অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

নীলফামারীর তিস্তায় নেই পানি, অকার্যকর সেচ প্রকল্প ; কৃষকের আহাজারি

নীলফামারী থেকে আব্দুর রাজ্জাক: নীলফামারীতে তিস্তার বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। পানি না থাকায় এসব চর পরিণত হয়েছে মরুভূমিতে। পানির অভাবে অকার্যকর হয়ে পড়েছে দেশের অন্যতম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পও। তাই পানিশূন্য তিস্তাপাড়ে চলছে কৃষকের আহাজারি।

চলতি খরিপ মৌসুমে সেচ সুবিধা পাওয়া না পাওয়াকে ঘিরে ক্ষোভে দানা বাধছে তিস্তাপাড়ের লাখ লাখ কৃষকের মাঝে। এ ক্ষোভ প্রশমিত করতে নানান আশার বাণী শোনানো শুরু হয়েছে সরকারের উচ্চ মহল থেকে। তিস্তার সেচকে ঘিরে ইতিমধ্যে তিস্তা পাড়ে শুরু হয়েছে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের আনাগোনা। সরকারের সব কিছুই যে শুধুই আশ্বাস আর প্রলোভন তা বুঝতে পেরেছে তিস্তা অববাহিকার অধিবাসীরা।

সরকারের ছত্রছায়ায় তাদেরই নেতাকর্মীরা পাথর, বালি উত্তোলন করায় তিস্তা আজ মৃতপ্রায়। ধ্বংস হয়েছে তিস্তাপাড়ের জীব বৈচিত্র আর পরিবেশ। এছাড়া সরকারের ভারত তোষণ ও নতজানু পররাষ্টনীতির কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে তিস্তা। শক্তিশালী পররাষ্টনীতি আর দেশপ্রেমের অভাবে তিস্তা আজ বিস্তীর্ণ বেলা ভূমিতে পরিণত হয়েছে। চলতি জানুয়ারিতে তিস্তায় পানি প্রবাহ এসে ঠেকেছে শুন্যের কোঠায়। বর্তমানে তিস্তায় কোন পানি প্রবাহ নেই। ব্যারেজের উজানে ও ভাটিতে কয়েকটি খালে রয়েছে সামান্য পানি। তবুও সরকার সমর্থিত এক শ্রেণির প্রচার মাধ্যম পানি শূন্য তিস্তায় পানি প্রবাহ আবিস্কার করে প্রচার করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে এসব প্রচারের পিছনে কি উদ্দেশ্য আর কার স্বার্থ এতে রক্ষা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার দোয়ানীতে নির্মিত তিস্তা ব্যারাজের মাধ্যমে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে কৃষিজমিতে যে সেচ দেয়ার কথা, তা এখন অকার্যকর অবস্থায় রযেছে। এর মারাত্মক প্রভাব পড়েছে কৃষি, মাছ, পরিবেশ ও নৌ -যোগাযোগ ক্ষেত্রে। প্রকৃতি ক্রমাগত হারিয়ে ফেলছে ভারসাম্য।শীতের শুরুতেই খরস্রোত তিস্তা ধূ-ধূ বালু চরে পরিনত হয়েছে। পানি শুন্য তিস্তায় মাছ ধরতে না পেরে জেলেরা পড়েছেন নিদারুন কষ্টে। তিস্তার এ বৈরী আচরণে অনেক জেলে পরিবার তাদের বাপ দাদার পেশা ছেড়ে জীবন জীবিকার তাগিদে চলে যাচ্ছেন অন্য পেশায়। দেশের ৫টি জেলার অর্ধলাখ জেলে পরিবার নিদারুন অন্নাভাবে মানবেতর জীবন যাপন করছে। তিস্তার বুক জুড়ে জেগে উঠা ধু-ধু বালু চরে লাগানো বিভিন্ন সবজি প্রয়োজনীয় সেচের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে। তিস্তা নদীতে মাছ আহরণ করে শুটকি বিক্রি করে জীবন যাপন করত এ অঞ্চলের জেলেরা। তারাও আজ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিস্তা শুকিয়ে যাওয়ায় তিস্তা পাড়ের মাঝি-মাল¬ারাও কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমনি নানা কারনে প্রকৃতি হারাচ্ছে তার আপন সৌন্দর্য। এমনকি তিস্তা চরে নানা ধরণের সবজির আবাদ থেকে বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের কৃষকরা। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হতে উৎপন্ন ঐতিহাসিক এ খরস্রোতা নদী তিস্তা। যা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী বন্দর হয়ে ব্রক্ষèপুত্র নদের সঙ্গে মিশে যায়। এর মোট দৈর্ঘ প্রায় ৩১৫কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ১২৫কিলোমিটার। তিস্তার উজানে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত সরকার একতরফা ভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করায় বর্ষা শেষ হতে না হতেই বাংলাদেশ অংশে তিস্তা মরা খালে পরিণত হয়েছে। ফলে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ১২৫কিলোমিটার তিস্তার অববাহিকায় জীবনযাত্রা, জীববৈচিত্র ধ্বংস হয়ে গেছে। দেশের অন্যতম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ আজ মৃত প্রায়। তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা রেল সেতু, তিস্তা সড়ক সেতু ও নির্মানাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতু যেন প্রহসনমুলক ভাবে দাঁড়িয়ে রয়েছে ধু-ধু বালু চরের তিস্তার উপর। ব্রীজ থাকলেও পায়ে হেটেই পাড় হচ্ছে অনেকেই। প্রবাহহীন তিস্তার বুকজুড়ে রয়েছে শুধু বালুরাশি আর মরীচিকা। তিস্তা পাড়ের হাজারো মানুষের দাবী, যে করেই হোক তিস্তার পানির ন্যায্য হিস্যা তাদের চাই। তিস্তা পাড়ের সকল মানুষের প্রাণের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। নাম প্রকাশে অনিচ্ছুক তিস্তা ব্যারাজের একাধিক প্রকৌশলী জানান, বর্তমানে তিস্তায় কি পরিমাণ পানি আছে তা বলা যাবে না। তবে যে পরিমাণ পানি আছে তা দিয়ে সেচ প্রকল্পের আওতায় নীলফামারী জেলায় সেচ দেয়া সম্ভব নয়।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

