অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

বন্যাতঙ্কে চাঁদপুরের সহস্রাধিক পরিবার

চাঁদপুর : চাঁদপুরে ক্রমশ বন্যার আতঙ্ক বাড়ছে। নদীর পানি যতই বড়ছে ততই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী সহস্রাধিক পরিবার।

ইতোমধ্যে জেলার বিশাল চরাঞ্চল পানির নিচে তলিয়ে গেলেও নদী তীরবর্তী লোকজন ছিল শঙ্কামুক্ত। গত ক’দিন হঠাৎ ডাকাতিয়াসহ পদ্মা-মেঘনা নদীতে জোয়ারে পানির প্রবাহ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এসব নদী তীরবর্তী এলাকায় অধিকাংশরাই পানিবন্দী হয়ে পড়ছে। আর এ কারণেই ওইসব এলাকার মানুষজনের দুর্ভোগ প্রতিনিয়তই বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।

অপরদিকে, এসব এলাকার মানুষের বসত-বাড়িসহ উৎপাদিত ফসল, গবাদি পশু ও পুকুর-ঝিলের মাছ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এসব জিনিসপত্র নিয়ে শত শত পরিবার এখন বিপাকে রয়েছে। আবার অনেকেই নদী ভাঙনের আশঙ্কাও করছেন। বর্তমানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ও হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

চাঁদপুর রাজরাজেশ্বর ইউনিয়নে বন্যা পরিস্থিতি অনেকটাই চরমে। এছাড়া সেখানে নদীর ভাঙনে মানুষজন বাস্তুহারা হয়ে যাচ্ছে। এ এলাকার মানুষের খাবার সঙ্কট দেখা দিয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল প্রশাসনের পক্ষ থেকে রাজরাজেশ্বর ইউনিয়নে বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু নঈম পাটোয়ারী দুলাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

চাঁদপুর জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে জানানো হয়েছে, মেঘনা ও পদ্মা নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে জোয়ারের পানির প্রবাহ আগের তুলনায় বেড়েছে। সে কারণে কোথাও কোথাও পানি আটকা পড়ছে। দুর্যোগ ও ত্রাণ শাখার সূত্রমতে মঙ্গলবার নদীতে পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৭৯ মিটার। গতি সোমবার ছিল ৩ দশমিক ৮৫ মিটার। ফলে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি।

অপরদিকে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে চাঁদপুরে আশঙ্কা বাড়ছে। অনেকের আশঙ্কা নদীরক্ষা বাঁধে ধস দেখা দিলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দেবে। এছাড়া জেলার নদী তীরবর্তী মতলব, চাঁদপুর ও হাইমচর এলাকার বিপুল জনগোষ্ঠীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়ে পড়বে অনেকটাই কঠিন।

এদিকে, জোয়ারে পানিতে বন্দী হয়ে পড়েছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক, স্ট্র্যান্ড রোড, রহমতপুর কলোনী, চৌধুরী ঘাট, কুলিবাগান ও ৫ নম্বর ঘাট এলাকার লোকজন। এছাড়া ঢালীরঘাট, ইচলী, পুরাণবাজার এলাকার মানুষও পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় জোয়ারে পানি প্রবাহিত হলে স্বাভাবিক পরিস্থিতি থাকে না। ফলে অধিকাংশ এলাকার রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি ছুঁই-ছুঁই করতে থাকে। পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে বন্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ভুক্তভোগী পরিবারের লোকজন।

জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখার দায়িত্বরত সহকারী কমিশনার ফারজানা আলম জানান, চাঁদপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেবল নদীতে জোয়ারের সময় কিছুটা পানি বৃদ্ধি পায়। তবে তা বিপদসীমা অতিক্রম করেনি। ফলে এই মুহূর্তে পরিস্থিতি আশঙ্কামুক্ত রয়েছে।

তিনি আরো জানান, চাঁদপুরের নদীতে পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৭৯ মিটার। বিপদসীমা আতিক্রম করতে ৪ মিটার উপরে পানি প্রবাহিত হতে হবে। তবে জেলা প্রশাসনে এ ব্যাপারে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখান থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

