অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

যমুনা টিভির সাংবাদিক হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার দাবি

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরা পার্সন শাহীন আলমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

সাংবাদিকদের এই দুটি সংগঠনের পক্ষ থেকে আলাদা বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। অন্যদিকে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া ল’ রিপোর্টার্স ফোরাম এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

রবিবার চকবাজারে অবৈধ পলিথিন কারখানার বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শাকিল হাসান ও তার সহকর্মী শাহীন আলম। এ সময় শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডিআরইউ নেতৃবৃন্দ সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ ধরনের ঘটনাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শাকিল হাসান ও ক্যামেরা পার্সন শাহীন আলম এর উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সমিতির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়া শাকিল হাসান ও তার সহকর্মী শাহীন আলমকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অবিলম্বে শাকিল ও তার সহকর্মীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তবে হত্যাচেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগে রবিবার (৬ নভেম্বর) চকবাজার থানায় শাকিল হাসানের দায়ের করা মামলায় কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম অর রশিদ তালুকদার সোমবার সন্ধ্যায় জানান, এখন পর্যন্ত দুই সংবাদকর্মীকে হত্যাচেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলে অভিযুক্তরাসহ কেউই নেই। ওই জায়গা খালি হয়ে গিয়েছে। গণমাধ্যমের অনেকেই পুলিশের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পালিয়ে যাওয়ায় অভিযুক্তদের কাউকে ওই স্থানে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রবিবার রাতে শাকিল হাসানের করা মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, চকবাজারের দেবীদাস ঘাট লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির একটি কারখানার কাছে গিয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছিলেন শাকিল হাসান ও তাঁর সহকর্মী শাহীন আলম। ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন তাঁরা। এ সময় কারখানার মালিকসহ ১০-১২ জন সন্ত্রাসী এসে তাদের ধাওয়া করে, ছবি তুলতে বাধা দেয় ও মারধর করে। ক্যামেরাও ভাঙতে আসে। হামলার মুখে পড়া শাকিল হাসান ও তাঁর সহকর্মী শাহীন আলম এ সময় নিকটবর্তী মুদি দোকানে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীদের ক’জন তাদের ধাওয়া করে মুদি দোকানের কেরোসিন তেল নিয়ে শাকিল হাসানের গায়ে ঢেলে দেন। এ সময় ধাওয়াকারীদের একজন ম্যাচ খুঁজতে শুরু করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয় ও যমুনা টেলিভিশনের এ দুই সংবাদকর্মীকে উদ্ধার করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

যমুনা টিভির সাংবাদিক হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার দাবি

আপডেট টাইম : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরা পার্সন শাহীন আলমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

সাংবাদিকদের এই দুটি সংগঠনের পক্ষ থেকে আলাদা বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। অন্যদিকে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া ল’ রিপোর্টার্স ফোরাম এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

রবিবার চকবাজারে অবৈধ পলিথিন কারখানার বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শাকিল হাসান ও তার সহকর্মী শাহীন আলম। এ সময় শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডিআরইউ নেতৃবৃন্দ সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ ধরনের ঘটনাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শাকিল হাসান ও ক্যামেরা পার্সন শাহীন আলম এর উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সমিতির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়া শাকিল হাসান ও তার সহকর্মী শাহীন আলমকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অবিলম্বে শাকিল ও তার সহকর্মীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তবে হত্যাচেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগে রবিবার (৬ নভেম্বর) চকবাজার থানায় শাকিল হাসানের দায়ের করা মামলায় কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম অর রশিদ তালুকদার সোমবার সন্ধ্যায় জানান, এখন পর্যন্ত দুই সংবাদকর্মীকে হত্যাচেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলে অভিযুক্তরাসহ কেউই নেই। ওই জায়গা খালি হয়ে গিয়েছে। গণমাধ্যমের অনেকেই পুলিশের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পালিয়ে যাওয়ায় অভিযুক্তদের কাউকে ওই স্থানে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রবিবার রাতে শাকিল হাসানের করা মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, চকবাজারের দেবীদাস ঘাট লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির একটি কারখানার কাছে গিয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছিলেন শাকিল হাসান ও তাঁর সহকর্মী শাহীন আলম। ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন তাঁরা। এ সময় কারখানার মালিকসহ ১০-১২ জন সন্ত্রাসী এসে তাদের ধাওয়া করে, ছবি তুলতে বাধা দেয় ও মারধর করে। ক্যামেরাও ভাঙতে আসে। হামলার মুখে পড়া শাকিল হাসান ও তাঁর সহকর্মী শাহীন আলম এ সময় নিকটবর্তী মুদি দোকানে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীদের ক’জন তাদের ধাওয়া করে মুদি দোকানের কেরোসিন তেল নিয়ে শাকিল হাসানের গায়ে ঢেলে দেন। এ সময় ধাওয়াকারীদের একজন ম্যাচ খুঁজতে শুরু করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয় ও যমুনা টেলিভিশনের এ দুই সংবাদকর্মীকে উদ্ধার করে।