পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

‘বাংলার মাটি সন্ত্রাসী-উগ্রবাদীদের ঘাঁটি হতে দেব না’

প্রতিবেদক ।।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মাটি সন্ত্রাসবাদে-জঙ্গিবাদের ঘাঁটি হতে দেবো না। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। বাংলাদেশের দেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রতিবেশী দেশের কোনো ক্ষতিতে ব্যবহার করতে দেয়া যাবে না। সম্প্রতির সেতুবন্ধনে শান্তিপূর্ণ দেশ হবে আমাদের বাংলাদেশ।আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছি। তাই দেশ এগিয়ে যাচ্ছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে উপস্থিত কাউন্সিলর, ডেলিগেট, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণ করে শেখ হাসিনা। পাশাপাশি মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও জাতীয় চার নেতাকে স্মরণ করেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠানকালীন সময় তৃণমূলের সকল নেতার অবদানকে স্মরণ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল ১৯৪৯ সালে। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই।শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ।ভারতের সকল রাজনৈতিক দল, নেপাল, ভূটান, রাশিয়াসহ পৃথিবীর প্রতিটি জনগন স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন জানায়। সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বনির্ভরতা অর্জনের দিকে যাচ্ছিল তখনই সেই ভয়াবহ হামলা হয়। ওই দিন আমার পরিবারের ১৮ সদস্য নিহত হয়েছে। এভাবে বেঁচে থাকা যে কী কষ্টের তা যাদের স্বজন হারিয়েছে শুধু তারাই বুঝতে পারে। পঁচাত্তরের পর অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল শুরু হয়। গণতান্ত্রিক অধিকার হারিয়ে যায়। আমরা জনগণের সমর্থনে সকল ষড়যন্ত্রকে পিছু ফেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।

দলটির তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগ ধরে রেখেছে জানিয়ে অাওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমি গণমানুষের সমর্থনে বাংলাদেশে ফিরে আসি। যার ব্যবস্থা আওয়ামী লীগ করেছিল। অবর্তমানে সভাপতি বানিয়েছিল আমাকে। এ জন্য আমি আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ; তারাই বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল।

ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পরে এদেশে যা অর্জন হয়েছে, সব আ.লীগের জন্য- এ দাবি করে শেখ হাসিনা বলেন, উপমহাদেশে প্রাচীনতম সংগঠনগুলোর মধ্যে অন্যতম আওয়ামী লীগ। এর জন্য আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যতো কিছু অর্জন হয়েছে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে আ.লীগ এনে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশ চালাচ্ছি। ২০০৮ সালে দেশের মানুষ আমাদের ভোট দেয়; ২০০৯ সালে সরকার গঠন করার পরে দেশ ক্ষ‍ুধামুক্ত-দারিদ্রমুক্ত করেছি। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ’৯৬ সালে আমাদের নেওয়া সব কর্মসূচি বিএনপি বন্ধ করে দেয়। আবার শুরু করি।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা আওয়ামী কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সংসদ সদস্য, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের সব নেতাকর্মীর প্রতি আহ্বান আপনারা নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর নেই, বাড়ি নেই, বৃদ্ধ, প্রতিবন্ধী- তাদের তালিকা পাঠান। আমাদের দায়িত্ব তাদের উন্নয়ন, আওয়ামী লীগ জনগণের সংগঠন; তাদের উন্নয়ন হবে। দেশে কোনো দরিদ্র্য মানুষ থাকবে না।

শেখ হাসিনা তার বক্তব্যে ‘ক্ষুধা-দারিদ্রমুক্ত’ বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়ে বলেন, “বাংলাদেশে আর কোনো দরিদ্র মানুষ যেন না থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রথমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বয়স্ক ভাতা, দুস্থ ভাতা প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছি। অনগ্রসরদেরও ভাতা দিচ্ছি। সমাজের বিভিন্ন স্তরে পড়ে থাকা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। কোনো জামানত ছাড়া স্বল্প সুদে কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষিঋণ দিতে শুরু করি। ফলে কৃষি উপকরণের দাম কমিয়ে কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে সব নিয়ে আসি। আমরা তিন কোটি ৯০ লাখ মেট্রিক টনের উপর খাদ্য উৎপাদন করছি।যাতে একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়। আমাদের দরিদ্রের হার কমে এসেছে। হতদরিদ্রের হার ১২ ভাগের নিচে নামিয়ে এনেছি। বাংলাদেশে দরিদ্র বলে কিছু থাকবে না। সেটাই আমাদের স্বপ্ন।”

তিনি আরও বলেন, “আমরা জানি, দারিদ্র্যমুক্ত করতে হলে শুধু ভাতা দিয়ে চলবে না। সেজন্য ‘একটি বাড়ি একটি খাবার প্রকল্প’ নিয়েছি। ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি চালু করেছি। স্বল্পসূদে ঋণ দিয়ে সে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ফলে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি।”

