পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

গ্যাস সঙ্কটে রাজধানী

ঢাকা : গত দু’মাস ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। অনেকে বাসা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছেন। কিন্তু কথায় আছে না? বেলা উঠলে সকল জায়গায়ই ওঠে। তাই বাসা পরিবর্তন করলে কী হবে সেখানেও সেই একই অবস্থা। বিশেষ করে সকালে একেবারেই গ্যাস থাকেছেনা রাজধানী বিভিন্ন এলাকায়।

অনেকে দিনে মাত্র একবার রান্না করেন। তাদিয়ে তিন বেলা খাবারের কাজ সারছেন। তাও আবার রান্না সারতে সময় লাগে ৩ থেকে৫ ঘণ্টা। দিনের তুলোনায় রাত্রে একটু গ্যাস বেশি থাকে। এ কারণে রাত ১/২টার সময় ঘুম জেগে রান্নার কাজ সরতে হচ্ছে কনেককে।

বিশেষ করে গ্যাসের এই তীব্র সঙ্কটে বেশি সমস্যায় পড়েছে বস্ত্র কন্যারা । কারণ তাদের সকাল আটার মধ্যে অফিসে হাজির হতে হয়। তাদের যে দিন অভার টাইম করতে হয় সে দিন রাত ১০/১১ টায় বাসায় ফিরে। আর তখন রান্ন ঘরে গিয়ে দেখে গ্যাস সেই। যদিও গ্যাস থাকে তবে তা সামান্য পরিমাণে। তখান রান্না করতে শুরু করলে সময় লাগে ৩থেতে৫ ঘণ্টা। কখন খাবে আর কখন ঘুমাবে। আবার কখন সকালের রান্না করে খেয়ে দেয়ে অফিসে যাবে। পর পর তিন দিন অফিসে যেতে দেরি হলে একদিনের হাজিরা কাটে। তাই তাঁরা সকালে অনেকে না খেয়ে অফিসে চলে যান।

এ যেন নিত্য দিন খেলা।

একই সমস্যায় পড়েছে নিম্ন আয়ের ব্যাসেলরাও। যারা বোয়ার টাকা বাঁচাতে গিয়ে নিজেরা রান্না করে তারা এখন দিসে হারা হয়ে পড়েছে। গত কাল শনিবার মিরপুরে তেমনী নিম্ন আয়ের রাসেল (ব্যাসেলর) নামে একজন সঙ্গে কথা হলে তিনি জানান, ভাই একটি বেসরকারি প্রতিষ্টানে সামান্য টাকা বেতনে চাকরি করি। তাই বোয়ার টাকা বাঁচাতে নিজে রান্না করি। কিন্তু এখন. গ্যাস সঙ্কটের কারণে রান্না করতে পারছিনা। কারণ সকালে গ্যাস একেবারে থাকে না বললেই চলে। এজন্য অনেক দিন হোটেলে খেতে হচ্ছে তিন বেলা।

শনিবার রাত ১১টার সময় বাসায় এসে দেখি চুলায় গ্যাস নেই তখন অন্য এক বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। খেয়ে দেয়ে ঘুমাতে ঘুমাতে রাত ৪টা বাজে।

মিরপুরের কল্যাণপুর নতুন বাজারে থাকতেন মামুন নামের এক পুলিশ কর্মকর্তা। তাঁর বাসায় গ্যাস না থাকায়া গত মাসে বাসা ছেড়ে দিয়ে অন্য বাসা ভাড়া করে বেশি টাকা দিয়ে। কিন্তু সে বাসাতেও একই অবস্থা। গত দুদিন ধরে একে বারে কোন গ্যাস নেই। তাই রাইস কোকারে কোন রকমে রান্না করে খাচ্ছে। তিনি বলেন, মনে হচ্ছে পোস্টিং নিয়ে ঢাকার বাইরে কোথাও চলে যাই। ঢাকায় আর থাকতে মনে চায় না।

আদাবরের সামিয়ার সঙ্গে কথা বলে জানা জায়,রোববার সকালে চুলা ধরাতে গিয়ে দেখেন, গ্যাস নেই।

গ্যাস সঙ্কটে রান্না ভোরে নয়তো রাতে করেন তিনি।

“আগে কম গ্যাসে কোন রকম রান্না করা গেলেও তাও বন্ধ হয়ে গেল এখন। দুপুরে রান্না না হওয়ায় দুপুরে খাবার কিনতে হয়েছে তাকে।

