অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ভারতীয় মিডিয়ার বয়ান : শেখ হাসিনার ওপর হামলা চালিয়েছিলো উলফা

ডেস্ক: ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকতে তার ওপর যে গ্রেনেড হামলা হয়েছিল, সেটা উলফার একটি ছোট টিম করেছিল। ওই হামলার নেতৃত্বে ছিল রুবুল আলি। তার গ্রামের বাড়ি আসামের নলবাড়ি। মেঘালয়ের মেন্দিপোথারে ২০০৬ সালে এক অ্যামবুশের ঘটনায় সে নিহত হয়। গতকাল আসাম থেকে প্রকাশিত টাইমস অব আসাম এ খবর দিয়েছে।

পত্রিকাটির খবরে বলা হয়, ডামাডোলপূর্ণ উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশ, মিয়ানমার ও ভুটানের মতো প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক শক্তি পরীক্ষা নিয়ে সাম্প্রতিক ভারতীয় কূটনীতিতে অনেক কিছুই বলা হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উলফা, ইউএনএলএফ ও এনডিএফবির মতো সংগঠনের শীর্ষস্থানীয় জঙ্গি নেতাদের হস্তান্তর করেছিল। তখন বাংলাদেশে থাকা প্রায় সব ঘাঁটি বন্ধ হয়েছিল। জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তখন তারা তাদের ঘাঁটি মিয়ানমারে সরিয়ে নিয়েছিল। অবশ্য সেখান থেকে আসামে নাশকতামূলক হামলা পরিচালনা করা খুবই কঠিন। কারণ, অপারেশনগত দিক থেকে সেটা তাদের জন্য অনুকূল নয়।

টাইমস অব আসাম রিপোর্ট এরপর উল্লেখ করেছে, যা হোক এখন বিশ্বস্ত সূত্রগুলো থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে উলফা আবারো বাংলাদেশে তাদের গোপন ঘাটি পুনরায় খুলতে পেরেছে। বাংলাদেশের শেরপুর এলাকা তার অন্যতম। এখানে তারা নব্বই দশক থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের সবচেয়ে বড় ঘাঁটিটি চালু রাখতে সক্ষম হয়েছিল। সেটি সম্প্রতি তারা পনুরায় চালু করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওই এলাকা থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারও করেছিল। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে সাবমেশিন গানের ২২ হাজার রাউন্ড গুলি, লাইট মেশিনগানের ১৭ হাজার রাউন্ড গুলি এবং এমনকি ২ হাজার কামান বিধ্বংসী মিসাইল ছিল। শেরপুর এলাকাটি উলফার জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। তারা চীনের কাছ থেকে অস্ত্র কিনে তা সমুদ্রপথে বাংলাদেশে নিয়ে আসে। এরপর তা ভারতের উলফার কাছে পৌঁছে যায়।

১৬ই ডিসেম্বরের টাইমস অব আসাম রিপোর্ট আরো বলেছে, ‘সূত্রগুলো অবশ্য নিশ্চিত করেছে যে, এবারে উলফা শেখ হাসিনা সরকারের চোখের সামনেই ক্যাম্প খুলে বসেছে। উলফার সেকেন্ড ইন কমান্ড কর্নেল দৃষ্টি অসম বাংলাদেশে এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। উৎসঃমানব জমিন

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ভারতীয় মিডিয়ার বয়ান : শেখ হাসিনার ওপর হামলা চালিয়েছিলো উলফা

আপডেট টাইম : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

ডেস্ক: ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকতে তার ওপর যে গ্রেনেড হামলা হয়েছিল, সেটা উলফার একটি ছোট টিম করেছিল। ওই হামলার নেতৃত্বে ছিল রুবুল আলি। তার গ্রামের বাড়ি আসামের নলবাড়ি। মেঘালয়ের মেন্দিপোথারে ২০০৬ সালে এক অ্যামবুশের ঘটনায় সে নিহত হয়। গতকাল আসাম থেকে প্রকাশিত টাইমস অব আসাম এ খবর দিয়েছে।

পত্রিকাটির খবরে বলা হয়, ডামাডোলপূর্ণ উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশ, মিয়ানমার ও ভুটানের মতো প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক শক্তি পরীক্ষা নিয়ে সাম্প্রতিক ভারতীয় কূটনীতিতে অনেক কিছুই বলা হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উলফা, ইউএনএলএফ ও এনডিএফবির মতো সংগঠনের শীর্ষস্থানীয় জঙ্গি নেতাদের হস্তান্তর করেছিল। তখন বাংলাদেশে থাকা প্রায় সব ঘাঁটি বন্ধ হয়েছিল। জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তখন তারা তাদের ঘাঁটি মিয়ানমারে সরিয়ে নিয়েছিল। অবশ্য সেখান থেকে আসামে নাশকতামূলক হামলা পরিচালনা করা খুবই কঠিন। কারণ, অপারেশনগত দিক থেকে সেটা তাদের জন্য অনুকূল নয়।

টাইমস অব আসাম রিপোর্ট এরপর উল্লেখ করেছে, যা হোক এখন বিশ্বস্ত সূত্রগুলো থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে উলফা আবারো বাংলাদেশে তাদের গোপন ঘাটি পুনরায় খুলতে পেরেছে। বাংলাদেশের শেরপুর এলাকা তার অন্যতম। এখানে তারা নব্বই দশক থেকে ২০০৯ সাল পর্যন্ত তাদের সবচেয়ে বড় ঘাঁটিটি চালু রাখতে সক্ষম হয়েছিল। সেটি সম্প্রতি তারা পনুরায় চালু করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওই এলাকা থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারও করেছিল। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে সাবমেশিন গানের ২২ হাজার রাউন্ড গুলি, লাইট মেশিনগানের ১৭ হাজার রাউন্ড গুলি এবং এমনকি ২ হাজার কামান বিধ্বংসী মিসাইল ছিল। শেরপুর এলাকাটি উলফার জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। তারা চীনের কাছ থেকে অস্ত্র কিনে তা সমুদ্রপথে বাংলাদেশে নিয়ে আসে। এরপর তা ভারতের উলফার কাছে পৌঁছে যায়।

১৬ই ডিসেম্বরের টাইমস অব আসাম রিপোর্ট আরো বলেছে, ‘সূত্রগুলো অবশ্য নিশ্চিত করেছে যে, এবারে উলফা শেখ হাসিনা সরকারের চোখের সামনেই ক্যাম্প খুলে বসেছে। উলফার সেকেন্ড ইন কমান্ড কর্নেল দৃষ্টি অসম বাংলাদেশে এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। উৎসঃমানব জমিন