অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

শিল্প মন্ত্রণালয়ের চিঠি : সাঁওতালদের নাম ভাঙিয়ে জমি দখল চলবে না

ডেস্ক: ‘রংপুর সুগার মিলস লিমিটেডের নির্ধারিত সীমানায় যদি সাঁওতাল বা অন্য কারো জায়গা থেকে থাকে তবে তা ফেরত দেওয়া হবে। এমনটি যদি হয়ে থাকে তবে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। সরকার অধিগ্রহণের শর্ত ভঙ্গ করেছে তা প্রমাণ করতে হবে। সাঁওতাল নাম ভাঙিয়ে জোর করে রংপুর সুগার মিলস লিমিটেডের এক ইঞ্চি জায়গাও ভূমিদস্যুরা দখলে নিতে পারবে না। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।’

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এক চিঠিতে গেবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ প্রসঙ্গে তাদের অবস্থান এভাবেই ব্যাখ্যা করেছে। গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে আরো বলা হয়েছে, রংপুর সুগার মিলস লিমিটেড দেশের অন্যতম বড় চিনিকল। বর্তমানে উৎপাদনে থাকা প্রতিষ্ঠানটিতে কর্মরত ৮৭৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩২৭ জন অস্থায়ী। বাকিরা স্থায়ী। সুগার মিলের ৩৫ একর জায়গায় আছে কারখানা। ৩৫ দশমিক ৫৯ একরে আবাসন ব্যবস্থা, ৮ দশমিক ১৪ একর সুগার মিল থেকে রেলস্টেশনে যাতায়াতের সড়ক, ১৪ দশমিক ৩৫ একরে আখ উন্নতকরণ প্রকল্প, ৯৩ দশমিক ০৮ একর জমি খামার হিসেবে ব্যবহূত হয়, ১৬২ একরে পুকুর এবং ১৫৩২ একরে আখ চাষ করা হয়।

রংপুর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল বলেন, সরকারের চিনিকলগুলোর মধ্যে সবচেয়ে বড় চিনিকল এটি। চারটি মৌজায় প্রতিষ্ঠানটির জায়গা রয়েছে। বছর দুই থেকে এসব জায়গা দখলের চেষ্টা করছে কিছু ভূমিদস্যু। সম্প্রতি কিছু সাঁওতালকে সামনে রেখে এ চক্রান্ত জোরদার করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রংপুর সুগার মিলস লিমিটেডের জমি জমিদার গোবিন্দের সম্পতির অংশ ছিল। তাঁর নামানুসারে জায়গাটি গোবিন্দগঞ্জ বলে পরিচিত হয়, যা পরবর্তী সময়ে হাতবদল হয়ে ১৯৫৪ সালে সরকার অধিগ্রহণ করে। তখন জমির প্রত্যেক মালিককে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়। ১৯৫৪ সাল থেকে সুগার মিলটির জায়গা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের বলে দাবি বা ফেরত পাওয়ার জন্য আবেদন করেনি। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত সুগার মিলটি লে অফ ঘোষণা করা হয়। পরে আবার এটি চালু হয়। গত বছর দুই আগে কিছু প্রভাবশালী ভূমিদস্যু সাঁওতালদের সামনে রেখে চারটি মৌজায় থাকা মিলটির জায়গা দখলের চক্রান্ত শুরু করে। তাদের ঘরবাড়ি নির্মাণে সাহায্য করা হবে—এমন কথা বলে তারা সাঁওতালদের কাছ থেকে চাঁদাও নেয়। বিষয়টি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টেও স্পষ্ট হয়েছে।

চিঠিতে উল্লেখ আছে, রংপুর সুগার মিলস লিমিটেডের নিকটবর্তী বসবাসরত সাঁওতালরা এত দিন আখ চাষে অংশগ্রহণ করেছে। তাদের সন্তানরা রংপুর সুগার মিলস লিমিটেডের স্কুলে পড়ালেখা করে। দীর্ঘদিন থেকে এসব সাঁওতাল নিজের বাড়িঘরে বাস করেছে। কিন্তু গত জুলাই মাস থেকে কিছু চক্রান্তকারী ভূমিদস্যুর উসকানিতে হঠাৎই সাঁওতালদের অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে সুগার মিলের জায়গায় বাড়িঘর নির্মাণ করে বসবাস শুরু করে। যা বর্তমানে দখলমুক্ত করতে এসব বসবাসকারীকে সরে যেতে বাধ্য করা হয়েছে। বর্তমানে চক্রান্তকারীরা বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে সাঁওতালদের আগে বসবাসরত বাড়িঘরে ফিরে যেতে দিচ্ছে না। রংপুর সুগার মিলের স্কুলে সাঁওতালদের সন্তানদের যেতে দিচ্ছে না। আখ চাষে অংশগ্রহণ করতে দিচ্ছে না। বিষয়টি কঠোরভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো শিল্প মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ওই এলাকার কোনো সাঁওতাল প্রকৃতপক্ষে ভূমিহীন কি না তা তদন্ত করে দেখা প্রয়োজন। বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনে শিল্প মন্ত্রণালয় থেকে ১০ একর জায়গা বরাদ্দের সুপারিশ করা হলো।

