অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া ও আরিচায় লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ: বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘু চাপের প্রভাবে প্রবল বাতাস ও নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে বুধবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তবে, স্বাভাবিক রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে চাপ সৃষ্টি হয়েছে যাত্রী পারাপারের। লঞ্চের চেয়ে ফেরিতে নদী পার হতে যাত্রীদের প্রায় আধা ঘণ্টা সময় বেশি লাগছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছতে ভোগান্তি বেড়ে গেছে অনেকের।

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে ৩২টি লঞ্চ নিয়মিত চলাচল করে। এরমধ্যে আরিচা-কাজিরহাটে নৌপথে যাত্রীদের চাপ অনুযায়ী প্রতি দিন চলাচল করে ৫-৮টি লঞ্চ।

মঙ্গলবার রাত থেকে বৈরী আবহাওয়ায় প্রবল বাতাসের কারণে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় ওই পদ্মা ও যমুনায়। এতে লঞ্চ চলাচল ঝুঁকির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বুধবার সকাল ১০টা থেকে ওই নৌপথ দুইটিতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলেই আবার লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি রো রো (বড়), চারটি ইউটিলিটি (মাঝারি) ও একটি কে-টাইপ (ছোট) ফেরি চলাচল করছে। প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ে ফেরিগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে রয়েছে আড়াশ’ ট্রাকসহ তিন শতাধিক যানবাহন।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে।

এতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সব ধরনের নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া ও আরিচায় লঞ্চ চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৯:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০১৬

মানিকগঞ্জ: বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘু চাপের প্রভাবে প্রবল বাতাস ও নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে বুধবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তবে, স্বাভাবিক রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে চাপ সৃষ্টি হয়েছে যাত্রী পারাপারের। লঞ্চের চেয়ে ফেরিতে নদী পার হতে যাত্রীদের প্রায় আধা ঘণ্টা সময় বেশি লাগছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছতে ভোগান্তি বেড়ে গেছে অনেকের।

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে ৩২টি লঞ্চ নিয়মিত চলাচল করে। এরমধ্যে আরিচা-কাজিরহাটে নৌপথে যাত্রীদের চাপ অনুযায়ী প্রতি দিন চলাচল করে ৫-৮টি লঞ্চ।

মঙ্গলবার রাত থেকে বৈরী আবহাওয়ায় প্রবল বাতাসের কারণে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় ওই পদ্মা ও যমুনায়। এতে লঞ্চ চলাচল ঝুঁকির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বুধবার সকাল ১০টা থেকে ওই নৌপথ দুইটিতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলেই আবার লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি রো রো (বড়), চারটি ইউটিলিটি (মাঝারি) ও একটি কে-টাইপ (ছোট) ফেরি চলাচল করছে। প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ে ফেরিগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে রয়েছে আড়াশ’ ট্রাকসহ তিন শতাধিক যানবাহন।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে।

এতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সব ধরনের নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।