অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

ডেমরায় গ্রীষ্মকালীন ফলের মূল্য চড়া!

মাহবুব মনি, ডেমরা: বৈশাখ এলেও এতোটুকু পাল্টায়নি সূর্যের ঠাঁটবাঁট। আগুন রোদে পুড়ছে ডেমরা ও আশপাশের এলাকার মানুষ। এমন সময় মন চায় একটু বিশ্রাম। কিন্তু, বর্তমানে এখানকার যান্ত্রিক জীবন ও ইট-পাথরের ভিড়ে ব্যস্ততার ফাঁকে ছায়াটুকু মেলাও দায়। সূর্যের উত্তাপ, ভ্যাপসা গরম আর তৃষ্ণার্ত ঠোঁটের এমন দূর্বিষহ জনজীবনে কিছুটা স্বস্তি এনে দেয় গ্রীষ্মকালীন রসালো সব ফল। মধুমাস জৈষ্ঠ আসতে আরও কিছুদন বাকি। তাই, আম, লিচু কাঁঠালসহ গ্রীষ্মকালীন সব ফলে এখনও যথাযোগ্যভাবে সেজে ওঠেনি দোকানগুলো। তবে, ডাব, তরমুজ, লটকন,আনারস, পেয়ারা, জাম, আমরুজ, বেল, আঙুর আর সফেদাসহ বাজারে মিলছে হরেক-রকমের ফল। তবে দাম ও মান নিয়ে অসন্তোষ ক্রেতাদের। ক্রেতারা বলছেন, ক্যামিকেল মুক্ত ফল হলে, বাড়তি দাম গুণতেও রাজি তারা। যদিও বিক্রেতারা ফলের শতভাগ গ্যারান্টি দিয়ে বলছেন, সব ফলই এখন ফরমালিনমুক্ত।
দেখা গেছে, চৈত্রের মাঝামাঝি থেকেই ডেমরার বাজারগুলোতে গ্রীষ্মকালীন ফল আসতে শুরু করেছে। মৌসুমী ফল হওয়া সত্ত্বেও তরমুজ ও বাঙ্গির চড়া দাম খুচরা বাজারে। ফলে নিম্ন ও মাঝারী আয়ের মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে এসব ফল। অপরদিকে চাহিদার তুলনায় বাজারে ফলের সরবরাহ বেশি হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছে না ব্যবসায়ী ও ফড়িয়ারা। ফড়িয়া ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, তরমুজের ভরা মওসুম মূলত চৈত্র মাসের শুরু থেকে আষাঢ়ের মাঝামাঝি পর্যন্ত। আর বাঙ্গির মওসুম চৈত্রের শুরু থেকে বৈশাখের মাঝামাঝি। এ সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চাষি ও ফড়িয়ারা অধিক মুনাফার আশায় নগরীর পাইকারী মোকাম বলে খ্যাত বড়বাজারের আড়ৎগুলোতে এসব ফল বিক্রির জন্য নিয়ে আসেন। মোকামগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ১০ থেকে ১২ কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য ১৪ হাজার, ৬ থেকে ৭ কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য সাড়ে ৮ হাজার, ২ থেকে আড়াই কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য ৩ হাজার, ১ থেকে দেড় কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য দেড় হাজার দরে বিক্রি হচ্ছে, এবং বাঙ্গি সর্বোচ্চ ৩৫ টাকা দরে আর সর্বনিম্ন ২৫ টাকায় বিক্রি হয়েছে। অবশ্য খুচরা বাজারের চিত্রটা ভিন্ন।
ডেমরার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, কেজি প্রতি গড়ে ২৫/৩০ টাকা দরে তরমুজ ও ২৫/৪৫ টাকা দরে বাঙ্গি বিক্রি হচ্ছে। সারুলিয়া বোজারের মেসার্স রাজিব ভান্ডারের স্বত্বাধিকারী জোনাব আলী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তরমুজ ও বাঙ্গি নিয়ে ফড়িয়ারা বিক্রির জন্য ডেমরা ও রাজধানীর বড় মোকামগুলোতে আসে। আকারভেদে বাজারে তরমুজ শ’প্রতি ২/১৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সৈয়দ ভান্ডারের স্বত্বাধিকারী নূর আলম জানান, প্রতিদিন ১০ থেকে ১৪ ট্রাক তরমুজ ডেমরার বাজারগুলোতে ঢুকছে। মওসুমের শুরু বিধায় এসব ফলের দাম একটু বেশি। বাজারে তরমুজ ২ থেকে ১৪ হাজার টাকা এবং বাঙ্গি ২৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জের ফড়িয়া মো: আল ইসলাম জানান, ৩ হাজার বাঙ্গি নিয়ে বিক্রির জন্য এসেছেন ডেমরার পাইকারী মোকামে। চাহিদার তুলনায় বাজারে বেশী বাঙ্গি আসায় ভাল দাম পাওয়া যায়নি।
খুচরা বিক্রেতা কোনাপাড়া এলাকার মাহমুদুল জানান, কেজি প্রতি গড়ে ২৫/৩০ টাকা দরে তরমুজ ও ২৫/৪৫ টাকা দরে বাঙ্গি বিক্রি করছে। এছাড়া ডেমরার বাজারগুলোর কোনাপাড়া, স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, ডেমরা বাজার , ধীৎপুর, আমুলিয়া মেন্দিপুরসহ বামৈল-ডগাইর ও টেংরা আবাসিক এলাকার একাধিক খুচরা বিক্রেতারা প্রায় একই দামে এসব ফল বিক্রি করছেন বলে জানা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান 
Theme Developed BY ThemesBazar.Com

ডেমরায় গ্রীষ্মকালীন ফলের মূল্য চড়া!