নীলফামারীর তিস্তায় নেই পানি, অকার্যকর সেচ প্রকল্প ; কৃষকের আহাজারি

আপডেট টাইম : ০১:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬

নীলফামারী থেকে আব্দুর রাজ্জাক: নীলফামারীতে তিস্তার বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। পানি না থাকায় এসব চর পরিণত হয়েছে মরুভূমিতে। পানির অভাবে অকার্যকর হয়ে পড়েছে দেশের অন্যতম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পও। তাই পানিশূন্য তিস্তাপাড়ে চলছে কৃষকের আহাজারি।

চলতি খরিপ মৌসুমে সেচ সুবিধা পাওয়া না পাওয়াকে ঘিরে ক্ষোভে দানা বাধছে তিস্তাপাড়ের লাখ লাখ কৃষকের মাঝে। এ ক্ষোভ প্রশমিত করতে নানান আশার বাণী শোনানো শুরু হয়েছে সরকারের উচ্চ মহল থেকে। তিস্তার সেচকে ঘিরে ইতিমধ্যে তিস্তা পাড়ে শুরু হয়েছে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের আনাগোনা। সরকারের সব কিছুই যে শুধুই আশ্বাস আর প্রলোভন তা বুঝতে পেরেছে তিস্তা অববাহিকার অধিবাসীরা।