আদাবরের আরও কয়েকজন বাসিন্দা বলেন, মাস ২ধরে গৃহস্থালিতে গ্যাসের চাপ কম পাচ্ছেন তারা। তাই অনেক কষ্ট করে দিনে মাত্র একবার রান্ন করে ফিরিজে রেখে খাচ্ছি। গ্যাস এই আসে এই নেই যা আসে তাদিয়ে রান্না করতে দিন পার হয়ে যায় ।

গ্যাস সঙ্কটে মাটির চুলায় রান্নার করে খেতে হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষকে। একই রকম সমস্যার কথা যেমন এসেছে রাজধানীর পুরান ঢাকার লালবাগ থেকে, তেমনি এসেছে উত্তর বাড্ডার বাসিন্দাদের কাছ থেকে।

এসব এলাকার অনেক বাসিন্দা বলেছেন, বাড়িতে রান্না করতে না পেরে বাইরে থেকে খাবার কিনতে গিয়ে ব্যয় বেড়ে যাচ্ছে। আবার বৈদ্যুতিক চুলায় রান্না করতে গেলেও খরচ বাড়ছে।

গ্রাহকদের ‘শত শত’ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন মিরপুর-১২ নম্বর সেকশনের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযোগ কেন্দ্রের টেকনিশিয়ান বাচ্চু মিয়া।

“গ্যাসের চাপ কম তো, তাই সরবরাহ কম,” বলেই তিনি অচিরেই সমস্যা সমাধানের আশা দেখান।

তিতাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও তিতাস পাচ্ছে প্রায় ১৭শ’ মিলিয়ন ঘনফুট। ৩শ মিলিয়ন গ্যাসের ঘাটতি থেকেই যাচ্ছে।”

তবে তিতাসের পরিচালক (অপারেশন্স) প্রকৌশলী আলী আশরাফ সমস্যার জন্য শীতের এই সময়ে চাহিদা বেড়ে যাওয়াকেই দায়ি করেছেন।

শীতের সময় আবাসিক গ্রাহকদের চাহিদা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি থাকে। তাই এই সময়টায় একটু সমস্যা হয় বলে মনে করেন তিনি।

এছাড়া ‘কিছু ছোটখাটো কারিগরি সমস্যার’ কথা স্বীকার করে তিনি বলেন, “এগুলো শিগগির ঠিক হয়ে যাবে বলে আশা করছি।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

গ্যাস সঙ্কটে রাজধানী

আপডেট টাইম : ০২:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬

ঢাকা : গত দু’মাস ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। অনেকে বাসা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করছেন। কিন্তু কথায় আছে না? বেলা উঠলে সকল জায়গায়ই ওঠে। তাই বাসা পরিবর্তন করলে কী হবে সেখানেও সেই একই অবস্থা। বিশেষ করে সকালে একেবারেই গ্যাস থাকেছেনা রাজধানী বিভিন্ন এলাকায়।

অনেকে দিনে মাত্র একবার রান্না করেন। তাদিয়ে তিন বেলা খাবারের কাজ সারছেন। তাও আবার রান্না সারতে সময় লাগে ৩ থেকে৫ ঘণ্টা। দিনের তুলোনায় রাত্রে একটু গ্যাস বেশি থাকে। এ কারণে রাত ১/২টার সময় ঘুম জেগে রান্নার কাজ সরতে হচ্ছে কনেককে।

বিশেষ করে গ্যাসের এই তীব্র সঙ্কটে বেশি সমস্যায় পড়েছে বস্ত্র কন্যারা । কারণ তাদের সকাল আটার মধ্যে অফিসে হাজির হতে হয়। তাদের যে দিন অভার টাইম করতে হয় সে দিন রাত ১০/১১ টায় বাসায় ফিরে। আর তখন রান্ন ঘরে গিয়ে দেখে গ্যাস সেই। যদিও গ্যাস থাকে তবে তা সামান্য পরিমাণে। তখান রান্না করতে শুরু করলে সময় লাগে ৩থেতে৫ ঘণ্টা। কখন খাবে আর কখন ঘুমাবে। আবার কখন সকালের রান্না করে খেয়ে দেয়ে অফিসে যাবে। পর পর তিন দিন অফিসে যেতে দেরি হলে একদিনের হাজিরা কাটে। তাই তাঁরা সকালে অনেকে না খেয়ে অফিসে চলে যান।

এ যেন নিত্য দিন খেলা।

একই সমস্যায় পড়েছে নিম্ন আয়ের ব্যাসেলরাও। যারা বোয়ার টাকা বাঁচাতে গিয়ে নিজেরা রান্না করে তারা এখন দিসে হারা হয়ে পড়েছে। গত কাল শনিবার মিরপুরে তেমনী নিম্ন আয়ের রাসেল (ব্যাসেলর) নামে একজন সঙ্গে কথা হলে তিনি জানান, ভাই একটি বেসরকারি প্রতিষ্টানে সামান্য টাকা বেতনে চাকরি করি। তাই বোয়ার টাকা বাঁচাতে নিজে রান্না করি। কিন্তু এখন. গ্যাস সঙ্কটের কারণে রান্না করতে পারছিনা। কারণ সকালে গ্যাস একেবারে থাকে না বললেই চলে। এজন্য অনেক দিন হোটেলে খেতে হচ্ছে তিন বেলা।

শনিবার রাত ১১টার সময় বাসায় এসে দেখি চুলায় গ্যাস নেই তখন অন্য এক বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। খেয়ে দেয়ে ঘুমাতে ঘুমাতে রাত ৪টা বাজে।

মিরপুরের কল্যাণপুর নতুন বাজারে থাকতেন মামুন নামের এক পুলিশ কর্মকর্তা। তাঁর বাসায় গ্যাস না থাকায়া গত মাসে বাসা ছেড়ে দিয়ে অন্য বাসা ভাড়া করে বেশি টাকা দিয়ে। কিন্তু সে বাসাতেও একই অবস্থা। গত দুদিন ধরে একে বারে কোন গ্যাস নেই। তাই রাইস কোকারে কোন রকমে রান্না করে খাচ্ছে। তিনি বলেন, মনে হচ্ছে পোস্টিং নিয়ে ঢাকার বাইরে কোথাও চলে যাই। ঢাকায় আর থাকতে মনে চায় না।

আদাবরের সামিয়ার সঙ্গে কথা বলে জানা জায়,রোববার সকালে চুলা ধরাতে গিয়ে দেখেন, গ্যাস নেই।

গ্যাস সঙ্কটে রান্না ভোরে নয়তো রাতে করেন তিনি।

“আগে কম গ্যাসে কোন রকম রান্না করা গেলেও তাও বন্ধ হয়ে গেল এখন। দুপুরে রান্না না হওয়ায় দুপুরে খাবার কিনতে হয়েছে তাকে।

আদাবরের আরও কয়েকজন বাসিন্দা বলেন, মাস ২ধরে গৃহস্থালিতে গ্যাসের চাপ কম পাচ্ছেন তারা। তাই অনেক কষ্ট করে দিনে মাত্র একবার রান্ন করে ফিরিজে রেখে খাচ্ছি। গ্যাস এই আসে এই নেই যা আসে তাদিয়ে রান্না করতে দিন পার হয়ে যায় ।

গ্যাস সঙ্কটে মাটির চুলায় রান্নার করে খেতে হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষকে। একই রকম সমস্যার কথা যেমন এসেছে রাজধানীর পুরান ঢাকার লালবাগ থেকে, তেমনি এসেছে উত্তর বাড্ডার বাসিন্দাদের কাছ থেকে।

এসব এলাকার অনেক বাসিন্দা বলেছেন, বাড়িতে রান্না করতে না পেরে বাইরে থেকে খাবার কিনতে গিয়ে ব্যয় বেড়ে যাচ্ছে। আবার বৈদ্যুতিক চুলায় রান্না করতে গেলেও খরচ বাড়ছে।

গ্রাহকদের ‘শত শত’ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন মিরপুর-১২ নম্বর সেকশনের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযোগ কেন্দ্রের টেকনিশিয়ান বাচ্চু মিয়া।

“গ্যাসের চাপ কম তো, তাই সরবরাহ কম,” বলেই তিনি অচিরেই সমস্যা সমাধানের আশা দেখান।

তিতাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও তিতাস পাচ্ছে প্রায় ১৭শ’ মিলিয়ন ঘনফুট। ৩শ মিলিয়ন গ্যাসের ঘাটতি থেকেই যাচ্ছে।”

তবে তিতাসের পরিচালক (অপারেশন্স) প্রকৌশলী আলী আশরাফ সমস্যার জন্য শীতের এই সময়ে চাহিদা বেড়ে যাওয়াকেই দায়ি করেছেন।

শীতের সময় আবাসিক গ্রাহকদের চাহিদা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি থাকে। তাই এই সময়টায় একটু সমস্যা হয় বলে মনে করেন তিনি।

এছাড়া ‘কিছু ছোটখাটো কারিগরি সমস্যার’ কথা স্বীকার করে তিনি বলেন, “এগুলো শিগগির ঠিক হয়ে যাবে বলে আশা করছি।