অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

বেনাপোলে সয়ংক্রীয় অটো অগ্নিনির্বাপক যন্ত্র আবিস্কারক

বেনাপোল:দেশে যখন জালাও পোড়াও সহ বিভিন্ন গার্মেন্টসে বন্দরে ও গুরুত্বপূর্ন ভবনে অগ্নিকান্ডের ঘটনা অনুভব করে দেশ ও জাতির কল্যানে সয়ংক্রীয় অটো অগ্নিনির্বাপক ডিজিটাল যন্ত্র এবং পানি থেকে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র আবিস্কার করে তাক লাগিয়েছেন গা-গ্রামের ছেলে যশোরের শার্শার মটর ম্যাকানিক মিজানুর রহমান। জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে বিজ্ঞান প্রযুক্তি মেলায় পেয়েছেন সরকারি স্বিকৃতি সহ ক্রেষ্ট ও নগদ অর্থ।

একের পর এক নতুন যন্ত্র উদ্ভাবন করেই চলেছেন তিনি। অবশেষে এসবের স্বিকৃতি স্বরুপ সরকারি ২৫লাখ টাকা অনুদান পাচ্ছেন শার্শায় মিজান। তরুন উদ্ভাবক মিজানের আবিস্কারে মহা খুশি এলাকার মানুষ। নতুন নতুন যন্ত্র আবিস্কারের উদ্যোগসহ বাড়ছে আগ্রহ-তার উদ্ভাবনে তরুন প্রজন্ম উৎসাহিত হচ্ছে-

স্থানীয়রা বলেন মিজাুনুর রহমান শার্শার গর্ব। তিনি ডিজিটাল এ যুগের সাথে তাল মিলিয়ে স্বয়ংক্রিয় ডিজিটাল যন্ত্র আবিস্কার করে তরুন প্রজন্ম সহ এলাকাবাসির মধ্যে আশার আলো দেখাচ্ছেন। সরকার সহ বিত্তবানদের সহযোগিতা পেলে তার আবিস্কার দেশ ছেড়ে বিদেশেও ব্যাপক সমাদৃত হবে।

সাবেক-শার্শা সদর চয়ারম্যান কবির উদ্দিন তোতা বলেন ,একের পর এক নতুন যন্ত্র আবিস্কার করছেন মিজান। তার আবিস্কারে অবাক হচ্ছেন মানুষ। তার উদ্ভাবনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

১২থেকে ১৫হাজার টাকা খরচ করে মোবাই সিম-মটর,ব্যাটারী সহ ইলেক্টিক যন্ত্র দিয়ে দিয়ে সয়ংক্রীয় অটো অগ্নিনির্বাপক ডিজিটাল যন্ত্র উদ্ভোধন করেছেন তিনি। যন্ত্রটি আগুন দেখা মাত্রই অটো স্বযংক্রিয় হয়ে নিজেই নিভাবে আগুন,খরব দিবে মালিক ও ফায়ারষ্টেশনকে। সাইরেন বাজিয়ে জানিয়ে দিবে এলাকাবাসিকে। ১৬ থেকে ২০হাজার টাকা খরচে কৃষি ও কৃষকের উপকারে শিল্পও সরকারি আবাসনে জালানি তেল ছাড়ায় স্বল্প খরচে পরিবেশ বান্ধব ডিজিটাল যন্ত্রের মাধ্যমে পানি থেকে জল বিদ্যুৎ আবিস্কার করেছেন তিনি।

ডিজিটাল অগ্নি নির্বাপক যন্ত্র,ডিজিটাল কাইচি,সেচ যন্ত্র জালানি বিহিন মটর বাইক,অটোফুটবল,অগ্নিনির্বাপক জ্যাকেট সহ ৬টি ডিজিটাল যন্ত্র আবিস্কার করে সাড়া ফেলেছে সমগ্র দেশে। তার এসব নতুন যন্ত্র দেখতে প্রতিদিন শার্শা মটর গ্যারেজে ভীড় করছেন শত শত মানুষ। তার এ আবিস্কার দেখে অবাক হচ্ছেন সবাই-

উদ্ভাবক মিজানুর রহমান বলেন-২নভেম্বর২০১৬ঢাকায় বিটিভির এক অনুষ্টানে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আ্হম্মেদ পলক তার উদ্ভাবনে খুশি হয়ে ২৫লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। এতে তার উদ্ভোবন আরো এগিয়ে যাবে। সরকার দেশ ও জাতির কল্যানে কাজ করতে চান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

