পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

বাতাসে বসুন্ধরার ধোঁয়া

ডেস্ক : রাজধানীর কারওয়ানবাজার এলাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে লাগা আগুন দীর্ঘ ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। শপিং মল থেকে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। বাতাসের কারণে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।

বর্তমানে ২৯টি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। মূলত তীব্র বাতাস ও ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডলীর কারণে ব্যাহত হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ। বাতাসের কারণে ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। বসুন্ধরা সিটি শপিং মলের আগুনের ধোঁয়া ফার্মগেট অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ‘ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। এ জন্য লেভেল-৬ এর কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে শপিং মলের ষষ্ঠ ও সপ্তম তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। বাতাস থাকায় সেই ধোঁয়া ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদক জানান, শপিংমল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আশপাশে উৎসুক জনতা ভিড় করে রয়েছেন। শপিং মলের সামনের রাস্তার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শপিং মলের পেছন দিক থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

রবিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শপিং মলের ৬ষ্ঠ তলার সি ব্লকের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

পরে আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট যুক্ত হয়। কিন্তু ১৪টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরবর্তীতে আরও ৬টি ইউনিট যোগ দেয় এতে। কিন্তু বাতাসের তীব্রতা ও ধোঁয়ার কারণে ২০টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর কারণে আগুন নিয়ন্ত্রণ কাজে বড় ধরনের বিপাকে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ৯টি দল। সব মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপর মার্কেটের সব লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেটে উপস্থিত লোকজনকে নিরাপদে বের করে আনা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

বাতাসে বসুন্ধরার ধোঁয়া

আপডেট টাইম : ০৪:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬

ডেস্ক : রাজধানীর কারওয়ানবাজার এলাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে লাগা আগুন দীর্ঘ ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। শপিং মল থেকে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। বাতাসের কারণে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।

বর্তমানে ২৯টি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। মূলত তীব্র বাতাস ও ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডলীর কারণে ব্যাহত হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ। বাতাসের কারণে ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। বসুন্ধরা সিটি শপিং মলের আগুনের ধোঁয়া ফার্মগেট অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ‘ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। এ জন্য লেভেল-৬ এর কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে শপিং মলের ষষ্ঠ ও সপ্তম তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। বাতাস থাকায় সেই ধোঁয়া ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদক জানান, শপিংমল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আশপাশে উৎসুক জনতা ভিড় করে রয়েছেন। শপিং মলের সামনের রাস্তার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শপিং মলের পেছন দিক থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

রবিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শপিং মলের ৬ষ্ঠ তলার সি ব্লকের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

পরে আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট যুক্ত হয়। কিন্তু ১৪টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরবর্তীতে আরও ৬টি ইউনিট যোগ দেয় এতে। কিন্তু বাতাসের তীব্রতা ও ধোঁয়ার কারণে ২০টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর কারণে আগুন নিয়ন্ত্রণ কাজে বড় ধরনের বিপাকে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ৯টি দল। সব মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপর মার্কেটের সব লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেটে উপস্থিত লোকজনকে নিরাপদে বের করে আনা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।