অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

‘মেসি’ নাম রাখার উপর নিষেধাজ্ঞা!

বাংলার খবর২৪.কম: 500x350_624c96fee7f9f28c01de1a8a3b6ec0bf_Messi20140911203838ফুটবল বিশ্বে মেসি মানেই সবচেয়ে জ্বলজ্বলে নক্ষত্র। ফুটবলের নমস্য বরপুত্রের নাম মেসি। কিন্তু আর কোনো নবজাতকের নাম মেসি রাখা চলবে না!

আইন পাশ করে মেসি নাম না রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনার রোজারিও শহর প্রশাসন। কিন্তু এমন প্রশাসনিক ফতোয়ায় হতাশ তারকা ফুটবলারের অগণিত ভক্ত-সমর্থক।

চার বারের ব্যালন ডি`অর খেতাব জয়ী লিওনেল মেসির জন্য পাগল অসংখ্য ভক্তদের মন এ খবরে খারাপ না হয়ে যায়! এবার থেকে নক্ষত্র খেলোয়াড়ের নামে নিজের সদ্যজাত সন্তানের নামকরণ করা চলবে না বলে জানিয়ে দিয়েছে মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও শহর কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞাটি শুধু ওই শহরের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য।

হঠাৎ কী কারণে এমন ফতোয়া জারি করল প্রশাসন? জানা গেছে, কিছু দিন আগে রোজারিও শহরের এক বাসিন্দা তার নবজাতক ছেলের নাম রাখেন মেসি ভ্যারেলা । মূলত ভদ্রলোকের পদবি ভ্যারেলা। তার আগে প্রিয় খেলোয়াড়ের নামের শেষাংশ জুড়ে দেন তিনি। কিন্তু এতে বিরক্ত বোধ করছেন নগরপ্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে, মেসি একটি পদবি। ভক্তির আতিশয্যে সেটিই নাম হিসেবে ব্যবহার করছেন ফুটবলারের ফ্যানরা। এতে পরবর্তীকালে অহেতুক জটিলতা তৈরি হতে পারে।

নতুন আইন জারি হওয়ায় অবশ্য অত্যন্ত খুশি ভ্যারেলা। কারণ, এর ফলে কিংবদন্তী ফুটবলার ছাড়া শহরে থাকবেন আর মাত্র দুজন মেসি। একজন ফুটবলারপুত্র, অন্যজন তার ভক্তের ছেলে।

তথ্যসূত্র : ইন্ডিয়াটুডে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

‘মেসি’ নাম রাখার উপর নিষেধাজ্ঞা!

আপডেট টাইম : ০১:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_624c96fee7f9f28c01de1a8a3b6ec0bf_Messi20140911203838ফুটবল বিশ্বে মেসি মানেই সবচেয়ে জ্বলজ্বলে নক্ষত্র। ফুটবলের নমস্য বরপুত্রের নাম মেসি। কিন্তু আর কোনো নবজাতকের নাম মেসি রাখা চলবে না!

আইন পাশ করে মেসি নাম না রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনার রোজারিও শহর প্রশাসন। কিন্তু এমন প্রশাসনিক ফতোয়ায় হতাশ তারকা ফুটবলারের অগণিত ভক্ত-সমর্থক।

চার বারের ব্যালন ডি`অর খেতাব জয়ী লিওনেল মেসির জন্য পাগল অসংখ্য ভক্তদের মন এ খবরে খারাপ না হয়ে যায়! এবার থেকে নক্ষত্র খেলোয়াড়ের নামে নিজের সদ্যজাত সন্তানের নামকরণ করা চলবে না বলে জানিয়ে দিয়েছে মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও শহর কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞাটি শুধু ওই শহরের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য।

হঠাৎ কী কারণে এমন ফতোয়া জারি করল প্রশাসন? জানা গেছে, কিছু দিন আগে রোজারিও শহরের এক বাসিন্দা তার নবজাতক ছেলের নাম রাখেন মেসি ভ্যারেলা । মূলত ভদ্রলোকের পদবি ভ্যারেলা। তার আগে প্রিয় খেলোয়াড়ের নামের শেষাংশ জুড়ে দেন তিনি। কিন্তু এতে বিরক্ত বোধ করছেন নগরপ্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে, মেসি একটি পদবি। ভক্তির আতিশয্যে সেটিই নাম হিসেবে ব্যবহার করছেন ফুটবলারের ফ্যানরা। এতে পরবর্তীকালে অহেতুক জটিলতা তৈরি হতে পারে।

নতুন আইন জারি হওয়ায় অবশ্য অত্যন্ত খুশি ভ্যারেলা। কারণ, এর ফলে কিংবদন্তী ফুটবলার ছাড়া শহরে থাকবেন আর মাত্র দুজন মেসি। একজন ফুটবলারপুত্র, অন্যজন তার ভক্তের ছেলে।

তথ্যসূত্র : ইন্ডিয়াটুডে।