পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলতে দেওয়া হয় না : নৌমন্ত্রী

বাংলার খবর২৪.কমindex_51542: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপথে ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলাচল করতে দেওয়া হয় না। চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে ১০ হাজার ১৪৩টি রেজিস্ট্রেশনকৃত নৌযান রয়েছে। এর বাইরে লঞ্চ মালিকগণ যদি কর্তৃপক্ষের অগোচরে ফিটনেসবিহীন লঞ্চ পরিচালনা করে, তবে তথ্য পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, ফিটনেসবিহীন লঞ্চে যাত্রী পরিবহন রোধে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই টিম ঢাকা নদী বন্দরের টার্মিনালে অধিক যাত্রীবহন রোধে এবং লঞ্চে জীবন রক্ষাকারী সরাঞ্জামাদিসহ সার্ভে অনুযায়ী মাস্টার ও ড্রাইভার যথাযথ আছে কি না তা নিশ্চিত করে।

তিনি বলেন, ঈদের পূর্বে ও পরে মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক ঈদ প্যাসেঞ্জার ম্যানেজম্যান্ট প্ল্যান নামে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য প্রতিটি বন্দরে ঈদের পূর্বে ও পরে কন্ট্রোল রুম চালু করা হয়।

সংসদে মন্ত্রী আবারোও দাবি করলেন পিনাক-৬ উদ্ধারের ব্যর্থতা মন্ত্রণালয়ের নয়। বিপদসঙ্কুল প্রতিকূল আবহাওয়াজনিত কারণেই লঞ্চটি উদ্ধার করা যায়নি।

কক্সবাজার-১ এর সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলতে দেওয়া হয় না : নৌমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_51542: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপথে ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলাচল করতে দেওয়া হয় না। চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে ১০ হাজার ১৪৩টি রেজিস্ট্রেশনকৃত নৌযান রয়েছে। এর বাইরে লঞ্চ মালিকগণ যদি কর্তৃপক্ষের অগোচরে ফিটনেসবিহীন লঞ্চ পরিচালনা করে, তবে তথ্য পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, ফিটনেসবিহীন লঞ্চে যাত্রী পরিবহন রোধে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই টিম ঢাকা নদী বন্দরের টার্মিনালে অধিক যাত্রীবহন রোধে এবং লঞ্চে জীবন রক্ষাকারী সরাঞ্জামাদিসহ সার্ভে অনুযায়ী মাস্টার ও ড্রাইভার যথাযথ আছে কি না তা নিশ্চিত করে।

তিনি বলেন, ঈদের পূর্বে ও পরে মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক ঈদ প্যাসেঞ্জার ম্যানেজম্যান্ট প্ল্যান নামে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য প্রতিটি বন্দরে ঈদের পূর্বে ও পরে কন্ট্রোল রুম চালু করা হয়।

সংসদে মন্ত্রী আবারোও দাবি করলেন পিনাক-৬ উদ্ধারের ব্যর্থতা মন্ত্রণালয়ের নয়। বিপদসঙ্কুল প্রতিকূল আবহাওয়াজনিত কারণেই লঞ্চটি উদ্ধার করা যায়নি।

কক্সবাজার-১ এর সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।