আপডেট টাইম : ১২:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬

মাহবুব মনি, ডেমরা: বৈশাখ এলেও এতোটুকু পাল্টায়নি সূর্যের ঠাঁটবাঁট। আগুন রোদে পুড়ছে ডেমরা ও আশপাশের এলাকার মানুষ। এমন সময় মন চায় একটু বিশ্রাম। কিন্তু, বর্তমানে এখানকার যান্ত্রিক জীবন ও ইট-পাথরের ভিড়ে ব্যস্ততার ফাঁকে ছায়াটুকু মেলাও দায়। সূর্যের উত্তাপ, ভ্যাপসা গরম আর তৃষ্ণার্ত ঠোঁটের এমন দূর্বিষহ জনজীবনে কিছুটা স্বস্তি এনে দেয় গ্রীষ্মকালীন রসালো সব ফল। মধুমাস জৈষ্ঠ আসতে আরও কিছুদন বাকি। তাই, আম, লিচু কাঁঠালসহ গ্রীষ্মকালীন সব ফলে এখনও যথাযোগ্যভাবে সেজে ওঠেনি দোকানগুলো। তবে, ডাব, তরমুজ, লটকন,আনারস, পেয়ারা, জাম, আমরুজ, বেল, আঙুর আর সফেদাসহ বাজারে মিলছে হরেক-রকমের ফল। তবে দাম ও মান নিয়ে অসন্তোষ ক্রেতাদের। ক্রেতারা বলছেন, ক্যামিকেল মুক্ত ফল হলে, বাড়তি দাম গুণতেও রাজি তারা। যদিও বিক্রেতারা ফলের শতভাগ গ্যারান্টি দিয়ে বলছেন, সব ফলই এখন ফরমালিনমুক্ত।
দেখা গেছে, চৈত্রের মাঝামাঝি থেকেই ডেমরার বাজারগুলোতে গ্রীষ্মকালীন ফল আসতে শুরু করেছে। মৌসুমী ফল হওয়া সত্ত্বেও তরমুজ ও বাঙ্গির চড়া দাম খুচরা বাজারে। ফলে নিম্ন ও মাঝারী আয়ের মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে এসব ফল। অপরদিকে চাহিদার তুলনায় বাজারে ফলের সরবরাহ বেশি হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছে না ব্যবসায়ী ও ফড়িয়ারা। ফড়িয়া ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, তরমুজের ভরা মওসুম মূলত চৈত্র মাসের শুরু থেকে আষাঢ়ের মাঝামাঝি পর্যন্ত। আর বাঙ্গির মওসুম চৈত্রের শুরু থেকে বৈশাখের মাঝামাঝি। এ সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চাষি ও ফড়িয়ারা অধিক মুনাফার আশায় নগরীর পাইকারী মোকাম বলে খ্যাত বড়বাজারের আড়ৎগুলোতে এসব ফল বিক্রির জন্য নিয়ে আসেন। মোকামগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ১০ থেকে ১২ কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য ১৪ হাজার, ৬ থেকে ৭ কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য সাড়ে ৮ হাজার, ২ থেকে আড়াই কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য ৩ হাজার, ১ থেকে দেড় কেজি ওজনের শ’প্রতি তরমুজের মূল্য দেড় হাজার দরে বিক্রি হচ্ছে, এবং বাঙ্গি সর্বোচ্চ ৩৫ টাকা দরে আর সর্বনিম্ন ২৫ টাকায় বিক্রি হয়েছে। অবশ্য খুচরা বাজারের চিত্রটা ভিন্ন।
ডেমরার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, কেজি প্রতি গড়ে ২৫/৩০ টাকা দরে তরমুজ ও ২৫/৪৫ টাকা দরে বাঙ্গি বিক্রি হচ্ছে। সারুলিয়া বোজারের মেসার্স রাজিব ভান্ডারের স্বত্বাধিকারী জোনাব আলী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তরমুজ ও বাঙ্গি নিয়ে ফড়িয়ারা বিক্রির জন্য ডেমরা ও রাজধানীর বড় মোকামগুলোতে আসে। আকারভেদে বাজারে তরমুজ শ’প্রতি ২/১৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সৈয়দ ভান্ডারের স্বত্বাধিকারী নূর আলম জানান, প্রতিদিন ১০ থেকে ১৪ ট্রাক তরমুজ ডেমরার বাজারগুলোতে ঢুকছে। মওসুমের শুরু বিধায় এসব ফলের দাম একটু বেশি। বাজারে তরমুজ ২ থেকে ১৪ হাজার টাকা এবং বাঙ্গি ২৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জের ফড়িয়া মো: আল ইসলাম জানান, ৩ হাজার বাঙ্গি নিয়ে বিক্রির জন্য এসেছেন ডেমরার পাইকারী মোকামে। চাহিদার তুলনায় বাজারে বেশী বাঙ্গি আসায় ভাল দাম পাওয়া যায়নি।
খুচরা বিক্রেতা কোনাপাড়া এলাকার মাহমুদুল জানান, কেজি প্রতি গড়ে ২৫/৩০ টাকা দরে তরমুজ ও ২৫/৪৫ টাকা দরে বাঙ্গি বিক্রি করছে। এছাড়া ডেমরার বাজারগুলোর কোনাপাড়া, স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, ডেমরা বাজার , ধীৎপুর, আমুলিয়া মেন্দিপুরসহ বামৈল-ডগাইর ও টেংরা আবাসিক এলাকার একাধিক খুচরা বিক্রেতারা প্রায় একই দামে এসব ফল বিক্রি করছেন বলে জানা যায়।