত্র্য।

জানা যায়, যান্ত্রিক মেশিন ছাড়া দেশীয় পদ্ধতিতে খনিজ সম্পদ পাথর বালু উত্তোলন করা যাবে মর্মে একটি প্রজ্ঞাপন জারী করে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা পাথর বালু উত্তোলন করতে থাকে দীর্ঘদিন ধরে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের পরেই জেলা প্রশাসন জরুরী সভা ডেকে এসব ভারি যান্ত্রিক মেশিন বন্ধের সিদ্ধান্ত নিলেও কোন নিয়মই মানতে চাইছে না পাথর ব্যবসায়ীরা। এর পূর্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পাথর বালু উত্তোলন বন্ধে নির্দেশ প্রদান করেছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের তিস্তার চর ও ভাসানীর চর, খগাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা কিসামতের চর এবং পূর্বছাতনাই ইউনিয়নের তিস্তার নদীর ঝাড়শিংহের চর এলাকায় যেসব মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হতো সেগুলি না সরিয়ে শতাধিক শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন অভ্যাহত রেখেছে ২৪ ঘন্টাই। আইনের তোয়াক্কা না করেই কিসামতের চরের নুরুল হক, জেনারুল ইসলাম, আইয়ুব আলী, খাদেমুল ও জুলহাস, টেপাখড়িবাড়ী ইউনিয়নের উত্তর খড়িবাড়ী ভাষানীর চরে আব্দুর রশিদ, আবদুল মাজেদ, আব্দুল আজিজ ও রফিকুল ইসলাম, পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহের চরের আমিনুর রহমান, দুলাল হোসেনসহ আরো শতাধিক পাথর উত্তোলনকারী ব্যবসায়ীরা বিরামহীনভাবে এসব পাথর-বালু উত্তোলন করছে।

খগাখড়িবাড়ীর পাগলপাড়া গ্রামের কোরবান আলী বলেন, প্রশাসন কাগজে কলমে এসব মেশিন বন্ধের সিদ্ধান্ত নিলেও তাদেরই চোখের সামনে চলছে এসব মেশিন। এসব দেখ মনে হয় সর্ষের ভিতরেই ভূত! রাতের আঁধারে এসব পাথর উত্তোলনের ফলে তিস্তানদীর মধ্যখানে বিশালাকৃতি বালুর পাহাড়ে পরিণত হয়েছে।

পাথর উত্তোলনকারী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, পাথর উত্তলন বন্ধের সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন নিতে পারে না। আমরা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অর্ডারে পালর বালু উত্তোলন করছি।

একই ভঙ্গিতে পূর্বছাতনাই ইউনিয়নের পাথর উত্তোলনকারী আমিনুর রহমান বলেন, মেশিন বন্ধের জন্য জেলা প্রশাসকসহ অনেকেই মন্ত্রণালয়ে ২০/২৫টি অভিযোগ পাঠিয়েছে কিন্তু তারপরও আমরা পাথর উত্তোলনের অনুমতি পেয়েছি। তারা দাবী করছেন, আমরা পরিবেশ অধিদপ্তরে টাকা জমা দিয়ে এসেছি। সম্প্রতি অধিদপ্তর থেকে কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে এসে দেখে গেছেন। খুব শীঘ্রই পরিবেশগত ছাড়পত্র পাব। কিন্তু পরিবেশের ছাড় না পেয়েই কেন যান্ত্রিক মেশিন দিয়ে পাথর বালু উত্তোলন করছেন এ প্রশ্নের জবাবে তারা বলেন, ‘টাকা হলে সব হয়’। আবেদন করেছি আর কি লাগবে ? বাকী কাজ টাকায় হবে।

জেলার ডিমলা উপজেলার বিভিন্ন মৌজায় পাথর বালু উত্তোলনে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নীলফামারী এর অফিস কক্ষে গত ২১ অক্টোবর পাথর উত্তোলনকারী ও অভিযোগকারীদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শহিদুল ইসলাম, পাথর বালু উত্তোলনকারী ব্যাবসায়ী ও অভিযোগকারীসহ প্রায় ৭৫ জন সদস্য উপস্থিত থেকে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করেন।