চিঠিতে আরো বলা হয়েছে, বর্তমানে রংপুর সুগার মিলস লিমিটেড উৎপাদনে আছে। নিয়মানুযায়ী আখ চাষ হচ্ছে। রংপুর সুগার মিলস লিমিটেডের আওতায় জমি অধিগ্রহণের শর্তানুযায়ী এসব জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে কেউ যদি প্রতিষ্ঠানটির এক ইঞ্চি জায়গার মালিক হয়, এ বিষয়ে উপযুক্ত প্রমাণ দেখাতে পারে। সরকার অধিগ্রহণের শর্ত ভঙ্গ করেছে তার প্রমাণ দিতে পারে। তবে তা আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহণ করতে পারবে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় বাধা সৃষ্টি করবে না। বরং সহযোগিতা করবে।

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বলেন, রংপুর সুগার মিলস লিমিটেড জোর করে কোনো জায়গা দখল করেনি। নিয়মতান্ত্রিক উপায়ে অধিগ্রহণ করেছে এবং সেটা বহু আগে। কেউ যদি গ্রমাণ করতে পারে সরকারের পক্ষ হয়ে সুগার মিলস অধিগ্রহণের শর্ত ভঙ্গ করেছে, তবে তা শিল্প মন্ত্রণালয় ছেড়ে দিবে। তবে জোর করে ওই জায়গা কেউ দখলে নিতে পারবে না। দাবিদার কেউ থাকলে তাকে আইনি প্রক্রিয়ায় আসতে হবে।

সচিব মোশাররফ হোসেন আরো বলেন, ‘কয়েকজন ভূমিদস্যু কিছু সাঁওতালকে সামনে রেখে রংপুর সুগার মিলের জায়গা দখলের চক্রান্ত করছে। স্পষ্ট করে বলতে চাই, সাঁওতালদের নাম ভাঙিয়ে কেউ এক ইঞ্চি জায়গা দখলে নিতে পারবে না।’

কেন এ প্রতিষ্ঠান নিজেদের জায়গা ছেড়ে দেবে? এমন প্রশ্ন করে শিল্পসচিব বলেন, শিল্প মন্ত্রণালয়ের সুপারিশে প্রকৃত ভূমিহীন সাঁওতালদের সরকার ১০ একর জায়গা দিতে প্রস্তুত। ওই জায়গায় তারা পরিবার নিয়ে বসবাস করতে পারবে। সাঁওতালদের প্রতি সরকার সহানুভূতিশীল। অথচ চক্রান্তকারীরা সাঁওতালদের ত্রাণ নিতে দিচ্ছে না। তাদের সন্তানদের স্কুলে যেতে দিচ্ছে না। বিষয়টি বিস্তারিত তদন্তে প্রয়োজনীয় চিত্র তুলে ধরে শিল্প মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিএসএফআইসির চেয়ারম্যান মো. দেলোয়ার বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে লোকসানে থাকলেও লাভজনক করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে চীনের দুটি টিম প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির অব্যবহূত জায়গা উৎপাদনশীল কাজে ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১৫ চিনিকলের মতোই রংপুর সুগার মিলস লিমিটেডও দীর্ঘদিন ধরে লোকসানে আছে। আখ স্বল্পতায় বছরের ৯ মাস বন্ধ থাকলেও ডিসেম্বর থেকে তিন মাস উৎপাদনে থাকে প্রতিষ্ঠানটি। উৎপাদনে না থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সব ব্যয় সরকারকে বহন করতে হয়। গত বছর রংপুর সুগার মিলস লিমিটেড ১৯ হাজার ৫৭০ টন আখ মাড়াই করে ৯০০ টন চিনি উৎপাদন করে। চলতি মৌসুমে ৬০ হাজার টন আখ মাড়াই করে তিন হাজার ৬০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ছিল ২১ কোটি টাকা। বর্তমানে কারখানায় উৎপাদিত অবিক্রীত চিনি আছে ১৪০০ কোটি টাকার।

‘সাঁওতালদের ব্যবহার করেছে ভূমিদস্যুরা’ : সরকারি জমি দখল করার জন্য গোবিন্দগঞ্জে ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও নরসিংদীর রায়পুরার ঘটনাকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেছেন তিনি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

