পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

নাটকে আসছে জনপ্রিয় কার্টুন চরিত্র মোটু-পাতলু

জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু-পাতলুর আদলে এবার নির্মিত হয়েছে নাটক। এর নামও রাখা হয়েছে মোটু-পাতলু। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা মোটু-পাতলুর চোখেই ধরা পড়ে। সহজ সরল মোটু এবং সূক্ষ বুদ্ধিসম্পন্ন এ যুগের ছেলে পাতলুর মজার মজার ঘটনা নিয়েই মোটু-পাতলু নাটকের কাহিনি।

গল্পে তাদের সঙ্গী হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপিকাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে নতুন সমস্যার মুখে পড়ে মোটু ও পাতলু। এরপর তারা কিভাবে সমস্যা উত্তরণ করে সামনে এগিয়ে যায়, তা দেখা যাবে এখানে।

রুম্মান রশীদ খানের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। মিডিয়াসফট প্রডাক্সন প্রযোজিত এ নাটকে মোটু’র ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ খালেদ। আর পাতলু চরিত্রে আছেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেতা চিকন আলী। মোটু-পাতলু চিকন আলী অভিনীত প্রথম নাটক।

এছাড়া আরো আছেন ফেয়ার এন্ড হ্যন্ডসাম দ্য আল্টিম্যন ম্যন বিজয়ী আজাদ, কাজী উজ্জল এবং জনপ্রিয় উপস্থাপিকার চরিত্রে রুমানা মালিক মুনমুন।

এই নাটক দিয়ে দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন লাক্স তারকা মুনমুন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘কমেডি নাটকে সাধারণত অভিনয় করার সুযোগ মেলেনা। এ নাটকে আমার অভিনীত চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আশা করছি মোটু-পাতলু অন্যান্য নাটক থেকে অনেকটাই আলাদা হবে, দর্শকরা বিনোদিত হবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে মোটু-পাতলু।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

নাটকে আসছে জনপ্রিয় কার্টুন চরিত্র মোটু-পাতলু

আপডেট টাইম : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬

জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু-পাতলুর আদলে এবার নির্মিত হয়েছে নাটক। এর নামও রাখা হয়েছে মোটু-পাতলু। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা মোটু-পাতলুর চোখেই ধরা পড়ে। সহজ সরল মোটু এবং সূক্ষ বুদ্ধিসম্পন্ন এ যুগের ছেলে পাতলুর মজার মজার ঘটনা নিয়েই মোটু-পাতলু নাটকের কাহিনি।

গল্পে তাদের সঙ্গী হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপিকাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে নতুন সমস্যার মুখে পড়ে মোটু ও পাতলু। এরপর তারা কিভাবে সমস্যা উত্তরণ করে সামনে এগিয়ে যায়, তা দেখা যাবে এখানে।

রুম্মান রশীদ খানের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। মিডিয়াসফট প্রডাক্সন প্রযোজিত এ নাটকে মোটু’র ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ খালেদ। আর পাতলু চরিত্রে আছেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেতা চিকন আলী। মোটু-পাতলু চিকন আলী অভিনীত প্রথম নাটক।

এছাড়া আরো আছেন ফেয়ার এন্ড হ্যন্ডসাম দ্য আল্টিম্যন ম্যন বিজয়ী আজাদ, কাজী উজ্জল এবং জনপ্রিয় উপস্থাপিকার চরিত্রে রুমানা মালিক মুনমুন।

এই নাটক দিয়ে দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন লাক্স তারকা মুনমুন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘কমেডি নাটকে সাধারণত অভিনয় করার সুযোগ মেলেনা। এ নাটকে আমার অভিনীত চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আশা করছি মোটু-পাতলু অন্যান্য নাটক থেকে অনেকটাই আলাদা হবে, দর্শকরা বিনোদিত হবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে মোটু-পাতলু।