বেনাপোলে সয়ংক্রীয় অটো অগ্নিনির্বাপক যন্ত্র আবিস্কারক

আপডেট টাইম : ০৪:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬

বেনাপোল:দেশে যখন জালাও পোড়াও সহ বিভিন্ন গার্মেন্টসে বন্দরে ও গুরুত্বপূর্ন ভবনে অগ্নিকান্ডের ঘটনা অনুভব করে দেশ ও জাতির কল্যানে সয়ংক্রীয় অটো অগ্নিনির্বাপক ডিজিটাল যন্ত্র এবং পানি থেকে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র আবিস্কার করে তাক লাগিয়েছেন গা-গ্রামের ছেলে যশোরের শার্শার মটর ম্যাকানিক মিজানুর রহমান। জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে বিজ্ঞান প্রযুক্তি মেলায় পেয়েছেন সরকারি স্বিকৃতি সহ ক্রেষ্ট ও নগদ অর্থ।

একের পর এক নতুন যন্ত্র উদ্ভাবন করেই চলেছেন তিনি। অবশেষে এসবের স্বিকৃতি স্বরুপ সরকারি ২৫লাখ টাকা অনুদান পাচ্ছেন শার্শায় মিজান। তরুন উদ্ভাবক মিজানের আবিস্কারে মহা খুশি এলাকার মানুষ। নতুন নতুন যন্ত্র আবিস্কারের উদ্যোগসহ বাড়ছে আগ্রহ-তার উদ্ভাবনে তরুন প্রজন্ম উৎসাহিত হচ্ছে-

স্থানীয়রা বলেন মিজাুনুর রহমান শার্শার গর্ব। তিনি ডিজিটাল এ যুগের সাথে তাল মিলিয়ে স্বয়ংক্রিয় ডিজিটাল যন্ত্র আবিস্কার করে তরুন প্রজন্ম সহ এলাকাবাসির মধ্যে আশার আলো দেখাচ্ছেন। সরকার সহ বিত্তবানদের সহযোগিতা পেলে তার আবিস্কার দেশ ছেড়ে বিদেশেও ব্যাপক সমাদৃত হবে।

সাবেক-শার্শা সদর চয়ারম্যান কবির উদ্দিন তোতা বলেন ,একের পর এক নতুন যন্ত্র আবিস্কার করছেন মিজান। তার আবিস্কারে অবাক হচ্ছেন মানুষ। তার উদ্ভাবনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

১২থেকে ১৫হাজার টাকা খরচ করে মোবাই সিম-মটর,ব্যাটারী সহ ইলেক্টিক যন্ত্র দিয়ে দিয়ে সয়ংক্রীয় অটো অগ্নিনির্বাপক ডিজিটাল যন্ত্র উদ্ভোধন করেছেন তিনি। যন্ত্রটি আগুন দেখা মাত্রই অটো স্বযংক্রিয় হয়ে নিজেই নিভাবে আগুন,খরব দিবে মালিক ও ফায়ারষ্টেশনকে। সাইরেন বাজিয়ে জানিয়ে দিবে এলাকাবাসিকে। ১৬ থেকে ২০হাজার টাকা খরচে কৃষি ও কৃষকের উপকারে শিল্পও সরকারি আবাসনে জালানি তেল ছাড়ায় স্বল্প খরচে পরিবেশ বান্ধব ডিজিটাল যন্ত্রের মাধ্যমে পানি থেকে জল বিদ্যুৎ আবিস্কার করেছেন তিনি।

ডিজিটাল অগ্নি নির্বাপক যন্ত্র,ডিজিটাল কাইচি,সেচ যন্ত্র জালানি বিহিন মটর বাইক,অটোফুটবল,অগ্নিনির্বাপক জ্যাকেট সহ ৬টি ডিজিটাল যন্ত্র আবিস্কার করে সাড়া ফেলেছে সমগ্র দেশে। তার এসব নতুন যন্ত্র দেখতে প্রতিদিন শার্শা মটর গ্যারেজে ভীড় করছেন শত শত মানুষ। তার এ আবিস্কার দেখে অবাক হচ্ছেন সবাই-

উদ্ভাবক মিজানুর রহমান বলেন-২নভেম্বর২০১৬ঢাকায় বিটিভির এক অনুষ্টানে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আ্হম্মেদ পলক তার উদ্ভাবনে খুশি হয়ে ২৫লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। এতে তার উদ্ভোবন আরো এগিয়ে যাবে। সরকার দেশ ও জাতির কল্যানে কাজ করতে চান তিনি।