অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

দেশে হচ্ছে সাইবার নিরাপত্তায় বিশেষ পরীক্ষাগার

ঢাকা : দেশে চালু হচ্ছে ‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ (এসএমএসি) নামের বিশেষ পরীক্ষাগার। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃতীয় তলায় এই পরীক্ষাগারটি তৈরি করা হয়েছে বলে ওই বিভাগ সূত্রে জানা গেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালাইটিকস নিয়ে কাজ করবে বিশেষায়িত এই ল্যাব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সাইবার নিরাপত্তা, ক্লাউড অ্যাপ্লিকেশন, বিগ ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের আইএসও অ্যাপ্লিকেশনসহ তথ্যপ্রযুক্তি নির্ভর সমসাময়িক নানা বিষয়ে সক্ষমতা অর্জনের জন্য এই ল্যাব করা হচ্ছে। এর মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সম্পদ (অ্যাসেট) রক্ষায় আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারব।’

আগামীকাল ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ ল্যাবের উদ্বোধন করার কথা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ ল্যাব উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

এসএমএসি প্রযুক্তি

দ্রুত বর্ধনশীল এই তথ্যপ্রযুক্তির যুগে ‘এসএমএসি’ হলো সাড়া জাগানো একটি প্রযুক্তির নাম। যার পূর্ণ রূপ সোশ্যাল মোবিলিটি অ্যানালাইটিকস ক্লাউড। এসএমএসির উপাদান চারটি। সোশ্যাল, মোবিলিটি, অ্যানালাইটিকস ও ক্লাউড। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহার ক্রমশ বাড়ছে। ভবিষ্যতে সামাজিক জীব হিসেবে এই ক্ষেত্রটিতে মানুষ আরও বেশি করে পরস্পরের সঙ্গে যুক্ত হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতি পাঁচটি মোবাইল ফোনের মধ্যে এখন তিনটিই স্মার্টফোন। দ্রুত স্মার্টফোন ব্যবহারকারীদের আচরণ পরিবর্তন হচ্ছে। মানুষ ফোন ব্যবহার করে এখন ঘরে বসেই কেনাকাটা করতে পারে। এর অর্থ, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে আরও বেশি মানুষের কেনাকাটার আগ্রহ সম্পর্কে জানা যাবে। সম্প্রতি প্রযুক্তি জগতে আলোচনার আরেকটি বড় বিষয় হচ্ছে ‘বিগ ডেটা’। সামাজিক যোগাযোগের মাধ্যম কিংবা মোবাইল প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত বিপুলসংখ্যক তথ্য বিশ্লেষণ করার সক্ষমতা অর্জন করলে যেকোনো ব্যবসার জন্য গ্রাহকের চাহিদার কথা বোঝা সহজ হয়।

এসএমএসির প্রভাব

এসএমএসির প্রতিটি উপাদান একক কোনো ব্যবসাকে উন্নত করতে পারে। কিন্তু সব উপাদানগুলো একত্র করলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তথ্য বিশ্লেষণ করে মার্কেটিংয়ের কাজে লাগানো যায়। গ্রাহকের অর্থ ব্যয়ের সম্পূর্ণ চিত্র বোঝা যায়। যেমন, কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগের মাধ্যমে রাখা তথ্যের সঙ্গে স্মার্টফোনে রাখা তাঁর অবস্থানগত তথ্য একসঙ্গে করে তা বিশ্লেষণ করলে তাঁর কোনো কিছু কেনাকাটার অভ্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এসএমএসির সুবিধা

এসএমএসি যেকোনো প্রতিষ্ঠানকে লাভজনক করে তুলতে পারে। এটি কোনো ব্যবসা বোঝা ও ক্রেতাদের প্রভাবিত করার জন্য বিশাল সুযোগ এনে দিতে পারে। এসএমএসি যে তথ্য সংগ্রহ করে তাতে গ্রাহকের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নির্ণয় করা যায়। মার্কেটিং বিষয়ে যথাযথ পরিকল্পনা নেওয়া যায়।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

দেশে হচ্ছে সাইবার নিরাপত্তায় বিশেষ পরীক্ষাগার

আপডেট টাইম : ০৩:২৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫

ঢাকা : দেশে চালু হচ্ছে ‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ (এসএমএসি) নামের বিশেষ পরীক্ষাগার। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃতীয় তলায় এই পরীক্ষাগারটি তৈরি করা হয়েছে বলে ওই বিভাগ সূত্রে জানা গেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালাইটিকস নিয়ে কাজ করবে বিশেষায়িত এই ল্যাব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সাইবার নিরাপত্তা, ক্লাউড অ্যাপ্লিকেশন, বিগ ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের আইএসও অ্যাপ্লিকেশনসহ তথ্যপ্রযুক্তি নির্ভর সমসাময়িক নানা বিষয়ে সক্ষমতা অর্জনের জন্য এই ল্যাব করা হচ্ছে। এর মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সম্পদ (অ্যাসেট) রক্ষায় আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারব।’

আগামীকাল ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ ল্যাবের উদ্বোধন করার কথা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ ল্যাব উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

এসএমএসি প্রযুক্তি

দ্রুত বর্ধনশীল এই তথ্যপ্রযুক্তির যুগে ‘এসএমএসি’ হলো সাড়া জাগানো একটি প্রযুক্তির নাম। যার পূর্ণ রূপ সোশ্যাল মোবিলিটি অ্যানালাইটিকস ক্লাউড। এসএমএসির উপাদান চারটি। সোশ্যাল, মোবিলিটি, অ্যানালাইটিকস ও ক্লাউড। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহার ক্রমশ বাড়ছে। ভবিষ্যতে সামাজিক জীব হিসেবে এই ক্ষেত্রটিতে মানুষ আরও বেশি করে পরস্পরের সঙ্গে যুক্ত হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতি পাঁচটি মোবাইল ফোনের মধ্যে এখন তিনটিই স্মার্টফোন। দ্রুত স্মার্টফোন ব্যবহারকারীদের আচরণ পরিবর্তন হচ্ছে। মানুষ ফোন ব্যবহার করে এখন ঘরে বসেই কেনাকাটা করতে পারে। এর অর্থ, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে আরও বেশি মানুষের কেনাকাটার আগ্রহ সম্পর্কে জানা যাবে। সম্প্রতি প্রযুক্তি জগতে আলোচনার আরেকটি বড় বিষয় হচ্ছে ‘বিগ ডেটা’। সামাজিক যোগাযোগের মাধ্যম কিংবা মোবাইল প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত বিপুলসংখ্যক তথ্য বিশ্লেষণ করার সক্ষমতা অর্জন করলে যেকোনো ব্যবসার জন্য গ্রাহকের চাহিদার কথা বোঝা সহজ হয়।

এসএমএসির প্রভাব

এসএমএসির প্রতিটি উপাদান একক কোনো ব্যবসাকে উন্নত করতে পারে। কিন্তু সব উপাদানগুলো একত্র করলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তথ্য বিশ্লেষণ করে মার্কেটিংয়ের কাজে লাগানো যায়। গ্রাহকের অর্থ ব্যয়ের সম্পূর্ণ চিত্র বোঝা যায়। যেমন, কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগের মাধ্যমে রাখা তথ্যের সঙ্গে স্মার্টফোনে রাখা তাঁর অবস্থানগত তথ্য একসঙ্গে করে তা বিশ্লেষণ করলে তাঁর কোনো কিছু কেনাকাটার অভ্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এসএমএসির সুবিধা

এসএমএসি যেকোনো প্রতিষ্ঠানকে লাভজনক করে তুলতে পারে। এটি কোনো ব্যবসা বোঝা ও ক্রেতাদের প্রভাবিত করার জন্য বিশাল সুযোগ এনে দিতে পারে। এসএমএসি যে তথ্য সংগ্রহ করে তাতে গ্রাহকের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নির্ণয় করা যায়। মার্কেটিং বিষয়ে যথাযথ পরিকল্পনা নেওয়া যায়।