অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

প্রসেনজিতের হাত ধরে আসছে মোশন পোস্টার

বাংলার খবর২৪.কমforce_51253, মুম্বাই : টলি কিং প্রসেনজিতের আগামী ছবি ফোর্সের হাত ধরেই প্রথম মোশন পোস্টার আসছে টলিউডে। আর তাই শুধু ছবির ইউনিট নয় উচ্ছ্বসিত গোটা টলিউড জগৎ।

কাঁচ ভাঙার শব্দ, ধুন্ধুমার গুলির আওয়াজ, ধোঁয়া, বিস্ফোরণের শব্দ-এইভাবেই শুরু হবে ফোর্সের মোশন পোস্টার। টলিউডের জন্য রাজা চন্দর ছবির এই প্রথম অভিনব মোশন পোস্টার বানিয়েছেন রবীন চ্যাটার্জি। বললেন, ‘আমি বুম্বাদা ও রাজাদার কাছে কৃতজ্ঞ। ওরাই আমাকে সাহস জুগিয়েছেন এই কাজের জন্য। সব পরিচালক বা তারকা এই ঝুঁকি নিতে চান না। আমরা নতুন কিছু বরাবরই করতে চাইতাম কিন্তু বলিউড কখনই আমাদের বেঞ্চমার্ক ছিল না।

তবে দর্শকদের উন্নত কিছু দিতে চাইতাম সবসময়। স্টিল ক্যামেরার টুডি এফেক্টের সঙ্গে থ্রিডি অ্যানিমেশন, ভিডিও বাইটস ও স্পেশাল এফএক্স ব্যবহার করে পোস্টার বানানো হয়েছে। পোস্টারের মধ্যে উড়ন্ত স্প্লিান্টারস, বুলেট সবকিছু চমৎকার গ্রাফিক্সে দেখতে পাবেন দর্শকরা। সত্যিই চমকে যাবেন আপনারা।

এদিকে ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গে বুলেটের আওয়াজ মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে। তবে সেই পোস্টার সেন্সর করা হয়েছে গত বুধবার।

প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন, ‘এটা টলিউডের একটা নতুন উদ্যোগ। হলিউড ছবির এরকম পোস্টার আমরা দেখেছি। টলিউডে এমন কিছু হচ্ছে তাই আমি সত্যিই উচ্ছ্বসিত।’

সম্প্রতি সিংহম রিটার্নস, মেরি কমের মতো ছবির মোশন পোস্টার রিলিজ করেছে বলিউড। হলিউডে হাঙ্গার গেমস ও দ্য এক্সপ্যানডেবল থ্রি-র মতো ফ্যাঞ্চাইজি তাদের ছবির মোশন পোস্টার রিলিজ করে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

প্রসেনজিতের হাত ধরে আসছে মোশন পোস্টার

আপডেট টাইম : ০৩:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমforce_51253, মুম্বাই : টলি কিং প্রসেনজিতের আগামী ছবি ফোর্সের হাত ধরেই প্রথম মোশন পোস্টার আসছে টলিউডে। আর তাই শুধু ছবির ইউনিট নয় উচ্ছ্বসিত গোটা টলিউড জগৎ।

কাঁচ ভাঙার শব্দ, ধুন্ধুমার গুলির আওয়াজ, ধোঁয়া, বিস্ফোরণের শব্দ-এইভাবেই শুরু হবে ফোর্সের মোশন পোস্টার। টলিউডের জন্য রাজা চন্দর ছবির এই প্রথম অভিনব মোশন পোস্টার বানিয়েছেন রবীন চ্যাটার্জি। বললেন, ‘আমি বুম্বাদা ও রাজাদার কাছে কৃতজ্ঞ। ওরাই আমাকে সাহস জুগিয়েছেন এই কাজের জন্য। সব পরিচালক বা তারকা এই ঝুঁকি নিতে চান না। আমরা নতুন কিছু বরাবরই করতে চাইতাম কিন্তু বলিউড কখনই আমাদের বেঞ্চমার্ক ছিল না।

তবে দর্শকদের উন্নত কিছু দিতে চাইতাম সবসময়। স্টিল ক্যামেরার টুডি এফেক্টের সঙ্গে থ্রিডি অ্যানিমেশন, ভিডিও বাইটস ও স্পেশাল এফএক্স ব্যবহার করে পোস্টার বানানো হয়েছে। পোস্টারের মধ্যে উড়ন্ত স্প্লিান্টারস, বুলেট সবকিছু চমৎকার গ্রাফিক্সে দেখতে পাবেন দর্শকরা। সত্যিই চমকে যাবেন আপনারা।

এদিকে ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গে বুলেটের আওয়াজ মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে। তবে সেই পোস্টার সেন্সর করা হয়েছে গত বুধবার।

প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন, ‘এটা টলিউডের একটা নতুন উদ্যোগ। হলিউড ছবির এরকম পোস্টার আমরা দেখেছি। টলিউডে এমন কিছু হচ্ছে তাই আমি সত্যিই উচ্ছ্বসিত।’

সম্প্রতি সিংহম রিটার্নস, মেরি কমের মতো ছবির মোশন পোস্টার রিলিজ করেছে বলিউড। হলিউডে হাঙ্গার গেমস ও দ্য এক্সপ্যানডেবল থ্রি-র মতো ফ্যাঞ্চাইজি তাদের ছবির মোশন পোস্টার রিলিজ করে।