অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

স্বামী-স্ত্রী দুজনই সোনা চোরাচালানি!

ডেস্ক : তাপস মালাকার (৩২) একসময় ছিলেন ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের একটি সোনার দোকানের (জুয়েলার্স) কর্মচারী। সেখানে কাজ করার সময়ই সোনা চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পাঁচ বছর আগে হঠাৎ সেই চাকরি ছেড়ে পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় মুদির দোকান খোলেন তাপস। কিন্তু মুদি ব্যবসার আড়ালে চলে সোনা চোরাচালানের কার্যক্রম। এ কাজে তাঁর স্ত্রী মন্টি মালাকারকেও (২৬) সঙ্গে নেন। পরে তাঁদের সঙ্গে যুক্ত হন তাপসের বন্ধুরাও।

র‍্যাব-১-এর অভিযানে তাপস, তাঁর স্ত্রী মন্টি মালাকার, দুই বন্ধু দুলাল চন্দ্র দাস ও দ্বীনবন্ধু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সাভারের তুরাগ ভাঙা ব্রিজ এলাকা থেকে প্রায় আট কেজি সোনা ও একটি মাইক্রোবাসসহ তাপস, মন্টি ও দুলালকে গ্রেপ্তার করা হয়। তাপসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে তাঁতিবাজার এলাকার নিজ বাসা থেকে দ্বীনবন্ধু সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আরও চার কেজি সোনা উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১-এর সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ। তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিরা গতকাল বৃহস্পতিবার তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে বেনাপোল যাচ্ছিলেন। আসল কাজ ছিল ভারতে সোনা পাচার করবেন। তবে তাঁদের পরিবারের অন্য সদস্যরা জানতেন যে তাঁরা বেড়াতে যাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আকাশপথে সোনার বার ও অলংকার পাচার করে বাংলাদেশে আনতেন। পরে এসব সোনা গলিয়ে বিভিন্ন আকারে তৈরি করে ভারতে পাচার করতেন।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

স্বামী-স্ত্রী দুজনই সোনা চোরাচালানি!

আপডেট টাইম : ১২:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬

ডেস্ক : তাপস মালাকার (৩২) একসময় ছিলেন ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের একটি সোনার দোকানের (জুয়েলার্স) কর্মচারী। সেখানে কাজ করার সময়ই সোনা চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পাঁচ বছর আগে হঠাৎ সেই চাকরি ছেড়ে পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় মুদির দোকান খোলেন তাপস। কিন্তু মুদি ব্যবসার আড়ালে চলে সোনা চোরাচালানের কার্যক্রম। এ কাজে তাঁর স্ত্রী মন্টি মালাকারকেও (২৬) সঙ্গে নেন। পরে তাঁদের সঙ্গে যুক্ত হন তাপসের বন্ধুরাও।

র‍্যাব-১-এর অভিযানে তাপস, তাঁর স্ত্রী মন্টি মালাকার, দুই বন্ধু দুলাল চন্দ্র দাস ও দ্বীনবন্ধু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সাভারের তুরাগ ভাঙা ব্রিজ এলাকা থেকে প্রায় আট কেজি সোনা ও একটি মাইক্রোবাসসহ তাপস, মন্টি ও দুলালকে গ্রেপ্তার করা হয়। তাপসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে তাঁতিবাজার এলাকার নিজ বাসা থেকে দ্বীনবন্ধু সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আরও চার কেজি সোনা উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১-এর সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ। তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিরা গতকাল বৃহস্পতিবার তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে বেনাপোল যাচ্ছিলেন। আসল কাজ ছিল ভারতে সোনা পাচার করবেন। তবে তাঁদের পরিবারের অন্য সদস্যরা জানতেন যে তাঁরা বেড়াতে যাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আকাশপথে সোনার বার ও অলংকার পাচার করে বাংলাদেশে আনতেন। পরে এসব সোনা গলিয়ে বিভিন্ন আকারে তৈরি করে ভারতে পাচার করতেন।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।