শিল্পমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র: কালের কণ্ঠ

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

শিল্প মন্ত্রণালয়ের চিঠি : সাঁওতালদের নাম ভাঙিয়ে জমি দখল চলবে না

আপডেট টাইম : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬

ডেস্ক: ‘রংপুর সুগার মিলস লিমিটেডের নির্ধারিত সীমানায় যদি সাঁওতাল বা অন্য কারো জায়গা থেকে থাকে তবে তা ফেরত দেওয়া হবে। এমনটি যদি হয়ে থাকে তবে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। সরকার অধিগ্রহণের শর্ত ভঙ্গ করেছে তা প্রমাণ করতে হবে। সাঁওতাল নাম ভাঙিয়ে জোর করে রংপুর সুগার মিলস লিমিটেডের এক ইঞ্চি জায়গাও ভূমিদস্যুরা দখলে নিতে পারবে না। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।’

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এক চিঠিতে গেবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ প্রসঙ্গে তাদের অবস্থান এভাবেই ব্যাখ্যা করেছে। গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে আরো বলা হয়েছে, রংপুর সুগার মিলস লিমিটেড দেশের অন্যতম বড় চিনিকল। বর্তমানে উৎপাদনে থাকা প্রতিষ্ঠানটিতে কর্মরত ৮৭৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩২৭ জন অস্থায়ী। বাকিরা স্থায়ী। সুগার মিলের ৩৫ একর জায়গায় আছে কারখানা। ৩৫ দশমিক ৫৯ একরে আবাসন ব্যবস্থা, ৮ দশমিক ১৪ একর সুগার মিল থেকে রেলস্টেশনে যাতায়াতের সড়ক, ১৪ দশমিক ৩৫ একরে আখ উন্নতকরণ প্রকল্প, ৯৩ দশমিক ০৮ একর জমি খামার হিসেবে ব্যবহূত হয়, ১৬২ একরে পুকুর এবং ১৫৩২ একরে আখ চাষ করা হয়।

রংপুর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল বলেন, সরকারের চিনিকলগুলোর মধ্যে সবচেয়ে বড় চিনিকল এটি। চারটি মৌজায় প্রতিষ্ঠানটির জায়গা রয়েছে। বছর দুই থেকে এসব জায়গা দখলের চেষ্টা করছে কিছু ভূমিদস্যু। সম্প্রতি কিছু সাঁওতালকে সামনে রেখে এ চক্রান্ত জোরদার করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রংপুর সুগার মিলস লিমিটেডের জমি জমিদার গোবিন্দের সম্পতির অংশ ছিল। তাঁর নামানুসারে জায়গাটি গোবিন্দগঞ্জ বলে পরিচিত হয়, যা পরবর্তী সময়ে হাতবদল হয়ে ১৯৫৪ সালে সরকার অধিগ্রহণ করে। তখন জমির প্রত্যেক মালিককে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়। ১৯৫৪ সাল থেকে সুগার মিলটির জায়গা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের বলে দাবি বা ফেরত পাওয়ার জন্য আবেদন করেনি। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত সুগার মিলটি লে অফ ঘোষণা করা হয়। পরে আবার এটি চালু হয়। গত বছর দুই আগে কিছু প্রভাবশালী ভূমিদস্যু সাঁওতালদের সামনে রেখে চারটি মৌজায় থাকা মিলটির জায়গা দখলের চক্রান্ত শুরু করে। তাদের ঘরবাড়ি নির্মাণে সাহায্য করা হবে—এমন কথা বলে তারা সাঁওতালদের কাছ থেকে চাঁদাও নেয়। বিষয়টি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টেও স্পষ্ট হয়েছে।

চিঠিতে উল্লেখ আছে, রংপুর সুগার মিলস লিমিটেডের নিকটবর্তী বসবাসরত সাঁওতালরা এত দিন আখ চাষে অংশগ্রহণ করেছে। তাদের সন্তানরা রংপুর সুগার মিলস লিমিটেডের স্কুলে পড়ালেখা করে। দীর্ঘদিন থেকে এসব সাঁওতাল নিজের বাড়িঘরে বাস করেছে। কিন্তু গত জুলাই মাস থেকে কিছু চক্রান্তকারী ভূমিদস্যুর উসকানিতে হঠাৎই সাঁওতালদের অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে সুগার মিলের জায়গায় বাড়িঘর নির্মাণ করে বসবাস শুরু করে। যা বর্তমানে দখলমুক্ত করতে এসব বসবাসকারীকে সরে যেতে বাধ্য করা হয়েছে। বর্তমানে চক্রান্তকারীরা বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে সাঁওতালদের আগে বসবাসরত বাড়িঘরে ফিরে যেতে দিচ্ছে না। রংপুর সুগার মিলের স্কুলে সাঁওতালদের সন্তানদের যেতে দিচ্ছে না। আখ চাষে অংশগ্রহণ করতে দিচ্ছে না। বিষয়টি কঠোরভাবে তদন্ত করে দেখা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো শিল্প মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ওই এলাকার কোনো সাঁওতাল প্রকৃতপক্ষে ভূমিহীন কি না তা তদন্ত করে দেখা প্রয়োজন। বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনে শিল্প মন্ত্রণালয় থেকে ১০ একর জায়গা বরাদ্দের সুপারিশ করা হলো।

