পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ওসি পদে ফের ক্যাডার কর্মকর্তা নিয়োগ হচ্ছে: ক্ষুব্ধ নন-ক্যাডাররা

ঢাকা: থানার ওসি পদে আবারো ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আগামি ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে এ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ননক্যাডার পুলিশ সদস্যদের মধ্যে। তবে কেউ এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে রাজধানীর মডেল থানাসমূহে, এরপর দেশের সব মডেল থানা এবং পরে এ, বি ও সি ক্যাটাগরির থানায় সহকারী পুলিশ সুপারদের দায়িত্ব দেয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সাত বছর থেকেই বিভিন্ন সময়ে ক্যাডার কর্মকর্তাদের থানার দায়িত্ব দেয়ার কথা বলা হচ্ছে। যতবারই বিষয়টি সামনে আসে, ততবারই পুলিশ অ্যাসোসিয়েশনসহ ননক্যাডার কর্মকর্তাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে ওই প্রক্রিয়া বন্ধ করা হয়।

সর্বশেষ থানার ওসিদের স্বপদে বহাল রেখে প্রত্যেক থানায় তদারকি কর্মকর্তা হিসেবে একজন করে এএসপিকে দায়িত্ব দেয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়।বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার বা সহকারী পুলিশ সুপারদের এক্ষেত্রে নিয়োগ দেয়ার কথাও বলা হয়। কিন্তু ননক্যাডারদের আপত্তির মুখে সেটা বাস্তবায়িত হয়নি।

এর আগে ২০১০ সালের ৫আগস্ট পলিসি গ্রুপের এক বৈঠকে থানায় এএসপি পদমর্যাদার একজন ক্যাডার কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে পরীক্ষামূলকভাবে মডেল থানাগুলোতে এএসপিদের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। পরে ননক্যাডার পুলিশ সদস্যদের তীব্র আপত্তির মুখে ওই প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি।

সূত্রটি আরো জানায়, গত বছরের মাঝামাঝি ডিএমপির নতুন অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো অনুমোদন করে সরকার। এতে বলা হয়, পরিদর্শকের পরিবর্তে থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব পালন করবেন সহকারী পুলিশ কমিশনার (এসি) বা সহকারী পুলিশ সুপার। পাশাপাশি প্রতিটি থানায় তিনজন করে ইন্সপেক্টর দেয়ার কথাও বলা হয়।

সেগুলো হচ্ছে- ইন্সপেক্টর প্রশাসন, ইন্সপেক্টর তদন্ত ও ইন্সপেক্টর অপারেশন। বর্তমানে থানায় তিনজন করে ইন্সপেক্টর দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি অপরাধ অঞ্চলের সহকারী কমিশনারের পরিবর্তে দায়িত্ব পাবেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার। সারা দেশে প্রতিটি অপরাধ অঞ্চলের দায়িত্ব পাবেন অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি।

রাজধানীর গুরুত্বপূর্ণ এক থানার ওসি নাম প্রকাশ না করে বলেন, সেই ব্রিটিশ আমল থেকে ইন্সপেক্টররা থানায় ওসির দায়িত্ব পালন করছেন। দেশের কোথাও মাঠ পর্যায়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে ইন্সপেক্টর বা পরিদর্শকরা ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, ননক্যাডার কর্মকর্তারা মাঠপর্যায়ে রোদ-বৃষ্টিতে ভিজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি থানার ওসি হিসেবে দায়িত্ব পান। তাদের স্বপ্নও থাকে ওই পর্যন্ত। অথচ একজন ক্যাডার কর্মকর্তা তার চাকরি শুরু করেন সহকারী কমিশনার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদা দিয়ে। তার যোগ্যতা অনুযায়ী একসময় তিনি পুলিশের প্রধান (আইজিপি) পদ পেতে পারেন। কিন্তু একজন ননক্যাডার কর্মকর্তা চাকরির শেষ জীবনে বিভাগীয় পরীক্ষায় পাস করে সহকারী কমিশনারের উপরে যেতে পারেন না।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ওসি পদে ফের ক্যাডার কর্মকর্তা নিয়োগ হচ্ছে: ক্ষুব্ধ নন-ক্যাডাররা

