পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

অস্কার ২০১৬: যারা বাদ পড়ছেন

ডেস্ক: ২৮ ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবং অভিনেত্রী জাডা পিংকেট স্মিথ।

তাদের অভিযোগ, গতবারের মত এবারও প্রধান পুরুষ এবং মহিলা চরিত্রে অভিনয়ের জন্য যারা মনোনীত হয়েছেন, তারা সবাই শ্বেতাঙ্গ।

কে কে মনোনয়ন থেকে বাদ পড়েছেন এবার?

অভিনেতা: ইদ্রিস এলবা

ইন্টারনেট-ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্সের প্রযোজনায় তৈরি ‘বিস্টস অব নো নেশন’ চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা।

কিন্তু একাডেমী বিচারকদের উৎসাহিত করতে ব্যর্থ হয়েছেন তিনি। এ নিয়ে তার কোনও প্রতিক্রিয়া শোনা যায়নি, তবে ব্রিটেনের টিভি ও চলচ্চিত্রে বিভিন্ন জাতি ও বর্ণের প্রতিনিধিত্বের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অভিনেতা: মাইকেল বি জর্ডান

১৯৭৬ সালে যখন রকি ছবিটি মুক্তি পায়, সেটি ১০টি অস্কার মনোনয়ন পেয়েছিল। জিতেছিল তিনটি পুরস্কার। কিন্তু গত বছর মুক্তি পাওয়া ছবি ক্রিড-এ আবারো রকির ভূমিকায় অভিনয় করেছেন সিলেভিয়েস্টার স্ট্যালোন। গোল্ডেন গ্লোব জিতেছেন। শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা হিসাবে অস্কার মনোনয়ন পেয়েছেন।

কিন্তু রকির পুরনো শত্রু অ্যাপোলো ক্রিডের ছেলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সেই মাইকেল বি জর্ডানকে লক্ষ্যই করেননি একাডেমির ছয় হাজার সদস্য। সমালোচনা হচ্ছে এ নিয়ে।

অভিনেতা: উইল স্মিথ

কনকাশন ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছেন উইল স্মিথ। একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অথচ অস্কারে কোনও মনোনয়ন পাননি উইল স্মিথ। সেই রাগে, এবারের অস্কার নাইট বয়কটের ঘোষণা দিয়েছেন তার অভিনেত্রী স্ত্রী জাডা পিংকেট স্মিথ।

ছবি: স্ট্রেইট আওটা কম্পটন

কৃষ্ণাঙ্গ র‌্যাপ সঙ্গীত গোষ্ঠী এনডব্লিউএ’কে নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি যখন গত বছর মুক্তি পায়, সঙ্গে সঙ্গেই দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায় এটি। আমেরিকাতে প্রথম সপ্তাহান্তেই ৫৬ মিলিয়ন ডলারের ব্যবসা করে ছবিটি। কিন্তু অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে ব্যবসা সফল ছবিটি।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

অস্কার ২০১৬: যারা বাদ পড়ছেন

আপডেট টাইম : ০৩:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬

ডেস্ক: ২৮ ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবং অভিনেত্রী জাডা পিংকেট স্মিথ।

তাদের অভিযোগ, গতবারের মত এবারও প্রধান পুরুষ এবং মহিলা চরিত্রে অভিনয়ের জন্য যারা মনোনীত হয়েছেন, তারা সবাই শ্বেতাঙ্গ।

কে কে মনোনয়ন থেকে বাদ পড়েছেন এবার?

অভিনেতা: ইদ্রিস এলবা

ইন্টারনেট-ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্সের প্রযোজনায় তৈরি ‘বিস্টস অব নো নেশন’ চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা।

কিন্তু একাডেমী বিচারকদের উৎসাহিত করতে ব্যর্থ হয়েছেন তিনি। এ নিয়ে তার কোনও প্রতিক্রিয়া শোনা যায়নি, তবে ব্রিটেনের টিভি ও চলচ্চিত্রে বিভিন্ন জাতি ও বর্ণের প্রতিনিধিত্বের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অভিনেতা: মাইকেল বি জর্ডান

১৯৭৬ সালে যখন রকি ছবিটি মুক্তি পায়, সেটি ১০টি অস্কার মনোনয়ন পেয়েছিল। জিতেছিল তিনটি পুরস্কার। কিন্তু গত বছর মুক্তি পাওয়া ছবি ক্রিড-এ আবারো রকির ভূমিকায় অভিনয় করেছেন সিলেভিয়েস্টার স্ট্যালোন। গোল্ডেন গ্লোব জিতেছেন। শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা হিসাবে অস্কার মনোনয়ন পেয়েছেন।

কিন্তু রকির পুরনো শত্রু অ্যাপোলো ক্রিডের ছেলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সেই মাইকেল বি জর্ডানকে লক্ষ্যই করেননি একাডেমির ছয় হাজার সদস্য। সমালোচনা হচ্ছে এ নিয়ে।

অভিনেতা: উইল স্মিথ

কনকাশন ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছেন উইল স্মিথ। একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অথচ অস্কারে কোনও মনোনয়ন পাননি উইল স্মিথ। সেই রাগে, এবারের অস্কার নাইট বয়কটের ঘোষণা দিয়েছেন তার অভিনেত্রী স্ত্রী জাডা পিংকেট স্মিথ।

ছবি: স্ট্রেইট আওটা কম্পটন

কৃষ্ণাঙ্গ র‌্যাপ সঙ্গীত গোষ্ঠী এনডব্লিউএ’কে নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি যখন গত বছর মুক্তি পায়, সঙ্গে সঙ্গেই দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায় এটি। আমেরিকাতে প্রথম সপ্তাহান্তেই ৫৬ মিলিয়ন ডলারের ব্যবসা করে ছবিটি। কিন্তু অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে ব্যবসা সফল ছবিটি।

সূত্র: বিবিসি