অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

আবর্জনায় মোহন ভেলা!

‘ফেলনা থেকে বানানো যায় খেলনা’। এটা কথার কথা। বাস্তবেও ফেলনা জিনিস কিন্তু ফেলনা নয় মোটে। প্রমাণ ডিসকোভারি চ্যানেলের মিস্টার বিয়ার গ্রেইলস। সারভাইভাল সিচুয়েশনে ওই ব্রিটিশ ভদ্রলোক ফেলনা জিনিস দিয়ে কতোকিছু বানান আর তা দিয়ে বিরূপ পরিস্থিতিকে জয় করেন। সেটা হতে পারে এক টুকরো রাবার, বিয়ার ক্যান, দড়ি, কাষ্ঠ বা লোহার টুকরা, পড়ে-পাওয়া এক জোড়া চশমা, কাচ বা প্লাস্টিকের বোতল। আর কে না জানে যে, ‘প্রয়োজন আবিষ্কারের জননী’! আধুনিক পণ্যসভ্যতার তোড়ে পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ বর্জ্যে-আবর্জনায় সয়লাব হয়ে উঠছে। প্লাস্টিক বোতল থেকে ব্যবহৃত ইলেকট্রনিক দ্রব্য, বাতিল গাড়িসহ নানান বর্জ্য জমা হচ্ছে আমাদের চারপাশে। লাখ লাখ টন বর্জ্য ছড়িয়ে পড়ছে মাটিতে-পানিতে। এর মধ্যে আবার অত্যন্ত তিকর তেজষ্ক্রিয় বর্জ্যও রয়েছে। এভাবে দূষিত হচ্ছে মাটি-পানি-বায়ু। তাই বর্জ্য মোকাবেলা বা বর্জ্যকে রিসাইকেল করে তা পুনর্ব্যবহার করে পরিবেশের ওপর চাপ কমাবার দাবি উচ্চারিত হচ্ছে এখন দেশে দেশে। চারপাশে বর্জ্য ছড়ানোর বাতিকের বিরুদ্ধে মানুষকে নানাভাবে সচেতন করে যাচ্ছেন পরিবেশবাদীরা। এরকমই একজনের নাম লিজ্জি র্কা (খরুুরব ঈধৎৎ)। বর্জ্য ও ফেলনা জিনিসকে কী করে ব্যবহার উপযোগী করা যায় সে চিন্তা থেকে এই ব্রিটিশ তরুণী নদী-জলাশয়ে কুড়িয়ে পাওয়া ৯শ বোতল, বাগানে পাওয়া তার ও কাঠ জমা করেছেন। পরে এসব দিয়ে তৈরি করেছেন এক ভেলা। আর সে ভেলায় চেপে ঘুরে বেরিয়েছেন নদীতে। জয়তু লিজ্জি!

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

আবর্জনায় মোহন ভেলা!

আপডেট টাইম : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬

‘ফেলনা থেকে বানানো যায় খেলনা’। এটা কথার কথা। বাস্তবেও ফেলনা জিনিস কিন্তু ফেলনা নয় মোটে। প্রমাণ ডিসকোভারি চ্যানেলের মিস্টার বিয়ার গ্রেইলস। সারভাইভাল সিচুয়েশনে ওই ব্রিটিশ ভদ্রলোক ফেলনা জিনিস দিয়ে কতোকিছু বানান আর তা দিয়ে বিরূপ পরিস্থিতিকে জয় করেন। সেটা হতে পারে এক টুকরো রাবার, বিয়ার ক্যান, দড়ি, কাষ্ঠ বা লোহার টুকরা, পড়ে-পাওয়া এক জোড়া চশমা, কাচ বা প্লাস্টিকের বোতল। আর কে না জানে যে, ‘প্রয়োজন আবিষ্কারের জননী’! আধুনিক পণ্যসভ্যতার তোড়ে পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ বর্জ্যে-আবর্জনায় সয়লাব হয়ে উঠছে। প্লাস্টিক বোতল থেকে ব্যবহৃত ইলেকট্রনিক দ্রব্য, বাতিল গাড়িসহ নানান বর্জ্য জমা হচ্ছে আমাদের চারপাশে। লাখ লাখ টন বর্জ্য ছড়িয়ে পড়ছে মাটিতে-পানিতে। এর মধ্যে আবার অত্যন্ত তিকর তেজষ্ক্রিয় বর্জ্যও রয়েছে। এভাবে দূষিত হচ্ছে মাটি-পানি-বায়ু। তাই বর্জ্য মোকাবেলা বা বর্জ্যকে রিসাইকেল করে তা পুনর্ব্যবহার করে পরিবেশের ওপর চাপ কমাবার দাবি উচ্চারিত হচ্ছে এখন দেশে দেশে। চারপাশে বর্জ্য ছড়ানোর বাতিকের বিরুদ্ধে মানুষকে নানাভাবে সচেতন করে যাচ্ছেন পরিবেশবাদীরা। এরকমই একজনের নাম লিজ্জি র্কা (খরুুরব ঈধৎৎ)। বর্জ্য ও ফেলনা জিনিসকে কী করে ব্যবহার উপযোগী করা যায় সে চিন্তা থেকে এই ব্রিটিশ তরুণী নদী-জলাশয়ে কুড়িয়ে পাওয়া ৯শ বোতল, বাগানে পাওয়া তার ও কাঠ জমা করেছেন। পরে এসব দিয়ে তৈরি করেছেন এক ভেলা। আর সে ভেলায় চেপে ঘুরে বেরিয়েছেন নদীতে। জয়তু লিজ্জি!