আপডেট টাইম : ০৫:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬

ঢাকা: থানার ওসি পদে আবারো ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আগামি ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে এ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ননক্যাডার পুলিশ সদস্যদের মধ্যে। তবে কেউ এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে রাজধানীর মডেল থানাসমূহে, এরপর দেশের সব মডেল থানা এবং পরে এ, বি ও সি ক্যাটাগরির থানায় সহকারী পুলিশ সুপারদের দায়িত্ব দেয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সাত বছর থেকেই বিভিন্ন সময়ে ক্যাডার কর্মকর্তাদের থানার দায়িত্ব দেয়ার কথা বলা হচ্ছে। যতবারই বিষয়টি সামনে আসে, ততবারই পুলিশ অ্যাসোসিয়েশনসহ ননক্যাডার কর্মকর্তাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে ওই প্রক্রিয়া বন্ধ করা হয়।

সর্বশেষ থানার ওসিদের স্বপদে বহাল রেখে প্রত্যেক থানায় তদারকি কর্মকর্তা হিসেবে একজন করে এএসপিকে দায়িত্ব দেয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়।বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার বা সহকারী পুলিশ সুপারদের এক্ষেত্রে নিয়োগ দেয়ার কথাও বলা হয়। কিন্তু ননক্যাডারদের আপত্তির মুখে সেটা বাস্তবায়িত হয়নি।

এর আগে ২০১০ সালের ৫আগস্ট পলিসি গ্রুপের এক বৈঠকে থানায় এএসপি পদমর্যাদার একজন ক্যাডার কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে পরীক্ষামূলকভাবে মডেল থানাগুলোতে এএসপিদের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। পরে ননক্যাডার পুলিশ সদস্যদের তীব্র আপত্তির মুখে ওই প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি।

সূত্রটি আরো জানায়, গত বছরের মাঝামাঝি ডিএমপির নতুন অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো অনুমোদন করে সরকার। এতে বলা হয়, পরিদর্শকের পরিবর্তে থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব পালন করবেন সহকারী পুলিশ কমিশনার (এসি) বা সহকারী পুলিশ সুপার। পাশাপাশি প্রতিটি থানায় তিনজন করে ইন্সপেক্টর দেয়ার কথাও বলা হয়।

সেগুলো হচ্ছে- ইন্সপেক্টর প্রশাসন, ইন্সপেক্টর তদন্ত ও ইন্সপেক্টর অপারেশন। বর্তমানে থানায় তিনজন করে ইন্সপেক্টর দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি অপরাধ অঞ্চলের সহকারী কমিশনারের পরিবর্তে দায়িত্ব পাবেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার। সারা দেশে প্রতিটি অপরাধ অঞ্চলের দায়িত্ব পাবেন অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি।

রাজধানীর গুরুত্বপূর্ণ এক থানার ওসি নাম প্রকাশ না করে বলেন, সেই ব্রিটিশ আমল থেকে ইন্সপেক্টররা থানায় ওসির দায়িত্ব পালন করছেন। দেশের কোথাও মাঠ পর্যায়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে ইন্সপেক্টর বা পরিদর্শকরা ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, ননক্যাডার কর্মকর্তারা মাঠপর্যায়ে রোদ-বৃষ্টিতে ভিজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি থানার ওসি হিসেবে দায়িত্ব পান। তাদের স্বপ্নও থাকে ওই পর্যন্ত। অথচ একজন ক্যাডার কর্মকর্তা তার চাকরি শুরু করেন সহকারী কমিশনার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদা দিয়ে। তার যোগ্যতা অনুযায়ী একসময় তিনি পুলিশের প্রধান (আইজিপি) পদ পেতে পারেন। কিন্তু একজন ননক্যাডার কর্মকর্তা চাকরির শেষ জীবনে বিভাগীয় পরীক্ষায় পাস করে সহকারী কমিশনারের উপরে যেতে পারেন না।