অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

শিবালয়ে বেসরকারী সংস্থা ডিআরআর এর ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি

সুমন হোসেন, মানিকগঞ্জ ঃ ০১ সেপ্টেম্বর
মানিকগঞ্জের শিবালয়ে বেসরকারী সংস্থা ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ফলে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে এমন সংস্থার দেয়া ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে বন্যাপীরিত অনেক প্রতিবন্ধিরা। বাদ পড়েছে কাজ করতে অক্ষম অনেক দরিদ্র, অসহায় ও বৃদ্ধ মানুষ। ভাদ্রের এই তাল পাকা গরমে রোদ-বৃষ্টি অপেক্ষা করে, অনেক আশায় ত্রাণ নিতে এসে দুঃখ ভাড়াক্রান্ত হৃদয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই।
ত্রাণ না পাওয়া ব্যাক্তিরা জানান, আন্তর্জাতিক বেসরকারী সাহায্য সংস্থা সিবিএম এর আর্থিক সহযোগীতায় গত ৩১ আগস্ট বেলা ২ টায় আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সংস্থা ডিআরআরএ এর মাধ্যমে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। শিবালয় ইউনিয়নের ২’শ ৮৭টি পরিবারকে ত্রাণ দেয়া হয়। এদের মধ্যে অনেক সুস্থ-সবল কাজ করতে সক্ষম ব্যাক্তি ত্রাণ পেয়েছে। কিন্তু বাদ পড়েছে কাজ করতে অক্ষম প্রতিবন্ধি ও বয়ঃবৃদ্ধ অনেকেই। ত্রাণ দেয়ার কথা বলে এদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেয়া হয়েছিল। কিন্ত লিস্টে তাদের নাম নেই এবং ত্রাণের স্লিপও দেয়া হয়নি বলে তারা জানান। আবার কারও কারও তালিকায় নাম থাকলেও স্লিপ পায়নি তারা। ফলে এসব নদী সিকিস্ত বন্যার্ত অসহায় দরিদ্র মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হয়ে খালি হাতে বাড়ি ফিরেন। ত্রাণ না পাওয়া এসকল অসহায় ব্যক্তিদের প্রশ্ন অনেক সুস্থ-সবল মানুষ রিলিপ পেল, আমরা পেলাম না কেন ? কি অপরাধ আমাদের ?
অনুসন্ধানে জানা গেছে, শিবালয় গ্রামের হালিমা বেগম সত্তুর উর্ধ্বত্ব বয়স্ক এ নারী চলতে পারে না। বয়সের ভারে থর-থর করে কাপে। সে জানান, সংস্থার লোকজন তার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়েছে রিলিপ দেয়ার কথা বলে। কিন্ত তাকে কোন স্লিপ দেয়া হয়নি। ফলে ত্রাণ নিতে এসে খালি হাতে ফিরেন তিনি। কথা বলার এক পর্যায়ে আবেগে কেঁদে ফেলেন। আমাগো আল্লা ছাড়া দেহার মতো আর কেউ নাই।
শিবালয় নতুন পাড়ার দৃষ্টি প্রতিবন্ধি পুস্প রানি হলদার (৬০) জানান, এনজিওর কর্মীরা তার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়েছে। কিন্তূ কোন স্লিপ দেয়নি। তার বাড়ির পাশে অনেক সুস্থ্য-সবল ও স্বচ্ছল লোক রিলিপ পাইছে। আমি অন্ধ চোহে দেহিনা । মানুষের বাড়ি-বাড়ি ঘুরে ভিক্ষে করে চলি। ত্রাণ না পেয়ে মনে অনেক কষ্ট নিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হল তাকে।
বড় বোয়ালী গ্রামের শারিরীক প্রতিবন্ধি মোঃ কামাল উদ্দিন (৩৫) জানান, এবার সরকারী বেসরকারী কোন সাহায্যই পায়নি। সড়ক দুর্ঘনায় আমার বাম পায়ের গিড়ার নীচ থেকে কেটে ফেলা হয়েছে। ক্রেচে ভর করে এবং অন্যের সাহায্য ছাড়া চলতে পারিনা আমি। এখন পঙ্গুত্ব জীবন-যাপন করতে হচ্ছে । কোন কাজকর্ম করতে পারিনা। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন কাটছে আমার।
শিবালয় গ্রামের রিক্সা চালক আসলাম (২৮) বলেন, যারা রিলিপ বিতরণ করছে তারা অনেক স্লিপ আবাল-তাবল করেছে। আমার ভোটার আইডি কার্ড নিয়ে লিস্টও করেছে। কিন্ত অফিসে গিয়ে স্লিপ চাইলে বলে, তোমার স্লিপ হারিয়ে গেছে। যে কারণে আমি রিলিপ পায়নি। এছাড়া আমার মত ছামসুল, বারেকসহ আরো অনেকেই স্লিপ না পেয়ে রিলিপ থেকে বঞ্চিত হয়েছে। শুনতে পাইলাম স্লিপ হারানো অজুহাতে যারা রিলিপ কাজের সাথে জরিত তাদের পছন্দের লোকদেরকে নাকি দেয়া হয়েছে।
ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃএখলাছ উদ্দিন জানান, একদিকে চাহিদার তুলনায় ত্রাণ সীমিত। অপরদিকে সংশ্লিষ্ট এলাকার একটি সংগঠণ দিয়ে সার্ভে করার পর ত্রাণ বিতরণ করছি। এখন অসহায় কেউ যদি বাদ পড়ে তাহলে যারা সার্ভে করেছে তাদের কারণে। আমাদের করার কিছুই নেই।
এব্যাপারে দাতা সংস্থা সিবিএম এর রিজিওনাল ইমার্জেন্সি এন্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর আশুতোষ দে বলেন, প্রতিবন্ধি, বিধবা,তালাকপ্রাপ্ত, বয়স্ক, অসহায়, দরিদ্র এবং বন্যাদুর্গতদের জন্য অগ্রাধিকার দেয়া হয়েছে। শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে মোট ১২’শ পরিবারে মধ্যে এ ত্রাণ দেয়া হচ্ছে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

শিবালয়ে বেসরকারী সংস্থা ডিআরআর এর ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি

আপডেট টাইম : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬

সুমন হোসেন, মানিকগঞ্জ ঃ ০১ সেপ্টেম্বর
মানিকগঞ্জের শিবালয়ে বেসরকারী সংস্থা ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ফলে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে এমন সংস্থার দেয়া ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে বন্যাপীরিত অনেক প্রতিবন্ধিরা। বাদ পড়েছে কাজ করতে অক্ষম অনেক দরিদ্র, অসহায় ও বৃদ্ধ মানুষ। ভাদ্রের এই তাল পাকা গরমে রোদ-বৃষ্টি অপেক্ষা করে, অনেক আশায় ত্রাণ নিতে এসে দুঃখ ভাড়াক্রান্ত হৃদয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই।
ত্রাণ না পাওয়া ব্যাক্তিরা জানান, আন্তর্জাতিক বেসরকারী সাহায্য সংস্থা সিবিএম এর আর্থিক সহযোগীতায় গত ৩১ আগস্ট বেলা ২ টায় আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সংস্থা ডিআরআরএ এর মাধ্যমে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। শিবালয় ইউনিয়নের ২’শ ৮৭টি পরিবারকে ত্রাণ দেয়া হয়। এদের মধ্যে অনেক সুস্থ-সবল কাজ করতে সক্ষম ব্যাক্তি ত্রাণ পেয়েছে। কিন্তু বাদ পড়েছে কাজ করতে অক্ষম প্রতিবন্ধি ও বয়ঃবৃদ্ধ অনেকেই। ত্রাণ দেয়ার কথা বলে এদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেয়া হয়েছিল। কিন্ত লিস্টে তাদের নাম নেই এবং ত্রাণের স্লিপও দেয়া হয়নি বলে তারা জানান। আবার কারও কারও তালিকায় নাম থাকলেও স্লিপ পায়নি তারা। ফলে এসব নদী সিকিস্ত বন্যার্ত অসহায় দরিদ্র মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হয়ে খালি হাতে বাড়ি ফিরেন। ত্রাণ না পাওয়া এসকল অসহায় ব্যক্তিদের প্রশ্ন অনেক সুস্থ-সবল মানুষ রিলিপ পেল, আমরা পেলাম না কেন ? কি অপরাধ আমাদের ?
অনুসন্ধানে জানা গেছে, শিবালয় গ্রামের হালিমা বেগম সত্তুর উর্ধ্বত্ব বয়স্ক এ নারী চলতে পারে না। বয়সের ভারে থর-থর করে কাপে। সে জানান, সংস্থার লোকজন তার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়েছে রিলিপ দেয়ার কথা বলে। কিন্ত তাকে কোন স্লিপ দেয়া হয়নি। ফলে ত্রাণ নিতে এসে খালি হাতে ফিরেন তিনি। কথা বলার এক পর্যায়ে আবেগে কেঁদে ফেলেন। আমাগো আল্লা ছাড়া দেহার মতো আর কেউ নাই।
শিবালয় নতুন পাড়ার দৃষ্টি প্রতিবন্ধি পুস্প রানি হলদার (৬০) জানান, এনজিওর কর্মীরা তার কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়েছে। কিন্তূ কোন স্লিপ দেয়নি। তার বাড়ির পাশে অনেক সুস্থ্য-সবল ও স্বচ্ছল লোক রিলিপ পাইছে। আমি অন্ধ চোহে দেহিনা । মানুষের বাড়ি-বাড়ি ঘুরে ভিক্ষে করে চলি। ত্রাণ না পেয়ে মনে অনেক কষ্ট নিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হল তাকে।
বড় বোয়ালী গ্রামের শারিরীক প্রতিবন্ধি মোঃ কামাল উদ্দিন (৩৫) জানান, এবার সরকারী বেসরকারী কোন সাহায্যই পায়নি। সড়ক দুর্ঘনায় আমার বাম পায়ের গিড়ার নীচ থেকে কেটে ফেলা হয়েছে। ক্রেচে ভর করে এবং অন্যের সাহায্য ছাড়া চলতে পারিনা আমি। এখন পঙ্গুত্ব জীবন-যাপন করতে হচ্ছে । কোন কাজকর্ম করতে পারিনা। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন কাটছে আমার।
শিবালয় গ্রামের রিক্সা চালক আসলাম (২৮) বলেন, যারা রিলিপ বিতরণ করছে তারা অনেক স্লিপ আবাল-তাবল করেছে। আমার ভোটার আইডি কার্ড নিয়ে লিস্টও করেছে। কিন্ত অফিসে গিয়ে স্লিপ চাইলে বলে, তোমার স্লিপ হারিয়ে গেছে। যে কারণে আমি রিলিপ পায়নি। এছাড়া আমার মত ছামসুল, বারেকসহ আরো অনেকেই স্লিপ না পেয়ে রিলিপ থেকে বঞ্চিত হয়েছে। শুনতে পাইলাম স্লিপ হারানো অজুহাতে যারা রিলিপ কাজের সাথে জরিত তাদের পছন্দের লোকদেরকে নাকি দেয়া হয়েছে।
ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃএখলাছ উদ্দিন জানান, একদিকে চাহিদার তুলনায় ত্রাণ সীমিত। অপরদিকে সংশ্লিষ্ট এলাকার একটি সংগঠণ দিয়ে সার্ভে করার পর ত্রাণ বিতরণ করছি। এখন অসহায় কেউ যদি বাদ পড়ে তাহলে যারা সার্ভে করেছে তাদের কারণে। আমাদের করার কিছুই নেই।
এব্যাপারে দাতা সংস্থা সিবিএম এর রিজিওনাল ইমার্জেন্সি এন্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর আশুতোষ দে বলেন, প্রতিবন্ধি, বিধবা,তালাকপ্রাপ্ত, বয়স্ক, অসহায়, দরিদ্র এবং বন্যাদুর্গতদের জন্য অগ্রাধিকার দেয়া হয়েছে। শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে মোট ১২’শ পরিবারে মধ্যে এ ত্রাণ দেয়া হচ্ছে।