পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

মানুষের ভাগ্যোন্নয়নেই আজীবন কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নেই আজীবন কাজ করে যাবার আকাঙ্খা ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি। আমি জাতির পিতার কন্যা। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে। বাকিটা জীবন সেটাই করে যাবো।’

শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে আয়োজিত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘এই দেশের মানুষের জন্য আমার বাবা-মা, ভাইসহ আত্মীয়-স্বজন জীবন দিয়ে গেছেন। আমি সব হারিয়েছি, আমার তো আর হারাবার কিছু নেই। চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন এ দেশের মানুষের জন্য কিছু করতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে অনেকে বিস্ময় বলেন, আমি বলি এটি বিস্ময় নয়, বিশ্বাস। জনগণের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস আছে বলেই দেশের উন্নতি করতে পারছি। নিয়ত ভালো বলে যেখানেই হাত দিচ্ছি, সেখানেই সাফল্য অর্জন করছি’।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র না করলে এতো দিনে এই সেতুর নির্মাণ কাজ আরও এগিয়ে যেতো।’

শেখ হাসিনা বলেন, ‘তার সরকার দেশের প্রতিটি জেলায় সাধারণ বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে। উচ্চশিক্ষা খাতসহ দেশের ১ কোটি ৭০ লাখ ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আজকে আর বই-খাতা কিনতে হয় না, আমরা সবই দিচ্ছি। দেশে এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মানুষের চাহিদা বদলে গেছে, কারণ পেটে খাবার আছে। এখন মানুষ বিদ্যুৎ চায়, স্কুল চায়। আমরা তা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় গোপালগঞ্জবাসী বৈরিতার শিকার ছিল, অবহেলিত ছিল। সেটি হয়েছিল একটি বিশেষ কারণে। বাজেটে টাকা দেয়া হতো। কিন্তু, উন্নয়ন হতো না। এখান থেকে এক সময় বিশ্ববিদ্যালয়ও সরিয়ে নেয়া হয়েছিল।’

স্বাস্থ্যখাতে তার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এখাতে উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। আরও তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ করছি। এ ছাড়া প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গণমুখী স্বাস্থ্যনীতি গ্রহণ করেছে এবং সে আঙ্গিকেই একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এখন নার্সরাও পিএইচডি করার সুযোগ পাচ্ছেন।’

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা। তারা পারে শুধু মানুষ পোড়াতে, গুপ্তহত্যা করতে। তারা হত্যা আর ধ্বংস ছাড়া তারা আর কিছুই করে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। তাই আমরাই দেশের উন্নয়ন করেছি, করে যাচ্ছি।’

সদ্য প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে শেখ হাসিনা বলেন, আশা করি এই চিকিৎসা কেন্দ্র মানবসেবায় অবদান রাখবে।

তিনি আরেক দিন এখানে চোখের চিকিৎসার জন্য আসবেন বলেও জানান।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

মানুষের ভাগ্যোন্নয়নেই আজীবন কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নেই আজীবন কাজ করে যাবার আকাঙ্খা ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি। আমি জাতির পিতার কন্যা। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে। বাকিটা জীবন সেটাই করে যাবো।’

শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে আয়োজিত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘এই দেশের মানুষের জন্য আমার বাবা-মা, ভাইসহ আত্মীয়-স্বজন জীবন দিয়ে গেছেন। আমি সব হারিয়েছি, আমার তো আর হারাবার কিছু নেই। চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন এ দেশের মানুষের জন্য কিছু করতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে অনেকে বিস্ময় বলেন, আমি বলি এটি বিস্ময় নয়, বিশ্বাস। জনগণের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস আছে বলেই দেশের উন্নতি করতে পারছি। নিয়ত ভালো বলে যেখানেই হাত দিচ্ছি, সেখানেই সাফল্য অর্জন করছি’।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র না করলে এতো দিনে এই সেতুর নির্মাণ কাজ আরও এগিয়ে যেতো।’

শেখ হাসিনা বলেন, ‘তার সরকার দেশের প্রতিটি জেলায় সাধারণ বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে। উচ্চশিক্ষা খাতসহ দেশের ১ কোটি ৭০ লাখ ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আজকে আর বই-খাতা কিনতে হয় না, আমরা সবই দিচ্ছি। দেশে এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মানুষের চাহিদা বদলে গেছে, কারণ পেটে খাবার আছে। এখন মানুষ বিদ্যুৎ চায়, স্কুল চায়। আমরা তা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় গোপালগঞ্জবাসী বৈরিতার শিকার ছিল, অবহেলিত ছিল। সেটি হয়েছিল একটি বিশেষ কারণে। বাজেটে টাকা দেয়া হতো। কিন্তু, উন্নয়ন হতো না। এখান থেকে এক সময় বিশ্ববিদ্যালয়ও সরিয়ে নেয়া হয়েছিল।’

স্বাস্থ্যখাতে তার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এখাতে উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। আরও তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ করছি। এ ছাড়া প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গণমুখী স্বাস্থ্যনীতি গ্রহণ করেছে এবং সে আঙ্গিকেই একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এখন নার্সরাও পিএইচডি করার সুযোগ পাচ্ছেন।’

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা। তারা পারে শুধু মানুষ পোড়াতে, গুপ্তহত্যা করতে। তারা হত্যা আর ধ্বংস ছাড়া তারা আর কিছুই করে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। তাই আমরাই দেশের উন্নয়ন করেছি, করে যাচ্ছি।’

সদ্য প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে শেখ হাসিনা বলেন, আশা করি এই চিকিৎসা কেন্দ্র মানবসেবায় অবদান রাখবে।

তিনি আরেক দিন এখানে চোখের চিকিৎসার জন্য আসবেন বলেও জানান।