পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

মহানগর নাট্যমঞ্চের জায়গা পাচ্ছেন গুলিস্তানের হকাররা

রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অবশেষে পার্শ্ববর্তী মহানগর নাট্যমঞ্চের (কাজী বশীর মিলনায়তন) খালি জায়গায় হকারদের স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে বসেই হকাররা ব্যবসা করতে পারবেন। তবে এ স্থানান্তর হবে সাময়িক। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হলে হকারদের এ স্থান ছাড়তে হবে। মহানগর পুলিশের সঙ্গে আলোচনার করে শিগগির্রই হকার স্থানান্তরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার দুপুরে নগরভবন মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। মেয়র তাতে সভাপতিত্ব করেন।

মেয়র বলেন, ‘গুলিস্তান, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জরিপ চালিয়ে আমরা দুই হাজার ৫০৬ জন হকার পেয়েছি। তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ব্যবসার ধরণ ইত্যাদি তথ্যসম্বলিত ডাটাবেইস তৈরি করা হয়েছে। সেই ডাটাবেইস অনুযায়ী আমরা মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় তাদের অস্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেব।’

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন যে খালি জায়গা রয়েছে সেটা পার্ক না। সিটি করপোরেশনে এটা নাট্যমঞ্চের খালি জায়গা হিসেবে চিহ্নিত। আশা করি সেখানে আড়াই হাজার হকারের বসার ব্যবস্থা হয়ে যাবে। যদি জায়গা না হয় তাহলে পরে সেটা দেখা হবে। নগরবাসীর চলাচলের সুবিধার জন্য আমরা গুলিস্তানের ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে চাই।’

মেয়র বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে দিনক্ষণ ঠিক করে হকারদের নতুন জায়গায় স্থানান্তর করা হবে। ওই দিন ঢাকার সব জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে গুলিস্তানের ফুটপাত-সড়ক দখলমুক্ত ঘোষণা করা হবে। এরপর যাতে আর কেউ ফুটপাত-সড়কে বসতে না পারে, সে জন্য কর্মকৌশলও ঠিক করা হবে।’ এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সভায় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

মহানগর নাট্যমঞ্চের জায়গা পাচ্ছেন গুলিস্তানের হকাররা

আপডেট টাইম : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬

রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অবশেষে পার্শ্ববর্তী মহানগর নাট্যমঞ্চের (কাজী বশীর মিলনায়তন) খালি জায়গায় হকারদের স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে বসেই হকাররা ব্যবসা করতে পারবেন। তবে এ স্থানান্তর হবে সাময়িক। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হলে হকারদের এ স্থান ছাড়তে হবে। মহানগর পুলিশের সঙ্গে আলোচনার করে শিগগির্রই হকার স্থানান্তরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার দুপুরে নগরভবন মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। মেয়র তাতে সভাপতিত্ব করেন।

মেয়র বলেন, ‘গুলিস্তান, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জরিপ চালিয়ে আমরা দুই হাজার ৫০৬ জন হকার পেয়েছি। তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ব্যবসার ধরণ ইত্যাদি তথ্যসম্বলিত ডাটাবেইস তৈরি করা হয়েছে। সেই ডাটাবেইস অনুযায়ী আমরা মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় তাদের অস্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেব।’

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন যে খালি জায়গা রয়েছে সেটা পার্ক না। সিটি করপোরেশনে এটা নাট্যমঞ্চের খালি জায়গা হিসেবে চিহ্নিত। আশা করি সেখানে আড়াই হাজার হকারের বসার ব্যবস্থা হয়ে যাবে। যদি জায়গা না হয় তাহলে পরে সেটা দেখা হবে। নগরবাসীর চলাচলের সুবিধার জন্য আমরা গুলিস্তানের ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে চাই।’

মেয়র বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে দিনক্ষণ ঠিক করে হকারদের নতুন জায়গায় স্থানান্তর করা হবে। ওই দিন ঢাকার সব জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে গুলিস্তানের ফুটপাত-সড়ক দখলমুক্ত ঘোষণা করা হবে। এরপর যাতে আর কেউ ফুটপাত-সড়কে বসতে না পারে, সে জন্য কর্মকৌশলও ঠিক করা হবে।’ এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সভায় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন।