অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু ।

রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আটক-৬

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত মো. জাকের মাঝি মারা গেছেন।

(আজ) রবিবার দুপুর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে নিহতের স্বজনরাসহ বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

এদিকে এ ঘটনায় রামগতি থানায় একটি হত্যা মামলা দায়েরের পর প্রতিপক্ষের ৬ জনকে আটক আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিহত জাকের মাঝি উপজেলার চর কলাকোপা গ্রামের মহর আলীর ছেলে। আটককৃতরা হলেন- আবদুল মালেক, মো. গিয়াস, মো. বেলাল, ফরিদ উদ্দিন, মো. হেলাল ও ফারুক।

এলাকাবাসী জানায়, স্থানীয় চর কলাকোপা গ্রামের আবুল হোসেন গংদের সাথে একই গ্রামের নাজিম উদ্দিন (নাজু) গংদের একই এলাকার তিন একর জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় ওই জমি দীর্ঘদিন থেকে আবুল হোসেন গংদের দখলে আছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে নাজিম উদ্দিন গং লোকজন নিয়ে ওই জমিতে মাটি কাটতে গেলে আবুল হোসন গংদের বর্গাদার জাকের মাঝি বাঁধা দেয়। এসময় তারা জাকেরকে পিটিয়ে আহত করে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংষর্ষে উভয় পক্ষের অন্তত-১০ জন আহত হন।

আহত জাকের, মতিন, ইমাম হোসেনসহ কয়েকজনকে নোয়াখালী হাসপাতাল ও ফরিদ, মালেক, মান্নান, কহিনুর বেলাল হোসেন, গিয়াস উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত জাকের মাঝিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে জাকির হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও বিক্ষুদ্ধ এলাকাবাসী নাজু গংয়ের সমর্থক ফরিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে একটি বসত ঘরসহ তিনটি ঘর পুঁড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, বিরোধকৃত ওই সম্পত্তি ক্রয় সুত্রে তারা মালিক হয়ে ওই জমিতে মাটি কাটতে যান।

এসময় স্থানীয় ইউছুফ ও আজাদ মেম্বার তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে, তা দিতে অপারগতা প্রকাশ করায় অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ তার।

তবে স্থানীয় আজাদ মেম্বার বিষয়টি অস্বীকার করে বলেন, নাজু গংরা নিজেরা অগ্নিসংযোগ করে এখন অন্যের ওপর দায় চাপাতে অপচেষ্টা করছে।

এদিকে নিহত জাকির মাঝির ছেলে জাহের মাঝি জানান, ৩০ বছর ধরে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন, হঠাৎ নাজু গংরা এসে তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। বাবা হত্যার বিচার দাবী করেন তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০/১৫ জন আহত হয়েছে। এর মধ্যে আহত জাকের মাঝি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ খবর শুনে কে বা কাহারা ফরিদের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে তা এখনো জানা যায়নি।

থানায় আবুল হোসেন বাদি হয়ে ১৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আটক-৬

আপডেট টাইম : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত মো. জাকের মাঝি মারা গেছেন।

(আজ) রবিবার দুপুর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে নিহতের স্বজনরাসহ বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

এদিকে এ ঘটনায় রামগতি থানায় একটি হত্যা মামলা দায়েরের পর প্রতিপক্ষের ৬ জনকে আটক আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিহত জাকের মাঝি উপজেলার চর কলাকোপা গ্রামের মহর আলীর ছেলে। আটককৃতরা হলেন- আবদুল মালেক, মো. গিয়াস, মো. বেলাল, ফরিদ উদ্দিন, মো. হেলাল ও ফারুক।

এলাকাবাসী জানায়, স্থানীয় চর কলাকোপা গ্রামের আবুল হোসেন গংদের সাথে একই গ্রামের নাজিম উদ্দিন (নাজু) গংদের একই এলাকার তিন একর জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় ওই জমি দীর্ঘদিন থেকে আবুল হোসেন গংদের দখলে আছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে নাজিম উদ্দিন গং লোকজন নিয়ে ওই জমিতে মাটি কাটতে গেলে আবুল হোসন গংদের বর্গাদার জাকের মাঝি বাঁধা দেয়। এসময় তারা জাকেরকে পিটিয়ে আহত করে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংষর্ষে উভয় পক্ষের অন্তত-১০ জন আহত হন।

আহত জাকের, মতিন, ইমাম হোসেনসহ কয়েকজনকে নোয়াখালী হাসপাতাল ও ফরিদ, মালেক, মান্নান, কহিনুর বেলাল হোসেন, গিয়াস উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত জাকের মাঝিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে জাকির হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও বিক্ষুদ্ধ এলাকাবাসী নাজু গংয়ের সমর্থক ফরিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে একটি বসত ঘরসহ তিনটি ঘর পুঁড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, বিরোধকৃত ওই সম্পত্তি ক্রয় সুত্রে তারা মালিক হয়ে ওই জমিতে মাটি কাটতে যান।

এসময় স্থানীয় ইউছুফ ও আজাদ মেম্বার তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে, তা দিতে অপারগতা প্রকাশ করায় অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ তার।

তবে স্থানীয় আজাদ মেম্বার বিষয়টি অস্বীকার করে বলেন, নাজু গংরা নিজেরা অগ্নিসংযোগ করে এখন অন্যের ওপর দায় চাপাতে অপচেষ্টা করছে।

এদিকে নিহত জাকির মাঝির ছেলে জাহের মাঝি জানান, ৩০ বছর ধরে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন, হঠাৎ নাজু গংরা এসে তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। বাবা হত্যার বিচার দাবী করেন তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০/১৫ জন আহত হয়েছে। এর মধ্যে আহত জাকের মাঝি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ খবর শুনে কে বা কাহারা ফরিদের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে তা এখনো জানা যায়নি।

থানায় আবুল হোসেন বাদি হয়ে ১৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে।