পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

পদক-সমাধিতেও উদাস বিএনপি

ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও তার সমাধি সরিয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে বিএনপির কোনো পরিকল্পনা বা বিকল্প চিন্তা নেই। বিষয়টি বরং জনগণের উপরেই ছেড়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছে দলটি।

এদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সরকারের যে সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে বিষয়ে দুঃখ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা যে কত বড় সংকীর্ণতা, যখন বুঝবে তখন আওয়ামী লীগ আর সুধরানোর সুযোগ পাবে না।

সম্প্রতি নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটা কতটা নোংরা কাজ যখন তারা বুঝবে তখন রাষ্ট্র থাকবে, দল হয়তো নাও থাকতে পারে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ২০০৩ সালে মরণোত্তর স্বাধীনতা পদক দেয় সরকার। সেই পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জিয়াউর রহমানের পদক প্রত্যাহারের বিষয়টি মোটামুটি চূড়ান্ত পর্যায়েই রয়েছে।

এদিকে শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি সরানোর বিষয়েও বেশ আলোচনা শুরু হয়েছে। মূলত জাতীয় সংসদের স্থপতি লুই কানের পরিকল্পনা অনুযায়ী শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যোনের উত্তরাংশে সচিবালয় স্থানান্তরের কারণেই এমন সিদ্ধান্তে কথা ভাবছে সরকার।

ঢাকার শেরে বাংলা নগরে বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পটিতে ২ হাজার ২০৯ কোটি ৭৩ টাকা ব্যয় করবে সরকার। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন এবং যুদ্ধপরবর্তী বিতর্কিত ভূমিকা প্রমাণ করে, তিনি স্বাধীনতা চাননি। এ ধরনের বিতর্কিত ব্যক্তির কবর পবিত্র সংসদ এলাকায় থাকতে পারে না। তাই সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো হবে।

তবে জিয়ার সমাধি সরানো হলে দেশের আপামর জনতা প্রতিরোধ গড়ে তুলবে বলে বিশ্বাস করেন দলটির শীর্ষ নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাতার পদক প্রত্যাহার ও সমাধি সরানোর বিষয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে, বিএনপি এসব বিষয় নিয়ে কী চিন্তা করছে? জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট হিসেবে পরিচিত দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, সরকার এমন সিদ্ধান্ত নিলে জনগণ প্রতিহত করবে।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। স্বাধীনতা ঘোষণা করেছেন। তার অবদানের কথা সবাই জানে। কিন্তু রাজনৈতিক কারণে সরকার এমন সিদ্ধান্ত নিলে আপামর জনতা তা প্রতিহত করবে।

সাবেক সেনা প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, গণমাধ্যমে এমন খবর পড়েছি। তবে এটা কখনোই সম্ভব না। এমন কিছুই হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

পদক-সমাধিতেও উদাস বিএনপি

আপডেট টাইম : ০১:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও তার সমাধি সরিয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে বিএনপির কোনো পরিকল্পনা বা বিকল্প চিন্তা নেই। বিষয়টি বরং জনগণের উপরেই ছেড়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছে দলটি।

এদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সরকারের যে সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে বিষয়ে দুঃখ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা যে কত বড় সংকীর্ণতা, যখন বুঝবে তখন আওয়ামী লীগ আর সুধরানোর সুযোগ পাবে না।

সম্প্রতি নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটা কতটা নোংরা কাজ যখন তারা বুঝবে তখন রাষ্ট্র থাকবে, দল হয়তো নাও থাকতে পারে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ২০০৩ সালে মরণোত্তর স্বাধীনতা পদক দেয় সরকার। সেই পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জিয়াউর রহমানের পদক প্রত্যাহারের বিষয়টি মোটামুটি চূড়ান্ত পর্যায়েই রয়েছে।

এদিকে শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি সরানোর বিষয়েও বেশ আলোচনা শুরু হয়েছে। মূলত জাতীয় সংসদের স্থপতি লুই কানের পরিকল্পনা অনুযায়ী শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যোনের উত্তরাংশে সচিবালয় স্থানান্তরের কারণেই এমন সিদ্ধান্তে কথা ভাবছে সরকার।

ঢাকার শেরে বাংলা নগরে বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পটিতে ২ হাজার ২০৯ কোটি ৭৩ টাকা ব্যয় করবে সরকার। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন এবং যুদ্ধপরবর্তী বিতর্কিত ভূমিকা প্রমাণ করে, তিনি স্বাধীনতা চাননি। এ ধরনের বিতর্কিত ব্যক্তির কবর পবিত্র সংসদ এলাকায় থাকতে পারে না। তাই সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো হবে।

তবে জিয়ার সমাধি সরানো হলে দেশের আপামর জনতা প্রতিরোধ গড়ে তুলবে বলে বিশ্বাস করেন দলটির শীর্ষ নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাতার পদক প্রত্যাহার ও সমাধি সরানোর বিষয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে, বিএনপি এসব বিষয় নিয়ে কী চিন্তা করছে? জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট হিসেবে পরিচিত দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, সরকার এমন সিদ্ধান্ত নিলে জনগণ প্রতিহত করবে।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। স্বাধীনতা ঘোষণা করেছেন। তার অবদানের কথা সবাই জানে। কিন্তু রাজনৈতিক কারণে সরকার এমন সিদ্ধান্ত নিলে আপামর জনতা তা প্রতিহত করবে।

সাবেক সেনা প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, গণমাধ্যমে এমন খবর পড়েছি। তবে এটা কখনোই সম্ভব না। এমন কিছুই হবে না।