অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

জাতীয় পার্টির ‘নাটক’র পেছনে অন্যরা রয়েছে: হান্নান শাহ

ঢাকা : সরকারে থাকা-না থাকা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদের মধ্যে চলমান দ্বন্দ্বকে ‘নাটক’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, এর পেছনে অন্য কেউ রয়েছে।

হান্নান শাহ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক ‘স্বৈরশাসক’ হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা-কর্মীরা অতীতে ‘সুযোগ-সুবিধা ভোগ’ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, “বর্তমান সরকারের কর্ণধাররা স্বৈরাচারের সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, কিন্তু বিএনপি তা করেনি।

“সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে এখন শেখ হাসিনা ওয়াজেদ সরকার চালাচ্ছে। আমরা জাতীয় পার্টির যে বিভিন্ন নাটক-তা সবই দেখছি। এই নাটক কিন্তু জাতীয় পার্টি খেলছে না”।

হান্নান আরও বলেন, “যারা বর্তমান সরকারে আছেন ও যারা তাদের সরকারে বসিয়েছেন- এরা কারা? জনগণ জানে নির্বাচন সময়কার ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্টভাষায় বলে গিয়েছিলেন, তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে পরবর্তী সরকার বানাবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নাটকীয়তার এক পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বিএনপির মতোই ভোট বর্জনের ঘোষণা দেওয়ার পর দলের একাংশ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

বর্জন করেও এরশাদ আইনের মারপ্যাঁচে ভোটে জিতে যান। জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হয়, এরশাদের স্ত্রী রওশন এরশাদ হন বিরোধী দলীয় নেতা। বিরোধী দল হলেও সরকারের মন্ত্রিসভায়ও যোগ দেন পার্টির রওশনপন্থি কয়েকজন নেতা।

সম্প্রতি রওশনপন্থিদের বিরোধিতার মধ্যেই এরশাদ নিজের ভাই জি এম কাদেরকে পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব দেন, মহাসচিব পদে ফিরিয়ে আনেন দীর্ঘদিনের আস্থাভাজন রুহুল আমিন হাওলাদারকে।

পার্টির ভেতরে এ টানা-পোড়েনের সময় সরকারের শরিক হিসেবে মন্ত্রিসভায় থাকা-না থাকা নিয়ে পার্টির দুই পক্ষকে গণমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতি দিতে দেখা যায়।

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যুবদল আয়োজিত আলোচনা সভায় দেশে ‘রাজতন্ত্র’ কায়েম হয়েছে বলে মন্তব্য করেন হান্নান শাহ।

“অবস্থাটা এখন এমন যেন দেশে রাজতন্ত্র কায়েম হয়ে গেছে। যা বলবে, সেটাই হুকুম। ভিন্নমত ও বিরোধী দলকে রুখতে এটা তাদের নীতি। দেশের মানুষ জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তাই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে বলবেন না।

“গণতান্ত্রিক পন্থায় আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। আপনারা যেমন বুলেটের মাধ্যমে আমাদের মোকাবিলা করছেন, আমরা ব্যালটের মাধ্যমে করতে চাই। আর যদি না করেন, নিজেরাই চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ কী হবে? সেদিন কিন্তু সুখময় হবে না।”

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলাকে ‘মিথ্যা মামলা’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের আহ্বান জানান অবসরপ্রাপ্ত এই সেনাবাহিনী কর্মকর্তা।

‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে’ যুবদলের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা হান্নান শাহ।

সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান, আলী আকবর চুন্নু, মাসুকুর রহমান মাসুক, খালেক হাওলাদারসহ অন্যরা বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

জাতীয় পার্টির ‘নাটক’র পেছনে অন্যরা রয়েছে: হান্নান শাহ

আপডেট টাইম : ০২:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬

ঢাকা : সরকারে থাকা-না থাকা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদের মধ্যে চলমান দ্বন্দ্বকে ‘নাটক’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, এর পেছনে অন্য কেউ রয়েছে।

হান্নান শাহ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক ‘স্বৈরশাসক’ হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা-কর্মীরা অতীতে ‘সুযোগ-সুবিধা ভোগ’ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, “বর্তমান সরকারের কর্ণধাররা স্বৈরাচারের সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, কিন্তু বিএনপি তা করেনি।

“সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে এখন শেখ হাসিনা ওয়াজেদ সরকার চালাচ্ছে। আমরা জাতীয় পার্টির যে বিভিন্ন নাটক-তা সবই দেখছি। এই নাটক কিন্তু জাতীয় পার্টি খেলছে না”।

হান্নান আরও বলেন, “যারা বর্তমান সরকারে আছেন ও যারা তাদের সরকারে বসিয়েছেন- এরা কারা? জনগণ জানে নির্বাচন সময়কার ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্টভাষায় বলে গিয়েছিলেন, তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে পরবর্তী সরকার বানাবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নাটকীয়তার এক পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বিএনপির মতোই ভোট বর্জনের ঘোষণা দেওয়ার পর দলের একাংশ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

বর্জন করেও এরশাদ আইনের মারপ্যাঁচে ভোটে জিতে যান। জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হয়, এরশাদের স্ত্রী রওশন এরশাদ হন বিরোধী দলীয় নেতা। বিরোধী দল হলেও সরকারের মন্ত্রিসভায়ও যোগ দেন পার্টির রওশনপন্থি কয়েকজন নেতা।

সম্প্রতি রওশনপন্থিদের বিরোধিতার মধ্যেই এরশাদ নিজের ভাই জি এম কাদেরকে পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব দেন, মহাসচিব পদে ফিরিয়ে আনেন দীর্ঘদিনের আস্থাভাজন রুহুল আমিন হাওলাদারকে।

পার্টির ভেতরে এ টানা-পোড়েনের সময় সরকারের শরিক হিসেবে মন্ত্রিসভায় থাকা-না থাকা নিয়ে পার্টির দুই পক্ষকে গণমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতি দিতে দেখা যায়।

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যুবদল আয়োজিত আলোচনা সভায় দেশে ‘রাজতন্ত্র’ কায়েম হয়েছে বলে মন্তব্য করেন হান্নান শাহ।

“অবস্থাটা এখন এমন যেন দেশে রাজতন্ত্র কায়েম হয়ে গেছে। যা বলবে, সেটাই হুকুম। ভিন্নমত ও বিরোধী দলকে রুখতে এটা তাদের নীতি। দেশের মানুষ জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তাই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে বলবেন না।

“গণতান্ত্রিক পন্থায় আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। আপনারা যেমন বুলেটের মাধ্যমে আমাদের মোকাবিলা করছেন, আমরা ব্যালটের মাধ্যমে করতে চাই। আর যদি না করেন, নিজেরাই চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ কী হবে? সেদিন কিন্তু সুখময় হবে না।”

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলাকে ‘মিথ্যা মামলা’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের আহ্বান জানান অবসরপ্রাপ্ত এই সেনাবাহিনী কর্মকর্তা।

‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে’ যুবদলের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা হান্নান শাহ।

সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান, আলী আকবর চুন্নু, মাসুকুর রহমান মাসুক, খালেক হাওলাদারসহ অন্যরা বক্তব্য রাখেন।