অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

সাখাওয়াতের মৃত্যুদণ্ড, ৭ জনের আমৃত্যু কারাদণ্ড

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোর-৬ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের অমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘোঘণা করেন।

মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। মোট ৭৬৮ পৃষ্ঠার রায়ে সার সংক্ষিপ্ত অংশ পাঠ করা হয়। ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর হওয়ার পর এটি ২৬তম রায়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাখাওয়াত হোসেন ছাড়া অমৃত্যু করাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. বিল্লাল হোসেন (৭৫), মো. ইব্রাহিম হোসেন (৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মো. আ. আজিজ সরদার (৬৫), এ আজিজ সরদার (৬৬), কাজী ওহিদুল ইসলাম (৬১) ও আব্দুল খালেক মোড়ল (৬৮)।

মামলার আট আসামির মধ্যে সাখাওয়াত হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তবে তিনজনের মধ্যে মো. লুৎফর মোড়ল (৬৯) অসুস্থতার কারণে মারা গেছেন। এখন কারাগারে আটক মাওলানা সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন। অপর ৫ আসামি পালাতক। রায় ঘোষণার সময় সাখাওয়াত ও বিল্লাল হোসেন আদালতের কাঠ গড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পাঠ শুরু করেন সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলাম। পরে রায়ের সর্বশেষ অংশ পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক। তবে অপর সদস্য বিচারপতি মো. সোহরাওয়ারদী অসুস্থ থাকায় তিনি আজ রায় পাঠে অংশ গ্রহণ করেননি।

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের প্রারম্ভিক বক্তব্যের পর বিচারপতি শাহিনুর ইসলাম ৭৬৮ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া শুরু করেন। অপর বিচারপতি মো. সোহরাওয়ারদী এসময় এজলাসে উপস্থিত ছিলেন।

সবশেষে বিচারপতি আনোয়ারুল হক সাজা ঘোষণা করেন। সংখ্যা গরিষ্ঠের মতে ভিত্তিতে এই রায় এসেছে বলে প্রারম্ভিক বক্তব্যে জানিয়েছেন তিনি।

রায় ঘোষাণার আগে সকালে দুই আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছার পর প্রথমে তাদের ট্রাইব্যুনালের হাজত খানায় এবং পরে এজলাসের কাঠগড়ায় উঠানো হয়।

এদিকে, রায় ঘোষণা কেন্দ্র করে বরাবরের মতোই ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেট রয়েছে তল্লাশির ব্যবস্থা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

সাখাওয়াতের মৃত্যুদণ্ড, ৭ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোর-৬ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের অমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘোঘণা করেন।

মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। মোট ৭৬৮ পৃষ্ঠার রায়ে সার সংক্ষিপ্ত অংশ পাঠ করা হয়। ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর হওয়ার পর এটি ২৬তম রায়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাখাওয়াত হোসেন ছাড়া অমৃত্যু করাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. বিল্লাল হোসেন (৭৫), মো. ইব্রাহিম হোসেন (৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মো. আ. আজিজ সরদার (৬৫), এ আজিজ সরদার (৬৬), কাজী ওহিদুল ইসলাম (৬১) ও আব্দুল খালেক মোড়ল (৬৮)।

মামলার আট আসামির মধ্যে সাখাওয়াত হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তবে তিনজনের মধ্যে মো. লুৎফর মোড়ল (৬৯) অসুস্থতার কারণে মারা গেছেন। এখন কারাগারে আটক মাওলানা সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন। অপর ৫ আসামি পালাতক। রায় ঘোষণার সময় সাখাওয়াত ও বিল্লাল হোসেন আদালতের কাঠ গড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পাঠ শুরু করেন সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলাম। পরে রায়ের সর্বশেষ অংশ পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক। তবে অপর সদস্য বিচারপতি মো. সোহরাওয়ারদী অসুস্থ থাকায় তিনি আজ রায় পাঠে অংশ গ্রহণ করেননি।

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের প্রারম্ভিক বক্তব্যের পর বিচারপতি শাহিনুর ইসলাম ৭৬৮ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া শুরু করেন। অপর বিচারপতি মো. সোহরাওয়ারদী এসময় এজলাসে উপস্থিত ছিলেন।

সবশেষে বিচারপতি আনোয়ারুল হক সাজা ঘোষণা করেন। সংখ্যা গরিষ্ঠের মতে ভিত্তিতে এই রায় এসেছে বলে প্রারম্ভিক বক্তব্যে জানিয়েছেন তিনি।

রায় ঘোষাণার আগে সকালে দুই আসামিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছার পর প্রথমে তাদের ট্রাইব্যুনালের হাজত খানায় এবং পরে এজলাসের কাঠগড়ায় উঠানো হয়।

এদিকে, রায় ঘোষণা কেন্দ্র করে বরাবরের মতোই ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেট রয়েছে তল্লাশির ব্যবস্থা।