তথ্য প্রযুক্তির উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন না। মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দিয়েছি। অনলাইনে যাতে সব তথ্য পায়, সেজন্য তথ্যকেন্দ্র স্থাপন করেছি। আমরা ইতোমধ্যে ৫২৭৫ ডিজিটাল সেন্টার সারা দেশে গড়ে তুলেছি। শিক্ষাক্ষেত্রে বিনা পয়সায় বই বিতরণ করছি। প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত একশ ৯৩ কোটি বই বিতরণ করেছি। মেধা বৃত্তি ও উপবৃত্তি প্রদান করছি। আর্থিক সহায়তা দিচ্ছি। মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করে দিচ্ছি।”

একটানা ৩৫ বছর সভাপতির দায়িত্বে থাকা শেখ হাসিনা বলেন, “স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছি। মাতৃমৃত্যুর হার কমেছে। শিশু মৃত্যুহার কমে এসেছে। একলাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণের পরিকল্পনা নিয়েছি। সরকারি প্রতিষ্ঠান যেমন হচ্ছে, তেমনি ব্যাংক বিমা থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কলকারখানা যাতে বেসরকারি খাতে তৈরি হয় সে কাজ করে যাচ্ছি। একশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি।”

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “যুগোপযোগী নারী নীতিমালা বাস্তবায়ন করছি। প্রতিটি নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত যেন হয়, সেটা করছি। বাংলাদেশের পার্লামেন্ট পৃথিবীর একমাত্র পার্লামেন্ট যেখানে স্পিকার, লিডার অব দ্যা হাউজ ও লিডার অব দ্য অপজিশন নারী।”

অাওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী দিনের প্রথব পর্ব শেষ হয়। মধ্যাহ্ন ভোজনের বিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় ফের শুরু হবে সম্মেলনের কার্যক্রম।

এর আগে কাল ১০টার দিকে এ সম্মেলন শুরু হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। বিদেশি অতিথিরাও বক্তব্য দেন।

ঐতিহ্যবাহী দলটির সম্মেলনকে ঘিরে আজ কয়েক দিন ধরেই এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে। নগরের বিভিন্ন জায়গায় রংবেরঙের ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। অনেক জায়গায় তৈরি করা হয়েছে ব্যানার। এ সম্মেলন উপলক্ষে পুরো নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

সম্মেলন উপলক্ষে কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় এখন মুখরিত।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

‘বাংলার মাটি সন্ত্রাসী-উগ্রবাদীদের ঘাঁটি হতে দেব না’

আপডেট টাইম : ১২:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০১৬

প্রতিবেদক ।।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মাটি সন্ত্রাসবাদে-জঙ্গিবাদের ঘাঁটি হতে দেবো না। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। বাংলাদেশের দেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রতিবেশী দেশের কোনো ক্ষতিতে ব্যবহার করতে দেয়া যাবে না। সম্প্রতির সেতুবন্ধনে শান্তিপূর্ণ দেশ হবে আমাদের বাংলাদেশ।আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছি। তাই দেশ এগিয়ে যাচ্ছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে উপস্থিত কাউন্সিলর, ডেলিগেট, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণ করে শেখ হাসিনা। পাশাপাশি মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও জাতীয় চার নেতাকে স্মরণ করেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠানকালীন সময় তৃণমূলের সকল নেতার অবদানকে স্মরণ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল ১৯৪৯ সালে। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই।শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ।ভারতের সকল রাজনৈতিক দল, নেপাল, ভূটান, রাশিয়াসহ পৃথিবীর প্রতিটি জনগন স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন জানায়। সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বনির্ভরতা অর্জনের দিকে যাচ্ছিল তখনই সেই ভয়াবহ হামলা হয়। ওই দিন আমার পরিবারের ১৮ সদস্য নিহত হয়েছে। এভাবে বেঁচে থাকা যে কী কষ্টের তা যাদের স্বজন হারিয়েছে শুধু তারাই বুঝতে পারে। পঁচাত্তরের পর অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল শুরু হয়। গণতান্ত্রিক অধিকার হারিয়ে যায়। আমরা জনগণের সমর্থনে সকল ষড়যন্ত্রকে পিছু ফেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।

দলটির তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগ ধরে রেখেছে জানিয়ে অাওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমি গণমানুষের সমর্থনে বাংলাদেশে ফিরে আসি। যার ব্যবস্থা আওয়ামী লীগ করেছিল। অবর্তমানে সভাপতি বানিয়েছিল আমাকে। এ জন্য আমি আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ; তারাই বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল।

ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পরে এদেশে যা অর্জন হয়েছে, সব আ.লীগের জন্য- এ দাবি করে শেখ হাসিনা বলেন, উপমহাদেশে প্রাচীনতম সংগঠনগুলোর মধ্যে অন্যতম আওয়ামী লীগ। এর জন্য আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যতো কিছু অর্জন হয়েছে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে আ.লীগ এনে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশ চালাচ্ছি। ২০০৮ সালে দেশের মানুষ আমাদের ভোট দেয়; ২০০৯ সালে সরকার গঠন করার পরে দেশ ক্ষ‍ুধামুক্ত-দারিদ্রমুক্ত করেছি। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ’৯৬ সালে আমাদের নেওয়া সব কর্মসূচি বিএনপি বন্ধ করে দেয়। আবার শুরু করি।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা আওয়ামী কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সংসদ সদস্য, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের সব নেতাকর্মীর প্রতি আহ্বান আপনারা নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর নেই, বাড়ি নেই, বৃদ্ধ, প্রতিবন্ধী- তাদের তালিকা পাঠান। আমাদের দায়িত্ব তাদের উন্নয়ন, আওয়ামী লীগ জনগণের সংগঠন; তাদের উন্নয়ন হবে। দেশে কোনো দরিদ্র্য মানুষ থাকবে না।

শেখ হাসিনা তার বক্তব্যে ‘ক্ষুধা-দারিদ্রমুক্ত’ বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়ে বলেন, “বাংলাদেশে আর কোনো দরিদ্র মানুষ যেন না থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রথমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বয়স্ক ভাতা, দুস্থ ভাতা প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছি। অনগ্রসরদেরও ভাতা দিচ্ছি। সমাজের বিভিন্ন স্তরে পড়ে থাকা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। কোনো জামানত ছাড়া স্বল্প সুদে কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষিঋণ দিতে শুরু করি। ফলে কৃষি উপকরণের দাম কমিয়ে কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে সব নিয়ে আসি। আমরা তিন কোটি ৯০ লাখ মেট্রিক টনের উপর খাদ্য উৎপাদন করছি।যাতে একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়। আমাদের দরিদ্রের হার কমে এসেছে। হতদরিদ্রের হার ১২ ভাগের নিচে নামিয়ে এনেছি। বাংলাদেশে দরিদ্র বলে কিছু থাকবে না। সেটাই আমাদের স্বপ্ন।”

তিনি আরও বলেন, “আমরা জানি, দারিদ্র্যমুক্ত করতে হলে শুধু ভাতা দিয়ে চলবে না। সেজন্য ‘একটি বাড়ি একটি খাবার প্রকল্প’ নিয়েছি। ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি চালু করেছি। স্বল্পসূদে ঋণ দিয়ে সে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ফলে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি।”

তথ্য প্রযুক্তির উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন না। মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দিয়েছি। অনলাইনে যাতে সব তথ্য পায়, সেজন্য তথ্যকেন্দ্র স্থাপন করেছি। আমরা ইতোমধ্যে ৫২৭৫ ডিজিটাল সেন্টার সারা দেশে গড়ে তুলেছি। শিক্ষাক্ষেত্রে বিনা পয়সায় বই বিতরণ করছি। প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত একশ ৯৩ কোটি বই বিতরণ করেছি। মেধা বৃত্তি ও উপবৃত্তি প্রদান করছি। আর্থিক সহায়তা দিচ্ছি। মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করে দিচ্ছি।”

একটানা ৩৫ বছর সভাপতির দায়িত্বে থাকা শেখ হাসিনা বলেন, “স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছি। মাতৃমৃত্যুর হার কমেছে। শিশু মৃত্যুহার কমে এসেছে। একলাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণের পরিকল্পনা নিয়েছি। সরকারি প্রতিষ্ঠান যেমন হচ্ছে, তেমনি ব্যাংক বিমা থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কলকারখানা যাতে বেসরকারি খাতে তৈরি হয় সে কাজ করে যাচ্ছি। একশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি।”

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “যুগোপযোগী নারী নীতিমালা বাস্তবায়ন করছি। প্রতিটি নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত যেন হয়, সেটা করছি। বাংলাদেশের পার্লামেন্ট পৃথিবীর একমাত্র পার্লামেন্ট যেখানে স্পিকার, লিডার অব দ্যা হাউজ ও লিডার অব দ্য অপজিশন নারী।”

অাওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী দিনের প্রথব পর্ব শেষ হয়। মধ্যাহ্ন ভোজনের বিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় ফের শুরু হবে সম্মেলনের কার্যক্রম।

এর আগে কাল ১০টার দিকে এ সম্মেলন শুরু হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। বিদেশি অতিথিরাও বক্তব্য দেন।

ঐতিহ্যবাহী দলটির সম্মেলনকে ঘিরে আজ কয়েক দিন ধরেই এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে। নগরের বিভিন্ন জায়গায় রংবেরঙের ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। অনেক জায়গায় তৈরি করা হয়েছে ব্যানার। এ সম্মেলন উপলক্ষে পুরো নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

সম্মেলন উপলক্ষে কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় এখন মুখরিত।