পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে অনিয়ম বরদাস্ত করা হবে না: সিইসি

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন। তিনি বলেছেন, এ নির্বাচনে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

নারায়ণগঞ্জে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনায়াসে করতে আমরা সক্ষম। আমরা কোনও প্রার্থীকে চিনি না। আমরা একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের মধ্যে সাখাওয়াত হোসেন খান ও কামাল প্রধান সেনা মোতায়েনের দাবি করেন। আইভী ছাড়া অন্য প্রার্থীরা সুষ্ঠু ভোট ও কালো টাকা ছড়ানোসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে শঙ্কা প্রকাশ করেন। আর আইভী নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু আছে দাবি করেন। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনের যে কোনও সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলেও জানান তিনি। প্রার্থীদের বক্তব্য শোনার পর প্রধান নির্বাচন কমিশনার সবার শেষে বক্তব্য রাখেন। তবে তিনি এসময় সেনা মোতায়েন নিয়ে কোনও ধরনের মন্তব্য করেননি।

প্রধান নির্বাচন কমিশনার মতবিনিময় সভায় বলেন, ধর্মীয় সংখ্যালঘুলদের ক্ষেত্রে যাতে ভয় ভীতি দেখানো না হয় সেব্যাপারে প্রার্থীরা সতর্ক থাকবেন। টাকা তো নিজেও দেবেন না, অন্য কাউকেও কালো টাকা দিতে দেবেন না। সেজন্য আমাদের রাতের টহল ব্যবস্থা অনেক কঠোর থাকবে। কারা কত ব্যয় করছেন সেটা দাখিল করতে হবে। নির্বাচনে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে এ ক্ষেত্রে কোনও নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ভোট কেন্দ্র এবারও সুরক্ষিত থাকবে। ভোটের আগের দিন থেকে পরদিন, ভোট চলা শেষে গণনা পর্যন্ত কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে। কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেবো দুস্কৃতিকারীকে দুস্কৃতিকারী হিসেবেই ভাববেন। তাদের ওপর কোনও প্রার্থীর সমর্থন আছে কি না সেটা দেখা যাবে না।

তিনি আরও বলেন, ভোটার এখন অনেক সচেতন। আমি আশা করি নির্বাচনে ভোটাররা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন। ভোটাররা যে রায় দেবেন সেটা মেনে নিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শান্তি বজায় রাখার কাজ করবেন। অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। তবে অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। কেন্দ্র পরিদর্শন সম্পর্কে বলেন, অতীতে যেসব পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হয়েছে তারাই এখন পর্যবেক্ষণ করবে। আমরা এ ক্ষেত্রে যাচাই বাছাই করে দিয়েছি। প্রিজাইডিং অফিসারদের অনুমতি নিয়ে কেন্দ্রে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবেন। তবে সুষ্ঠু ভোটের স্বার্থে বেশিক্ষণ অবস্থান করতে পারবেন না।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

নারায়ণগঞ্জে অনিয়ম বরদাস্ত করা হবে না: সিইসি

আপডেট টাইম : ০৪:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন। তিনি বলেছেন, এ নির্বাচনে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

নারায়ণগঞ্জে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনায়াসে করতে আমরা সক্ষম। আমরা কোনও প্রার্থীকে চিনি না। আমরা একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের মধ্যে সাখাওয়াত হোসেন খান ও কামাল প্রধান সেনা মোতায়েনের দাবি করেন। আইভী ছাড়া অন্য প্রার্থীরা সুষ্ঠু ভোট ও কালো টাকা ছড়ানোসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে শঙ্কা প্রকাশ করেন। আর আইভী নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু আছে দাবি করেন। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনের যে কোনও সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলেও জানান তিনি। প্রার্থীদের বক্তব্য শোনার পর প্রধান নির্বাচন কমিশনার সবার শেষে বক্তব্য রাখেন। তবে তিনি এসময় সেনা মোতায়েন নিয়ে কোনও ধরনের মন্তব্য করেননি।

প্রধান নির্বাচন কমিশনার মতবিনিময় সভায় বলেন, ধর্মীয় সংখ্যালঘুলদের ক্ষেত্রে যাতে ভয় ভীতি দেখানো না হয় সেব্যাপারে প্রার্থীরা সতর্ক থাকবেন। টাকা তো নিজেও দেবেন না, অন্য কাউকেও কালো টাকা দিতে দেবেন না। সেজন্য আমাদের রাতের টহল ব্যবস্থা অনেক কঠোর থাকবে। কারা কত ব্যয় করছেন সেটা দাখিল করতে হবে। নির্বাচনে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে এ ক্ষেত্রে কোনও নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ভোট কেন্দ্র এবারও সুরক্ষিত থাকবে। ভোটের আগের দিন থেকে পরদিন, ভোট চলা শেষে গণনা পর্যন্ত কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে। কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেবো দুস্কৃতিকারীকে দুস্কৃতিকারী হিসেবেই ভাববেন। তাদের ওপর কোনও প্রার্থীর সমর্থন আছে কি না সেটা দেখা যাবে না।

তিনি আরও বলেন, ভোটার এখন অনেক সচেতন। আমি আশা করি নির্বাচনে ভোটাররা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন। ভোটাররা যে রায় দেবেন সেটা মেনে নিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শান্তি বজায় রাখার কাজ করবেন। অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। তবে অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। কেন্দ্র পরিদর্শন সম্পর্কে বলেন, অতীতে যেসব পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হয়েছে তারাই এখন পর্যবেক্ষণ করবে। আমরা এ ক্ষেত্রে যাচাই বাছাই করে দিয়েছি। প্রিজাইডিং অফিসারদের অনুমতি নিয়ে কেন্দ্রে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবেন। তবে সুষ্ঠু ভোটের স্বার্থে বেশিক্ষণ অবস্থান করতে পারবেন না।