চিঠিতে আরো বলা হয়েছে, বর্তমানে রংপুর সুগার মিলস লিমিটেড উৎপাদনে আছে। নিয়মানুযায়ী আখ চাষ হচ্ছে। রংপুর সুগার মিলস লিমিটেডের আওতায় জমি অধিগ্রহণের শর্তানুযায়ী এসব জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে কেউ যদি প্রতিষ্ঠানটির এক ইঞ্চি জায়গার মালিক হয়, এ বিষয়ে উপযুক্ত প্রমাণ দেখাতে পারে। সরকার অধিগ্রহণের শর্ত ভঙ্গ করেছে তার প্রমাণ দিতে পারে। তবে তা আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহণ করতে পারবে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় বাধা সৃষ্টি করবে না। বরং সহযোগিতা করবে।

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বলেন, রংপুর সুগার মিলস লিমিটেড জোর করে কোনো জায়গা দখল করেনি। নিয়মতান্ত্রিক উপায়ে অধিগ্রহণ করেছে এবং সেটা বহু আগে। কেউ যদি গ্রমাণ করতে পারে সরকারের পক্ষ হয়ে সুগার মিলস অধিগ্রহণের শর্ত ভঙ্গ করেছে, তবে তা শিল্প মন্ত্রণালয় ছেড়ে দিবে। তবে জোর করে ওই জায়গা কেউ দখলে নিতে পারবে না। দাবিদার কেউ থাকলে তাকে আইনি প্রক্রিয়ায় আসতে হবে।

সচিব মোশাররফ হোসেন আরো বলেন, ‘কয়েকজন ভূমিদস্যু কিছু সাঁওতালকে সামনে রেখে রংপুর সুগার মিলের জায়গা দখলের চক্রান্ত করছে। স্পষ্ট করে বলতে চাই, সাঁওতালদের নাম ভাঙিয়ে কেউ এক ইঞ্চি জায়গা দখলে নিতে পারবে না।’

কেন এ প্রতিষ্ঠান নিজেদের জায়গা ছেড়ে দেবে? এমন প্রশ্ন করে শিল্পসচিব বলেন, শিল্প মন্ত্রণালয়ের সুপারিশে প্রকৃত ভূমিহীন সাঁওতালদের সরকার ১০ একর জায়গা দিতে প্রস্তুত। ওই জায়গায় তারা পরিবার নিয়ে বসবাস করতে পারবে। সাঁওতালদের প্রতি সরকার সহানুভূতিশীল। অথচ চক্রান্তকারীরা সাঁওতালদের ত্রাণ নিতে দিচ্ছে না। তাদের সন্তানদের স্কুলে যেতে দিচ্ছে না। বিষয়টি বিস্তারিত তদন্তে প্রয়োজনীয় চিত্র তুলে ধরে শিল্প মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিএসএফআইসির চেয়ারম্যান মো. দেলোয়ার বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে লোকসানে থাকলেও লাভজনক করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে চীনের দুটি টিম প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির অব্যবহূত জায়গা উৎপাদনশীল কাজে ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১৫ চিনিকলের মতোই রংপুর সুগার মিলস লিমিটেডও দীর্ঘদিন ধরে লোকসানে আছে। আখ স্বল্পতায় বছরের ৯ মাস বন্ধ থাকলেও ডিসেম্বর থেকে তিন মাস উৎপাদনে থাকে প্রতিষ্ঠানটি। উৎপাদনে না থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সব ব্যয় সরকারকে বহন করতে হয়। গত বছর রংপুর সুগার মিলস লিমিটেড ১৯ হাজার ৫৭০ টন আখ মাড়াই করে ৯০০ টন চিনি উৎপাদন করে। চলতি মৌসুমে ৬০ হাজার টন আখ মাড়াই করে তিন হাজার ৬০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ছিল ২১ কোটি টাকা। বর্তমানে কারখানায় উৎপাদিত অবিক্রীত চিনি আছে ১৪০০ কোটি টাকার।

‘সাঁওতালদের ব্যবহার করেছে ভূমিদস্যুরা’ : সরকারি জমি দখল করার জন্য গোবিন্দগঞ্জে ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও নরসিংদীর রায়পুরার ঘটনাকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেছেন তিনি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

শিল্পমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র: কালের কণ্ঠ