অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

আ. লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে আইনমন্ত্রীর বাসায় তুমুল হট্টগোল

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী বাছাই নিয়ে রোববার গভীর রাতে আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসভবনে তুমুল হট্টগোল হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থী বাছাইয়ের জন্য রোববার একটি সাধারণ সভার আয়োজন করা হলে উপস্থিত আইনজীবীদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। এতে সভার কার্যক্রম সমাপ্ত না করেই আইনমন্ত্রীর বাসভবন থেকে অনেকেই চলে আসেন।

ঢাকা বারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ কে এম আমিন উদ্দিন মানিক এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল সভায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সরদার মোহাম্মদ সুরুজ-জামান, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট আবু সাইদ সাগর, অ্যাডভোকেট মোকলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান, অ্যাডভোকেট ফকির দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবদুস সবুর, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আবু, আবদুল বাতেন ও অ্যাডভোকট সানজিদা খানম এমপি, ড. বশির আহমেদ, লায়েকুজ্জামান মোল্লা, শ ম রেজাউল করিমসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আইনমন্ত্রী আনিসুল হক সংসদ অধিবেশন থেকে গতকাল রাত সাড়ে ১০টায় তাঁর গুলশানের বাসভবনে উপস্থিত হন। তিনি উপস্থিত হওয়ার পর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, ড. বশির আহমেদকে নিয়ে একটি কক্ষে ব্যক্তিগত আলাপ-আলোচনা শুরু করেন। একপর্যায়ে বৈঠক চলার সময়ে অ্যাডভোকেট সাহারা খাতুন ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার তাঁদের সঙ্গে যোগ দেন। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে মনোনয়ন বোর্ডে অন্য কক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী সরদার সুরুজ জামানসহ অন্যান্য নেতারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও আইনমন্ত্রী মনোনয়ন বোর্ডের কক্ষে উপস্থিত না হওয়ায় বোর্ডের কিছু সদস্য অপমানিত বোধ করায় সভাস্থল ত্যাগ করেন। এ পরিস্থিতিতে সেখানে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়।

পরে আইনমন্ত্রী সবাইকে শান্ত হতে বলেন এবং তিনি অন্য কক্ষে বৈঠকের বিষয়ে উপস্থিত সবাইকে ব্যাখ্যা দেন। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁরা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন। কিন্তু প্রার্থী মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং প্রার্থীদের বিষয়ে কোনো আলোচনা করা হয়নি।’ তিনি আরো বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর অদ্য সংসদে বোর্ড মিটিংয়ে বিষয়টি অবহিত করে এসেছি।’ আইনমন্ত্রীর ব্যাখ্যার পরে মনোনয়নের বোর্ড সভা শুরু হয়।

এ ছাড়া মনোনয়ন বোর্ডে উপস্থিত এক আইনজীবী নাম প্রকাশ না করা শর্তে জানান, সভাপতি পদপ্রার্থীর বিষয়ে বোর্ডে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিকের নাম এলে অধিকাংশরাই তা সমর্থন করেন। কিন্তু দুজন এ প্রস্তাবের বিরোধিতা করায় চিরাচরিত নিয়ম ভেঙে মনোনয়নের বোর্ডকে পাশ কাটিয়ে এই প্রথমবার প্রার্থী মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়ে অনেকের নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়।

এর মধ্যে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, আলী হোসেন ও গাজী শাহ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আহসান তারিক, এস এম জাহিদ হোসেন, আইয়ুবুর রহমান, আমিন উদ্দিন মানিক ও রেজাউল করিম হিরনের নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে। সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট হাবিবুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট আবু বক্কর ফরহাদ ও সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. মুনজুর আলমের নাম প্রস্তাব করা হয়েছে।

অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক গত বছরের ২০১৫-১৬ সেশনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের কাছে ১৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুদিন ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রায় ২০ হাজার আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

আ. লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে আইনমন্ত্রীর বাসায় তুমুল হট্টগোল

আপডেট টাইম : ০২:১৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী বাছাই নিয়ে রোববার গভীর রাতে আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসভবনে তুমুল হট্টগোল হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থী বাছাইয়ের জন্য রোববার একটি সাধারণ সভার আয়োজন করা হলে উপস্থিত আইনজীবীদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। এতে সভার কার্যক্রম সমাপ্ত না করেই আইনমন্ত্রীর বাসভবন থেকে অনেকেই চলে আসেন।

ঢাকা বারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ কে এম আমিন উদ্দিন মানিক এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল সভায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সরদার মোহাম্মদ সুরুজ-জামান, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট আবু সাইদ সাগর, অ্যাডভোকেট মোকলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান, অ্যাডভোকেট ফকির দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবদুস সবুর, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আবু, আবদুল বাতেন ও অ্যাডভোকট সানজিদা খানম এমপি, ড. বশির আহমেদ, লায়েকুজ্জামান মোল্লা, শ ম রেজাউল করিমসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আইনমন্ত্রী আনিসুল হক সংসদ অধিবেশন থেকে গতকাল রাত সাড়ে ১০টায় তাঁর গুলশানের বাসভবনে উপস্থিত হন। তিনি উপস্থিত হওয়ার পর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, ড. বশির আহমেদকে নিয়ে একটি কক্ষে ব্যক্তিগত আলাপ-আলোচনা শুরু করেন। একপর্যায়ে বৈঠক চলার সময়ে অ্যাডভোকেট সাহারা খাতুন ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার তাঁদের সঙ্গে যোগ দেন। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে মনোনয়ন বোর্ডে অন্য কক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী সরদার সুরুজ জামানসহ অন্যান্য নেতারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও আইনমন্ত্রী মনোনয়ন বোর্ডের কক্ষে উপস্থিত না হওয়ায় বোর্ডের কিছু সদস্য অপমানিত বোধ করায় সভাস্থল ত্যাগ করেন। এ পরিস্থিতিতে সেখানে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়।

পরে আইনমন্ত্রী সবাইকে শান্ত হতে বলেন এবং তিনি অন্য কক্ষে বৈঠকের বিষয়ে উপস্থিত সবাইকে ব্যাখ্যা দেন। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁরা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন। কিন্তু প্রার্থী মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং প্রার্থীদের বিষয়ে কোনো আলোচনা করা হয়নি।’ তিনি আরো বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর অদ্য সংসদে বোর্ড মিটিংয়ে বিষয়টি অবহিত করে এসেছি।’ আইনমন্ত্রীর ব্যাখ্যার পরে মনোনয়নের বোর্ড সভা শুরু হয়।

এ ছাড়া মনোনয়ন বোর্ডে উপস্থিত এক আইনজীবী নাম প্রকাশ না করা শর্তে জানান, সভাপতি পদপ্রার্থীর বিষয়ে বোর্ডে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিকের নাম এলে অধিকাংশরাই তা সমর্থন করেন। কিন্তু দুজন এ প্রস্তাবের বিরোধিতা করায় চিরাচরিত নিয়ম ভেঙে মনোনয়নের বোর্ডকে পাশ কাটিয়ে এই প্রথমবার প্রার্থী মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়ে অনেকের নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়।

এর মধ্যে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, আলী হোসেন ও গাজী শাহ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আহসান তারিক, এস এম জাহিদ হোসেন, আইয়ুবুর রহমান, আমিন উদ্দিন মানিক ও রেজাউল করিম হিরনের নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে। সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট হাবিবুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট আবু বক্কর ফরহাদ ও সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. মুনজুর আলমের নাম প্রস্তাব করা হয়েছে।

অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক গত বছরের ২০১৫-১৬ সেশনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের কাছে ১৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুদিন ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রায় ২০ হাজার আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।