পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

হোলি আর্টিজান মালিকদের কাছে হস্তান্তর

ডেস্ক : গুলশানে উগ্রবাদীদের হামলার চার মাস ১৩ দিন পর হোলি আর্টিজান বেকারি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হোলি আর্টিজান বেকারির ওই ভবনটির মালিক শামীমা রহমান ও তার পার্টনারদের কাছে হস্তান্তর করে। গুলশান হামলার পর থেকে পুরো ভবনটি এতদিন পুলিশের তত্ত্বাবধানে ছিলো। তদন্তের স্বার্থে সেখানে পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন নানা আলামত সংগ্রহ করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আজ সোয়া চারটার দিকে পুলিশ রেস্টুরেন্টটি মালিককে বুঝিয়ে দিয়েছে। নিরাপত্তা ও তদন্তের আলামত রক্ষার স্বার্থে এতদিন ভবনটি পুলিশের তত্ত্বাবধায়নে ছিলো।

এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের একজন শাদাত মেহেদী সাংবাদিকদের বলেন, পুলিশ রেস্টুরেন্টসহ ভবনটি মালিকদের কাছে হস্তান্তর করেছে। তবে এই ভবনে পুনরায় হোলি আর্টিজান রেস্টুরেন্ট চালু করা হবে না। এটা বাসা হিসেবে ব্যবহার করা হতে পারে।

তিনি আরো বলেন, হোলি আর্টিজান রেস্টুরেন্ট পরিচালনার জন্য গুলশানের অন্য জায়গায় জমি নেয়া হয়েছে। সেখানে এটি নতুন করে চালু করা হবে।

চলতি বছরের ১ জুলাই রাতে উগ্রবাদিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। ওই ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা, ১৭ জন বিদেশিসহ ২২ জনকে হত্যা করে তারা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ছিল হলি আর্টিজান।
রেস্তোরাঁয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি সাপেক্ষে বিদেশী নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারতেন। আলমত যেন নষ্ট না হয়, সেজন্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আওতায় রাখা হয়েছিল।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

হোলি আর্টিজান মালিকদের কাছে হস্তান্তর

আপডেট টাইম : ০৫:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬

ডেস্ক : গুলশানে উগ্রবাদীদের হামলার চার মাস ১৩ দিন পর হোলি আর্টিজান বেকারি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হোলি আর্টিজান বেকারির ওই ভবনটির মালিক শামীমা রহমান ও তার পার্টনারদের কাছে হস্তান্তর করে। গুলশান হামলার পর থেকে পুরো ভবনটি এতদিন পুলিশের তত্ত্বাবধানে ছিলো। তদন্তের স্বার্থে সেখানে পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন নানা আলামত সংগ্রহ করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আজ সোয়া চারটার দিকে পুলিশ রেস্টুরেন্টটি মালিককে বুঝিয়ে দিয়েছে। নিরাপত্তা ও তদন্তের আলামত রক্ষার স্বার্থে এতদিন ভবনটি পুলিশের তত্ত্বাবধায়নে ছিলো।

এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের একজন শাদাত মেহেদী সাংবাদিকদের বলেন, পুলিশ রেস্টুরেন্টসহ ভবনটি মালিকদের কাছে হস্তান্তর করেছে। তবে এই ভবনে পুনরায় হোলি আর্টিজান রেস্টুরেন্ট চালু করা হবে না। এটা বাসা হিসেবে ব্যবহার করা হতে পারে।

তিনি আরো বলেন, হোলি আর্টিজান রেস্টুরেন্ট পরিচালনার জন্য গুলশানের অন্য জায়গায় জমি নেয়া হয়েছে। সেখানে এটি নতুন করে চালু করা হবে।

চলতি বছরের ১ জুলাই রাতে উগ্রবাদিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। ওই ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা, ১৭ জন বিদেশিসহ ২২ জনকে হত্যা করে তারা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ছিল হলি আর্টিজান।
রেস্তোরাঁয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি সাপেক্ষে বিদেশী নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারতেন। আলমত যেন নষ্ট না হয়, সেজন্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আওতায় রাখা হয়েছিল।