পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটেনা

বাংলার খবর২৪.কম : বরগুনার পাথরঘাটায় কোমলমোতিদের বায়না থাকলেও তা মেটানোর সাধ্য নেই সেখানকার জেলে পল্লীর বাবা মায়ের। তাই তাদের মনে নেই ঈদ আনন্দ। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। সাগরে মাছ ধরতে না পারায় অর্থকষ্টে রয়েছেন এখানকার মানুষ। সেই সঙ্গে ঈদ উপলক্ষে জলদস্যুদের বেধে দেয়া দাবি নতুন করে দুঃশ্চিন্তা কারণ হয়ে দাড়িয়েছে তাদের। স্থানীয় জেলা প্রশাসক কর্মকর্তারা জেলেদেরকে সরকারি সহায়তা দেবার আশ্বাস দিলেও তারা জানেন সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটে না।

চারিদিকে পানিতে ছয়লাব। তাই কোথাও কোন কাজের সুযোগ নেই। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। ঈদকে সামনে রেখে ছেলে মেয়েদের বায়না নতুন জামা-জুতোর। ভ্রাম্মমাণ ফেরিওয়ালা আর দোকানিদের হাক ডাক শুনতে পেলেই সেখানে ছুটে যাচ্ছে জেলে পল্লীর কোমলমোতি শিশুরা।

কোমল মোতি এসব শিশুদের মুখ থেকে শোনা গেল তাদের চাহিদার কথা। তারা বলছে বাবার কাছে প্রতিদিনই নতুন জামা চায়। আর বাবারা বলছেন ঈদের জামা কোথা থেকে দেবো। ঘরবাড়ি সব তলিয়ে গেছে। নদীতেও নেই মাছ। টাকা কোথায়।

অনেকে বাধ্য হয়ে সাগরে গেলেও পাচ্ছে না ইলিশ। তাই হতাশ তারাও।

এদিকে জেলে পল্লীবাসিরা অভিযোগ করে বলেন, জলদস্যুদের দাবি তাদের টাকা আগে। আর বাকি সব পরে। নদীতেও মাছ নেই। তার পরও মাছ ধরতে গেলে দস্যুরা ধরে নিয়ে যায়। এই ভয়ে মাছ ধরতেও যেতে পারি না আমরা।

জলদস্যুদের ভয় থাকলেও জেলেদের জন্য নেই তেমন কোন সুখবর। তবে প্রতিশ্রতি মিলেছে আপদকালিন সহায়তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (বরগুনা) মো. আলী বলেন, তাদের সহায়তার জন্য আমরা ইতিমধ্যে ৮ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছি। এছাড়া নগদ ৮০ হাজার টাকা দিয়েছি।

সন্তানদের আবদার মেটানোর একমাত্র ভরসা সাগরের মাছ। কেন না সরকারিভাবে দেয়া সহাতা ভাগ্যে জোটে না সবার। যমুনা টিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটেনা

আপডেট টাইম : ০৪:০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪

বাংলার খবর২৪.কম : বরগুনার পাথরঘাটায় কোমলমোতিদের বায়না থাকলেও তা মেটানোর সাধ্য নেই সেখানকার জেলে পল্লীর বাবা মায়ের। তাই তাদের মনে নেই ঈদ আনন্দ। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। সাগরে মাছ ধরতে না পারায় অর্থকষ্টে রয়েছেন এখানকার মানুষ। সেই সঙ্গে ঈদ উপলক্ষে জলদস্যুদের বেধে দেয়া দাবি নতুন করে দুঃশ্চিন্তা কারণ হয়ে দাড়িয়েছে তাদের। স্থানীয় জেলা প্রশাসক কর্মকর্তারা জেলেদেরকে সরকারি সহায়তা দেবার আশ্বাস দিলেও তারা জানেন সরকারি সহায়তা সবার ভাগ্যে জোটে না।

চারিদিকে পানিতে ছয়লাব। তাই কোথাও কোন কাজের সুযোগ নেই। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ। ঈদকে সামনে রেখে ছেলে মেয়েদের বায়না নতুন জামা-জুতোর। ভ্রাম্মমাণ ফেরিওয়ালা আর দোকানিদের হাক ডাক শুনতে পেলেই সেখানে ছুটে যাচ্ছে জেলে পল্লীর কোমলমোতি শিশুরা।

কোমল মোতি এসব শিশুদের মুখ থেকে শোনা গেল তাদের চাহিদার কথা। তারা বলছে বাবার কাছে প্রতিদিনই নতুন জামা চায়। আর বাবারা বলছেন ঈদের জামা কোথা থেকে দেবো। ঘরবাড়ি সব তলিয়ে গেছে। নদীতেও নেই মাছ। টাকা কোথায়।

অনেকে বাধ্য হয়ে সাগরে গেলেও পাচ্ছে না ইলিশ। তাই হতাশ তারাও।

এদিকে জেলে পল্লীবাসিরা অভিযোগ করে বলেন, জলদস্যুদের দাবি তাদের টাকা আগে। আর বাকি সব পরে। নদীতেও মাছ নেই। তার পরও মাছ ধরতে গেলে দস্যুরা ধরে নিয়ে যায়। এই ভয়ে মাছ ধরতেও যেতে পারি না আমরা।

জলদস্যুদের ভয় থাকলেও জেলেদের জন্য নেই তেমন কোন সুখবর। তবে প্রতিশ্রতি মিলেছে আপদকালিন সহায়তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (বরগুনা) মো. আলী বলেন, তাদের সহায়তার জন্য আমরা ইতিমধ্যে ৮ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছি। এছাড়া নগদ ৮০ হাজার টাকা দিয়েছি।

সন্তানদের আবদার মেটানোর একমাত্র ভরসা সাগরের মাছ। কেন না সরকারিভাবে দেয়া সহাতা ভাগ্যে জোটে না সবার। যমুনা টিভি