পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

‘সময় চেয়েছেন মীর কাসেম আলী’

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না সে জন্য সময় চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী।

রাজধানীর কারা অধিদফতরে বুধবার (৩১ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানান।

ইফতেখার উদ্দীন বলেন, ‘মীর কাসেম আলী প্রাণভিক্ষার বিষয়ে জানিয়েছেন, আমাকে একটু সময় দিন।’

তিনি বলেন, মানবতার দিক চিন্তা করে মীর কাসেমকে প্রাণভিক্ষার বিষয়ে ভাবার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে। তবে তিনি সর্বোচ্চ ৭দিন সময় পাবেন।

গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে স্বজনরা দেখা করেছেন জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বুধবার সকালে মীর কাসেমের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করতে চেয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। রায় কার্যকরের আগে আরেকবার দেখা করতে দেওয়া হতে পারে।

এর আগেও অন্যান্য ফাঁসির রায় কার্যকরের আগেও আসামির সঙ্গে তাদের স্বজনদের দেখা করতে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

কারা মহাপরিদর্শক আরও বলেন, ফাঁসির রায় কার্যকর হলে তা কোথায় হবে, সেটি সার্বিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মীর কাসেম আলীর রিভিউ মঙ্গলবার (৩০ আগস্ট) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। ইতোমধ্যে রিভিউ খারিজের বিষয়টি তাকে পড়ে শোনানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

‘সময় চেয়েছেন মীর কাসেম আলী’

আপডেট টাইম : ০৩:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না সে জন্য সময় চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী।

রাজধানীর কারা অধিদফতরে বুধবার (৩১ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানান।

ইফতেখার উদ্দীন বলেন, ‘মীর কাসেম আলী প্রাণভিক্ষার বিষয়ে জানিয়েছেন, আমাকে একটু সময় দিন।’

তিনি বলেন, মানবতার দিক চিন্তা করে মীর কাসেমকে প্রাণভিক্ষার বিষয়ে ভাবার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে। তবে তিনি সর্বোচ্চ ৭দিন সময় পাবেন।

গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে স্বজনরা দেখা করেছেন জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বুধবার সকালে মীর কাসেমের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করতে চেয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। রায় কার্যকরের আগে আরেকবার দেখা করতে দেওয়া হতে পারে।

এর আগেও অন্যান্য ফাঁসির রায় কার্যকরের আগেও আসামির সঙ্গে তাদের স্বজনদের দেখা করতে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

কারা মহাপরিদর্শক আরও বলেন, ফাঁসির রায় কার্যকর হলে তা কোথায় হবে, সেটি সার্বিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মীর কাসেম আলীর রিভিউ মঙ্গলবার (৩০ আগস্ট) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। ইতোমধ্যে রিভিউ খারিজের বিষয়টি তাকে পড়ে শোনানো হয়েছে।