অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবি ও বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ফিউচার ক্লোথিং লিমিটেডের শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিকরা জানান, ফিউচার ক্লোথিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। দুই মাস আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বাকি রেখে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেন। এরপর কয়েক দফায় শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।

কিন্তু কোন প্রতিকার না পেয়ে শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা শ্রমিক নেতাদের নেতৃত্বে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় অবিলম্বে কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন ভাতার দাবিতে মিছিল ও সমাবেশ অব্যাহত রাখেন। শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিসে স্মারকলিপিও জমা দেন। পরে কারখানা পরিচালক শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া দেলোয়ার হোসেন ও মাহবুবুর রহমান নামে মালিকপক্ষের আরো দুইজন পলাতক রয়েছেন।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বরাব এলাকার ফিউচার ক্লোথিং লিমিটেড কারখানার সামনে শ্রমিকরা ফের অবস্থান নেন। এরপর তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। আপাতত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন। যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০৮:১৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবি ও বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ফিউচার ক্লোথিং লিমিটেডের শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিকরা জানান, ফিউচার ক্লোথিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। দুই মাস আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বাকি রেখে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেন। এরপর কয়েক দফায় শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।

কিন্তু কোন প্রতিকার না পেয়ে শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা শ্রমিক নেতাদের নেতৃত্বে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় অবিলম্বে কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন ভাতার দাবিতে মিছিল ও সমাবেশ অব্যাহত রাখেন। শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিসে স্মারকলিপিও জমা দেন। পরে কারখানা পরিচালক শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া দেলোয়ার হোসেন ও মাহবুবুর রহমান নামে মালিকপক্ষের আরো দুইজন পলাতক রয়েছেন।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বরাব এলাকার ফিউচার ক্লোথিং লিমিটেড কারখানার সামনে শ্রমিকরা ফের অবস্থান নেন। এরপর তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। আপাতত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন। যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।