বন্যাতঙ্কে চাঁদপুরের সহস্রাধিক পরিবার

আপডেট টাইম : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬

চাঁদপুর : চাঁদপুরে ক্রমশ বন্যার আতঙ্ক বাড়ছে। নদীর পানি যতই বড়ছে ততই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী সহস্রাধিক পরিবার।

ইতোমধ্যে জেলার বিশাল চরাঞ্চল পানির নিচে তলিয়ে গেলেও নদী তীরবর্তী লোকজন ছিল শঙ্কামুক্ত। গত ক’দিন হঠাৎ ডাকাতিয়াসহ পদ্মা-মেঘনা নদীতে জোয়ারে পানির প্রবাহ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এসব নদী তীরবর্তী এলাকায় অধিকাংশরাই পানিবন্দী হয়ে পড়ছে। আর এ কারণেই ওইসব এলাকার মানুষজনের দুর্ভোগ প্রতিনিয়তই বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।

অপরদিকে, এসব এলাকার মানুষের বসত-বাড়িসহ উৎপাদিত ফসল, গবাদি পশু ও পুকুর-ঝিলের মাছ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এসব জিনিসপত্র নিয়ে শত শত পরিবার এখন বিপাকে রয়েছে। আবার অনেকেই নদী ভাঙনের আশঙ্কাও করছেন। বর্তমানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ও হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

চাঁদপুর রাজরাজেশ্বর ইউনিয়নে বন্যা পরিস্থিতি অনেকটাই চরমে। এছাড়া সেখানে নদীর ভাঙনে মানুষজন বাস্তুহারা হয়ে যাচ্ছে। এ এলাকার মানুষের খাবার সঙ্কট দেখা দিয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল প্রশাসনের পক্ষ থেকে রাজরাজেশ্বর ইউনিয়নে বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু নঈম পাটোয়ারী দুলাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

চাঁদপুর জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে জানানো হয়েছে, মেঘনা ও পদ্মা নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে জোয়ারের পানির প্রবাহ আগের তুলনায় বেড়েছে। সে কারণে কোথাও কোথাও পানি আটকা পড়ছে। দুর্যোগ ও ত্রাণ শাখার সূত্রমতে মঙ্গলবার নদীতে পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৭৯ মিটার। গতি সোমবার ছিল ৩ দশমিক ৮৫ মিটার। ফলে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি।

অপরদিকে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে চাঁদপুরে আশঙ্কা বাড়ছে। অনেকের আশঙ্কা নদীরক্ষা বাঁধে ধস দেখা দিলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দেবে। এছাড়া জেলার নদী তীরবর্তী মতলব, চাঁদপুর ও হাইমচর এলাকার বিপুল জনগোষ্ঠীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়ে পড়বে অনেকটাই কঠিন।

এদিকে, জোয়ারে পানিতে বন্দী হয়ে পড়েছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক, স্ট্র্যান্ড রোড, রহমতপুর কলোনী, চৌধুরী ঘাট, কুলিবাগান ও ৫ নম্বর ঘাট এলাকার লোকজন। এছাড়া ঢালীরঘাট, ইচলী, পুরাণবাজার এলাকার মানুষও পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় জোয়ারে পানি প্রবাহিত হলে স্বাভাবিক পরিস্থিতি থাকে না। ফলে অধিকাংশ এলাকার রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি ছুঁই-ছুঁই করতে থাকে। পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে বন্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ভুক্তভোগী পরিবারের লোকজন।

জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখার দায়িত্বরত সহকারী কমিশনার ফারজানা আলম জানান, চাঁদপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেবল নদীতে জোয়ারের সময় কিছুটা পানি বৃদ্ধি পায়। তবে তা বিপদসীমা অতিক্রম করেনি। ফলে এই মুহূর্তে পরিস্থিতি আশঙ্কামুক্ত রয়েছে।

তিনি আরো জানান, চাঁদপুরের নদীতে পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৭৯ মিটার। বিপদসীমা আতিক্রম করতে ৪ মিটার উপরে পানি প্রবাহিত হতে হবে। তবে জেলা প্রশাসনে এ ব্যাপারে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখান থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান।