পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

বিপিএল এখন ক্রিকেট বিশ্বের একটি সমাদৃত নাম: স্টুয়ার্ট ল

বাংলাদেশের পরিবেশকে ভালোভাবেই জানা আছে সাবেক টাইগার কোচ স্টুয়ার্ট ল’র। যার অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা। এমনকি এ বছরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন জুনিয়র টাইগারদের টেকনিক্যাল পরামর্শক। অস্ট্রেলীয় সেই সাবেক ক্রিকেটার ও কোচকেই এবার দেখা যাবে খুলনা টাইটানসের ডাগ আউটে। বিপিএল-এ দলকে শিরোপা জেতাতে নানা পরিকল্পনা নিয়েছেন। বাংলা ট্রিবিউনকে সেসবই জানিয়েছেন অস্ট্রেলীয় এই কোচ। পাঠকদের জন্য এর চুম্বক অংশ তুলে ধরা হলো-

খুলনা টাইটানসের প্রস্তুতি কেমন?

স্টুয়ার্ট ল: খুলনা টাইটানস পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেলোয়াড়রা কঠোর অনুশীলন করছে। আর আমরা এমন সব খেলোয়াড়কে নিয়েছি যারা পারফর্ম করতে সক্ষম। আমি দলের দেশি খেলোয়াড়দের ভূমিকা নিয়ে তাদের বলেছি যে তাদের অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে হবে। বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব হবে চাপ নেওয়া ও দলের নবীন খেলোয়াড়দেরকে চাপের মুখে সাহায্য করা। আমার মনে হয় এই দলই ধৈর্য্য-স্থিরতায় মেশানো আক্রমণাত্মক ও আকর্ষনীয় ক্রিকেট খেলবে।

খুলনা টাইটানসের রণকৌশল কেমন হবে?

স্টুয়ার্ট ল: আমি সর্বদাই টিমওয়ার্কে বিশ্বাস করে এসেছি। ব্যক্তিগত নৈপুণ্য ও টিমওয়ার্ক ছাড়া হয় না। আমি এমন খেলোয়াড় চাই না যে দলকে একটি দুটি ম্যাচ জেতালো আর পুরো টুর্নামেন্টে তাকে আর খুঁজে পাওয়া গেল না। আমরা দল গুছিয়েছি ভেবে চিন্তে, আর দল থাকবে একটি পরিবারের মতো। যেখানে সবাই কঠিন পরিশ্রম করবে আর ফুরফুরে মেজাজের ক্রিকেট খেলবে।

বিপিএল নিয়ে আপনার ধারণা সম্পর্কে বলুন

স্টুয়ার্ট ল: বিপিএল এখন ক্রিকেট বিশ্বেরই একটি সমাদৃত নাম, আইপিএল তার ব্যপ্তিতে এগিয়ে তবে বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এগুলোর চেয়ে বিপিএল পিছিয়ে নেই। ধীরে ধীরে এর ব্যপ্তি বাড়ছে, আর দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে ক্রিকেটামোদীদের আনন্দ দিতে বিপিএল চমৎকার একটি প্ল্যাটফর্ম।

বিপিএল-এ প্রতিদ্বন্দ্বিতার মান কেমন?

স্টুয়ার্ট ল: বিপিএল-এর প্রতিদ্বন্দ্বিতার মানটা উঁচু। দুটি ভেন্যুতে খেলা হবে, পিচ ধীরগতির আর বলের বাউন্স কম বলে বেশি বড় ইনিংস হয় না তবে কম রানের মাঝে ২০ ওভারের খেলার মাত্রাটাও ভিন্ন। আর ম্যাচ কঠিন হয়ে যায় হঠাৎ করেই, খেলোয়াড়রা চাপে থাকে সঙ্গে টি-টোয়েন্টির বিনোদনটাও দর্শকরা উপভোগ করে।

টি-টোয়েন্টিতে কোচের ভূমিকাকে কীভাবে দেখেন?

স্টুয়ার্ট ল: টি-টোয়েন্টি বিচিত্র একটি খেলা। এতে উত্থান ও পতনের মাত্রাটা বেশি, দল ভালো অবস্থানে আছে হঠাৎ দুটি উইকেটের পতনে দলকে চরম বিপদে ফেলে দেয়। আমার মনে হয় কোচের ভূমিকা এখানে খুব বেশি নেই, মাঠে যারা খেলে এবং অধিনায়ককেই পরিবর্তিত পারিপার্শ্বিকতার সঙ্গে তাল মেলাবার কৌশল নিতে হয়। তবে ম্যাচের আগে কোচের পরিকল্পনা ও কৌশল গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে কিন্তু কোচই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

টি-টোয়েন্টি খেলাটা আপনার কেমন লাগে?

স্টুয়ার্ট ল: টি-টোয়েন্টি হলো সময়ের সঙ্গে এগিয়ে চলা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া এসেছে। ক্রিকেট কেনও পিছিয়ে থাকবে? আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটের সর্বশেষ সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেট বর্তমানে এগিয়ে চলছে। এটা সত্যি যে টেস্ট এখনও এক নম্বর তবে টি-টোয়েন্টি ক্রিকেট নতুন মাত্রা এনেছে। ব্যাপারটা সহজভাবে দেখলেই হয়।

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদেরই দাপট দেখা যায়। আর এই দাপট কি মোটা ব্যাটের কারণে?

স্টুয়ার্ট ল: টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের দাপট শুধু মোটা ব্যাটের কারণেই নয়, বর্তমানে খেলোয়াড়দের দেখুন- তারা ফিট, শক্তিশালী ও সুঠামদেহী। তারা নিয়মিত জিমনেসিয়ামের যাত্রী, আগের খেলোয়াড়দের তুলনায় তাদের ফিটনেস ও শক্তিমত্ত্বা বেশি বলেই বল এখন নিয়মিত মাঠের বাইরে চলে যাচ্ছে। সব সময় ভারি ব্যাটই কাজ করছে এমন তো নয়, বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি তো ২.৭ / ২.৮ পাউন্ডের ব্যাট ব্যবহার করে, বল কি সে কম জোরে মারে? সময়ের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের ‘পাওয়ার অ্যাপ্লিকেশনের’ কৌশলেও ভিন্নতা এসেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বিপিএল এখন ক্রিকেট বিশ্বের একটি সমাদৃত নাম: স্টুয়ার্ট ল

আপডেট টাইম : ০৪:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬

বাংলাদেশের পরিবেশকে ভালোভাবেই জানা আছে সাবেক টাইগার কোচ স্টুয়ার্ট ল’র। যার অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা। এমনকি এ বছরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন জুনিয়র টাইগারদের টেকনিক্যাল পরামর্শক। অস্ট্রেলীয় সেই সাবেক ক্রিকেটার ও কোচকেই এবার দেখা যাবে খুলনা টাইটানসের ডাগ আউটে। বিপিএল-এ দলকে শিরোপা জেতাতে নানা পরিকল্পনা নিয়েছেন। বাংলা ট্রিবিউনকে সেসবই জানিয়েছেন অস্ট্রেলীয় এই কোচ। পাঠকদের জন্য এর চুম্বক অংশ তুলে ধরা হলো-

খুলনা টাইটানসের প্রস্তুতি কেমন?

স্টুয়ার্ট ল: খুলনা টাইটানস পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেলোয়াড়রা কঠোর অনুশীলন করছে। আর আমরা এমন সব খেলোয়াড়কে নিয়েছি যারা পারফর্ম করতে সক্ষম। আমি দলের দেশি খেলোয়াড়দের ভূমিকা নিয়ে তাদের বলেছি যে তাদের অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে হবে। বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব হবে চাপ নেওয়া ও দলের নবীন খেলোয়াড়দেরকে চাপের মুখে সাহায্য করা। আমার মনে হয় এই দলই ধৈর্য্য-স্থিরতায় মেশানো আক্রমণাত্মক ও আকর্ষনীয় ক্রিকেট খেলবে।

খুলনা টাইটানসের রণকৌশল কেমন হবে?

স্টুয়ার্ট ল: আমি সর্বদাই টিমওয়ার্কে বিশ্বাস করে এসেছি। ব্যক্তিগত নৈপুণ্য ও টিমওয়ার্ক ছাড়া হয় না। আমি এমন খেলোয়াড় চাই না যে দলকে একটি দুটি ম্যাচ জেতালো আর পুরো টুর্নামেন্টে তাকে আর খুঁজে পাওয়া গেল না। আমরা দল গুছিয়েছি ভেবে চিন্তে, আর দল থাকবে একটি পরিবারের মতো। যেখানে সবাই কঠিন পরিশ্রম করবে আর ফুরফুরে মেজাজের ক্রিকেট খেলবে।

বিপিএল নিয়ে আপনার ধারণা সম্পর্কে বলুন

স্টুয়ার্ট ল: বিপিএল এখন ক্রিকেট বিশ্বেরই একটি সমাদৃত নাম, আইপিএল তার ব্যপ্তিতে এগিয়ে তবে বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এগুলোর চেয়ে বিপিএল পিছিয়ে নেই। ধীরে ধীরে এর ব্যপ্তি বাড়ছে, আর দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে ক্রিকেটামোদীদের আনন্দ দিতে বিপিএল চমৎকার একটি প্ল্যাটফর্ম।

বিপিএল-এ প্রতিদ্বন্দ্বিতার মান কেমন?

স্টুয়ার্ট ল: বিপিএল-এর প্রতিদ্বন্দ্বিতার মানটা উঁচু। দুটি ভেন্যুতে খেলা হবে, পিচ ধীরগতির আর বলের বাউন্স কম বলে বেশি বড় ইনিংস হয় না তবে কম রানের মাঝে ২০ ওভারের খেলার মাত্রাটাও ভিন্ন। আর ম্যাচ কঠিন হয়ে যায় হঠাৎ করেই, খেলোয়াড়রা চাপে থাকে সঙ্গে টি-টোয়েন্টির বিনোদনটাও দর্শকরা উপভোগ করে।

টি-টোয়েন্টিতে কোচের ভূমিকাকে কীভাবে দেখেন?

স্টুয়ার্ট ল: টি-টোয়েন্টি বিচিত্র একটি খেলা। এতে উত্থান ও পতনের মাত্রাটা বেশি, দল ভালো অবস্থানে আছে হঠাৎ দুটি উইকেটের পতনে দলকে চরম বিপদে ফেলে দেয়। আমার মনে হয় কোচের ভূমিকা এখানে খুব বেশি নেই, মাঠে যারা খেলে এবং অধিনায়ককেই পরিবর্তিত পারিপার্শ্বিকতার সঙ্গে তাল মেলাবার কৌশল নিতে হয়। তবে ম্যাচের আগে কোচের পরিকল্পনা ও কৌশল গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে কিন্তু কোচই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

টি-টোয়েন্টি খেলাটা আপনার কেমন লাগে?

স্টুয়ার্ট ল: টি-টোয়েন্টি হলো সময়ের সঙ্গে এগিয়ে চলা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া এসেছে। ক্রিকেট কেনও পিছিয়ে থাকবে? আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটের সর্বশেষ সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেট বর্তমানে এগিয়ে চলছে। এটা সত্যি যে টেস্ট এখনও এক নম্বর তবে টি-টোয়েন্টি ক্রিকেট নতুন মাত্রা এনেছে। ব্যাপারটা সহজভাবে দেখলেই হয়।

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদেরই দাপট দেখা যায়। আর এই দাপট কি মোটা ব্যাটের কারণে?

স্টুয়ার্ট ল: টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের দাপট শুধু মোটা ব্যাটের কারণেই নয়, বর্তমানে খেলোয়াড়দের দেখুন- তারা ফিট, শক্তিশালী ও সুঠামদেহী। তারা নিয়মিত জিমনেসিয়ামের যাত্রী, আগের খেলোয়াড়দের তুলনায় তাদের ফিটনেস ও শক্তিমত্ত্বা বেশি বলেই বল এখন নিয়মিত মাঠের বাইরে চলে যাচ্ছে। সব সময় ভারি ব্যাটই কাজ করছে এমন তো নয়, বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি তো ২.৭ / ২.৮ পাউন্ডের ব্যাট ব্যবহার করে, বল কি সে কম জোরে মারে? সময়ের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের ‘পাওয়ার অ্যাপ্লিকেশনের’ কৌশলেও ভিন্নতা এসেছে।