সভার কার্যবিবরণী সূত্রে, তিস্তা নদীসহ আশে পার্শ্বে ৭০/৮০টি বোরিং মেশিন দ্বারা যান্ত্রিক পদ্ধতিতে ৬০/৭০ ফিট গভীর খনন করে পাথর উত্তোলন করা হচ্ছে। এর ফলে তিস্তা ব্যারাজের এর উপর প্রভাব পড়ছে ও তিস্তা নদীর গতি প্রকৃতি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, যা পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে। ইজারাগ্রহীতারা অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন না করে ফোর সিলিন্ডার, সিক্স সিলিন্ডার/ড্রিল-ড্রেজার মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করার কারণে বড় বড় গর্ত হচ্ছে, ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। পাথর বহনকারী ট্রলি/ট্রাক্টর বেরী বাঁধের উপর দিয়ে পরিবহন করার কারনে তিস্তার গাঁইড ও বেড়িবাঁধ নষ্ট হচ্ছে। এতে করে সাধারণ মানুষ ও স্কুলগামী ছাত্র ছাত্রীরা চলাচল করতে পারছে না, এছাড়াও পাথর উত্তোলন ও ভাঙ্গানোর শব্দে লোকালয়ে বসবাস করা খুবই কষ্টকর হচ্ছে। প্রচন্ড শব্দে শিশু ও বয়স্কদের কানের সমস্যা দেখা দিয়েছে।

এ ব্যাপারে ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম সভায় জানান, সরকারের শর্ত অনুযায়ী কেহই পাথর উত্তোলন করছেন না। আর যারা কার্যাদেশ পেয়ে পাথর উত্তোলন করছেন তাদের কোন পরিবেশগত ছাড়পত্র নেই। এমন কি বোরিং মেশিন দিয়ে পাথর উত্তোলন ও ক্রাসিং মেশিন দিয়ে পাথর ভাঙ্গানোর ফলে জনগণের ঘর বাড়ী নষ্ট হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে ভিক্ষুকের সংখ্যা, নদীর গতিপথ ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, ভূমিকম্পের আশংকা বাড়ছে। তবে দিনের পর দিন পাথর উত্তোলনের কারণে সংশ্লিষ্ট রাস্তাগুলি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সভায় জানান, বৈধভাবে কার্যাদেশ প্রাপ্ত ব্যক্তিগনের পরিবেশগত ছাড়পত্র না থাকলে পাথর উত্তোলন করা অবৈধ হবে এবং শর্ত ভঙ্গ করে তারা পাথর উত্তোলন করছে। সভায় আলোচনা ও পর্যালোচনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, নুড়ি পাথর উত্তোলনের কার্যাদেশ প্রাপ্ত ৩৯ জনের মধ্যে উপস্থিত কয়েক জনকে অভিযোগের বিষয়ে সত্যতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সকলেই বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন করা সম্ভব হয় না, ফলে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করা হচ্ছে বলে তারা স্বীকার করেন। এবং তারা জানান,তাদের পরিবেশগত ছাড়পত্র নেই।

সভায় সিন্ধান্ত গৃহীত হয় যে, পরিবেশগত ছাড়পত্র গ্রহন ব্যাতীত পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ থাকবে, লাইসেন্সের শর্ত ভঁঙ্গ করা যাবে না, ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হবে, অবৈধ পাথর উত্তোলনকারীদের তথ্য প্রশাসনকে অবহিত করতে হবে, সীমানা চিহ্নিতকরণ ছাড়া ক্ষতিগ্রস্ত হয় এমন জায়গায় পাথর উত্তোলন করা যাবে না, যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করা যাবে না, নদী, ব্রীজ, বাঁধ, রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হয় এমন জায়গায় পাথর উত্তোলন করা যাবে না। সর্বোপরি লাইসেন্সের শর্ত এবং সভার সিন্ধান্ত ভঙ্গ করে পাথর উত্তোলন করা হলে লাইসেন্স বাতিলের পদক্ষেপ গ্রহন করা হবে। এতকিছুর পরেও অবৈধ পাথর বালি উত্তোলনকারীরা অদৃশ্য ক্ষমতা আর টাকার বিনিময়ে সমানতালে চালিয়ে যাচ্ছে তাদের এ কর্মযজ্ঞ। আর এতে ক্ষত বিক্ষত তিস্তায় বিপন্ন হয়ে উঠেছে তিস্তা অববাহিকার পরিবেশ ও প্রকৃতি।

তিস্তা নদী ও ব্যারেজসহ লক্ষ লক্ষ জীবন ও জীব বৈচিত্র্য রক্ষায় এলাকাবাসীর দাবী, সরকার এখনই যেন এ অবধৈ কর্ম বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।