সরকারের ছত্রছায়ায় তাদেরই নেতাকর্মীরা পাথর, বালি উত্তোলন করায় তিস্তা আজ মৃতপ্রায়। ধ্বংস হয়েছে তিস্তাপাড়ের জীব বৈচিত্র আর পরিবেশ। এছাড়া সরকারের ভারত তোষণ ও নতজানু পররাষ্টনীতির কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে তিস্তা। শক্তিশালী পররাষ্টনীতি আর দেশপ্রেমের অভাবে তিস্তা আজ বিস্তীর্ণ বেলা ভূমিতে পরিণত হয়েছে। চলতি জানুয়ারিতে তিস্তায় পানি প্রবাহ এসে ঠেকেছে শুন্যের কোঠায়। বর্তমানে তিস্তায় কোন পানি প্রবাহ নেই। ব্যারেজের উজানে ও ভাটিতে কয়েকটি খালে রয়েছে সামান্য পানি। তবুও সরকার সমর্থিত এক শ্রেণির প্রচার মাধ্যম পানি শূন্য তিস্তায় পানি প্রবাহ আবিস্কার করে প্রচার করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে এসব প্রচারের পিছনে কি উদ্দেশ্য আর কার স্বার্থ এতে রক্ষা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার দোয়ানীতে নির্মিত তিস্তা ব্যারাজের মাধ্যমে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে কৃষিজমিতে যে সেচ দেয়ার কথা, তা এখন অকার্যকর অবস্থায় রযেছে। এর মারাত্মক প্রভাব পড়েছে কৃষি, মাছ, পরিবেশ ও নৌ -যোগাযোগ ক্ষেত্রে। প্রকৃতি ক্রমাগত হারিয়ে ফেলছে ভারসাম্য।শীতের শুরুতেই খরস্রোত তিস্তা ধূ-ধূ বালু চরে পরিনত হয়েছে। পানি শুন্য তিস্তায় মাছ ধরতে না পেরে জেলেরা পড়েছেন নিদারুন কষ্টে। তিস্তার এ বৈরী আচরণে অনেক জেলে পরিবার তাদের বাপ দাদার পেশা ছেড়ে জীবন জীবিকার তাগিদে চলে যাচ্ছেন অন্য পেশায়। দেশের ৫টি জেলার অর্ধলাখ জেলে পরিবার নিদারুন অন্নাভাবে মানবেতর জীবন যাপন করছে। তিস্তার বুক জুড়ে জেগে উঠা ধু-ধু বালু চরে লাগানো বিভিন্ন সবজি প্রয়োজনীয় সেচের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে। তিস্তা নদীতে মাছ আহরণ করে শুটকি বিক্রি করে জীবন যাপন করত এ অঞ্চলের জেলেরা। তারাও আজ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিস্তা শুকিয়ে যাওয়ায় তিস্তা পাড়ের মাঝি-মাল¬ারাও কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমনি নানা কারনে প্রকৃতি হারাচ্ছে তার আপন সৌন্দর্য। এমনকি তিস্তা চরে নানা ধরণের সবজির আবাদ থেকে বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের কৃষকরা। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হতে উৎপন্ন ঐতিহাসিক এ খরস্রোতা নদী তিস্তা। যা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী বন্দর হয়ে ব্রক্ষèপুত্র নদের সঙ্গে মিশে যায়। এর মোট দৈর্ঘ প্রায় ৩১৫কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ১২৫কিলোমিটার। তিস্তার উজানে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত সরকার একতরফা ভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করায় বর্ষা শেষ হতে না হতেই বাংলাদেশ অংশে তিস্তা মরা খালে পরিণত হয়েছে। ফলে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ১২৫কিলোমিটার তিস্তার অববাহিকায় জীবনযাত্রা, জীববৈচিত্র ধ্বংস হয়ে গেছে। দেশের অন্যতম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ আজ মৃত প্রায়। তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা রেল সেতু, তিস্তা সড়ক সেতু ও নির্মানাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতু যেন প্রহসনমুলক ভাবে দাঁড়িয়ে রয়েছে ধু-ধু বালু চরের তিস্তার উপর। ব্রীজ থাকলেও পায়ে হেটেই পাড় হচ্ছে অনেকেই। প্রবাহহীন তিস্তার বুকজুড়ে রয়েছে শুধু বালুরাশি আর মরীচিকা। তিস্তা পাড়ের হাজারো মানুষের দাবী, যে করেই হোক তিস্তার পানির ন্যায্য হিস্যা তাদের চাই। তিস্তা পাড়ের সকল মানুষের প্রাণের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। নাম প্রকাশে অনিচ্ছুক তিস্তা ব্যারাজের একাধিক প্রকৌশলী জানান, বর্তমানে তিস্তায় কি পরিমাণ পানি আছে তা বলা যাবে না। তবে যে পরিমাণ পানি আছে তা দিয়ে সেচ প্রকল্পের আওতায় নীলফামারী জেলায় সেচ দেয়া সম্ভব নয়।