অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ঐতিহাসিক টেস্ট জয়, বাঘের কাছে সিংহ কুপোকাত

স্পোর্টস ডেস্ক।।

চট্টগ্রাম টেস্টে তীরে এসে তরি ডুবেছিল টাইগারদের। মাত্র ২২ রানের হারের শেল বিদ্ধ করেছিল ক্রিকেটপ্রেমীদের। ওই ম্যাচের পর অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, দ্বিতীয়বার এমন সুযোগ এলে আর ভুল করবে না তার দল। অবশেষে সেই কথা রেখেছে টাইগাররা।

ঢাকা টেস্টে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মিরাজের ঘূর্ণিতে ইংল্যান্ড অলআউট ১৬৪ রানে। ফলে ১০৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দেশকে টেস্টে হারাল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা তাদের অষ্টম জয়।

দ্বিতীয় ইনিংসে মিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট । অন্যদিকে সাকিব নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলে মিরাজ একাই তুলে নিয়েছেন ইংলিশদের ১২ উইকেট।

প্রথম ইনিংসে তামিমের ১০৪ রান ও মুমিনুলের ৬৬ রানের ওপর ভর করে ২২০ রান করে টাইগাররা। জবাবে ২৪৪ রান করে ইংল্যান্ড। মিরাজ একাই নেন ৬টি উইকেট।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৯৬ রান। ফলে ম্যাচ জিততে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামে ইংল্যান্ড।

শুরুটা ভালোই করেন অ্যলিস্টার কুক ও বেন ডাকেট। দলীয় ১০০ রানের মাথায় ডাকেটকে (৫৬) সাজঘরে ফেরান মিরাজ। এরপর জো রুটকে (১) ফেরান সাকিব।সাকিব

দলীয় ১২৪ রানের মাথায় ফের আঘাত মিরাজের। এবার তার শিকোর গ্যারে ব্যালান্স। ওই ওভারেই মঈন আলীকে ফেরান তিনি। এরপর ডেঞ্জরম্যান কুককে (৫৯) সাজঘরের পথ দেখান তিনি। এরপর জনি বেয়ারেস্টোকেও ফেরান মিরাজ। এরপর বেন স্টোকস, আদিল রশিদ ও জাফন আনসারিকে সাজঘরেরর পথ দেখিয়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সাকিব আল হাসান। শেষ উইকেটটি নিয়ে বাংলাদেশের জয়ের সাফল্যগাঁথা লেখা হল ঢাকা টেস্টের নায়ক মিরাজের হাত ধরেই।মিরাজ

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০
তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মইন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪
কুক ১৪, ডাকেট ৭, রুট ৫৬, ব্যালান্স ৯, মইন ১০, স্টোকস ০, বেয়ারস্টো ২৪, আনসারি ১৩, ওকস ৪৬, রশিদ ৪৪*, ফিন ০; মিরাজ ৬/৮২, সাকিব ১/৪১, তাইজুল ৩/৬৫, কামরুল ০/১৬, শুভাগত ০/৮, সাব্বির ০/১২।

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৬.৫ ওভারে ২৯৬
তামিম ৪০, ইমরুল ৭৮, মুমিনুল ১, মাহমুদউল্লাহ ৪৭, সাকিব ৪১, মুশফিক ৯, সাব্বির ১৫, শুভাগত ২৫*, তাইজুল ৫, মিরাজ ২, কামরুল ৭; ফিন ০/১৮, মইন ১/৬০, আনসারি ২/৭৬, স্টোকস ৩/৫২, রশিদ ৪/৫২, ওকস ০/১৪।

ইংল্যান্ডের ২য় ইনিংস: (৪৫.৩ ওভার ১৬৪)
অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬, জো রুট ১, ব্যালেন্স ৫, মঈন ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ৩; মিরাজ ৬/৭৬ সাকিব ৪/৪৯।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ঐতিহাসিক টেস্ট জয়, বাঘের কাছে সিংহ কুপোকাত

আপডেট টাইম : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬

স্পোর্টস ডেস্ক।।

চট্টগ্রাম টেস্টে তীরে এসে তরি ডুবেছিল টাইগারদের। মাত্র ২২ রানের হারের শেল বিদ্ধ করেছিল ক্রিকেটপ্রেমীদের। ওই ম্যাচের পর অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, দ্বিতীয়বার এমন সুযোগ এলে আর ভুল করবে না তার দল। অবশেষে সেই কথা রেখেছে টাইগাররা।

ঢাকা টেস্টে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মিরাজের ঘূর্ণিতে ইংল্যান্ড অলআউট ১৬৪ রানে। ফলে ১০৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দেশকে টেস্টে হারাল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা তাদের অষ্টম জয়।

দ্বিতীয় ইনিংসে মিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট । অন্যদিকে সাকিব নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলে মিরাজ একাই তুলে নিয়েছেন ইংলিশদের ১২ উইকেট।

প্রথম ইনিংসে তামিমের ১০৪ রান ও মুমিনুলের ৬৬ রানের ওপর ভর করে ২২০ রান করে টাইগাররা। জবাবে ২৪৪ রান করে ইংল্যান্ড। মিরাজ একাই নেন ৬টি উইকেট।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৯৬ রান। ফলে ম্যাচ জিততে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামে ইংল্যান্ড।

শুরুটা ভালোই করেন অ্যলিস্টার কুক ও বেন ডাকেট। দলীয় ১০০ রানের মাথায় ডাকেটকে (৫৬) সাজঘরে ফেরান মিরাজ। এরপর জো রুটকে (১) ফেরান সাকিব।সাকিব

দলীয় ১২৪ রানের মাথায় ফের আঘাত মিরাজের। এবার তার শিকোর গ্যারে ব্যালান্স। ওই ওভারেই মঈন আলীকে ফেরান তিনি। এরপর ডেঞ্জরম্যান কুককে (৫৯) সাজঘরের পথ দেখান তিনি। এরপর জনি বেয়ারেস্টোকেও ফেরান মিরাজ। এরপর বেন স্টোকস, আদিল রশিদ ও জাফন আনসারিকে সাজঘরেরর পথ দেখিয়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সাকিব আল হাসান। শেষ উইকেটটি নিয়ে বাংলাদেশের জয়ের সাফল্যগাঁথা লেখা হল ঢাকা টেস্টের নায়ক মিরাজের হাত ধরেই।মিরাজ

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০
তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মইন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪
কুক ১৪, ডাকেট ৭, রুট ৫৬, ব্যালান্স ৯, মইন ১০, স্টোকস ০, বেয়ারস্টো ২৪, আনসারি ১৩, ওকস ৪৬, রশিদ ৪৪*, ফিন ০; মিরাজ ৬/৮২, সাকিব ১/৪১, তাইজুল ৩/৬৫, কামরুল ০/১৬, শুভাগত ০/৮, সাব্বির ০/১২।

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৬.৫ ওভারে ২৯৬
তামিম ৪০, ইমরুল ৭৮, মুমিনুল ১, মাহমুদউল্লাহ ৪৭, সাকিব ৪১, মুশফিক ৯, সাব্বির ১৫, শুভাগত ২৫*, তাইজুল ৫, মিরাজ ২, কামরুল ৭; ফিন ০/১৮, মইন ১/৬০, আনসারি ২/৭৬, স্টোকস ৩/৫২, রশিদ ৪/৫২, ওকস ০/১৪।

ইংল্যান্ডের ২য় ইনিংস: (৪৫.৩ ওভার ১৬৪)
অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬, জো রুট ১, ব্যালেন্স ৫, মঈন ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ৩; মিরাজ ৬/৭৬ সাকিব ৪/৪৯।