অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

আশকোনার ‘জঙ্গি আস্তানায়’ আরও বোমার আশঙ্কা

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো ‘সূর্য বাড়ি’তে আরও বোমার আশঙ্কা করছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রোববার সূর্য বাড়ি পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান সিটিটিসি’র উপ-কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ার্দার। তিনি বলেন, নিচতলার সেই ফ্ল্যাটে তিনটি রুমের একটিতে অতিরিক্ত ধোঁয়া থাকায় ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ধোঁয়া কমাতে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে বাইরের রুমে দুটি আত্মঘাতী ভেস্ট ও পাঁচটি গ্রেনেড দেখা গেছে। বিছানা ও ড্রেসিং টেবিলের কাছে বিপজ্জনক অবস্থায় দুইটি গ্রেনেড রয়েছে। এ ছাড়া রান্নাঘরের তাকেও গ্রেনেড দেখা গেছে। হয়ত ভেতরে আরও বোমা থাকতে পারে। ধোঁয়া নিয়ন্ত্রণে না এলে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা যাবে না।

বোমা আর গ্রেনেডগুলো উদ্ধার হলেই সেখানে পড়ে থাকা কিশোর জঙ্গি আফিফের মরদেহ তুলে আনা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক নিষ্ক্রিয় ইউনিটের প্রধান সহকারী উপ-কমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন।

এদিকে, ঘটনাস্থলে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো সেই নারীর ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, বেঁধে রাখা গ্রেনেড বিস্ফোরণে পেট ফেটে ওই নারীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোর থেকে রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে এক প্রবাসীর মালিকানাধীন ওই তিনতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বিকেল পৌনে চারটা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আত্মসমর্পণের আহ্বান জানালে শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দেন জঙ্গিরা।

পরে সকাল সাড়ে নয়টার পর জঙ্গিনেতা জাহিদের স্ত্রী, মেয়েসহ চারজন আত্মসমপর্ণ করেন। বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সে সময় ঘর থেকে বেরিয়ে এক নারী আত্মঘাতী গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান, গুরুতর আহত হন তার কোলে থাকা চার বছর বয়সী শিশু।

আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে বেলা দুইটার দিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানান হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক।

দীর্ঘ অভিযানের সমাপ্তি ঘোষণা দিয়ে বিকেলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযানে জঙ্গি কাদেরীর ছেলেও আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন বাসাটির ভেতরে অসংখ্য তাজা গ্রেনেড, বোমা পড়ে আছে। তাই অভিযান পরিসমাপ্ত হলেও ভেতর থেকে এগুলো পরিষ্কার করার ও আলামত সংগ্রহের কাজ চলবে’।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

আশকোনার ‘জঙ্গি আস্তানায়’ আরও বোমার আশঙ্কা

আপডেট টাইম : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো ‘সূর্য বাড়ি’তে আরও বোমার আশঙ্কা করছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রোববার সূর্য বাড়ি পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান সিটিটিসি’র উপ-কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ার্দার। তিনি বলেন, নিচতলার সেই ফ্ল্যাটে তিনটি রুমের একটিতে অতিরিক্ত ধোঁয়া থাকায় ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ধোঁয়া কমাতে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে বাইরের রুমে দুটি আত্মঘাতী ভেস্ট ও পাঁচটি গ্রেনেড দেখা গেছে। বিছানা ও ড্রেসিং টেবিলের কাছে বিপজ্জনক অবস্থায় দুইটি গ্রেনেড রয়েছে। এ ছাড়া রান্নাঘরের তাকেও গ্রেনেড দেখা গেছে। হয়ত ভেতরে আরও বোমা থাকতে পারে। ধোঁয়া নিয়ন্ত্রণে না এলে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা যাবে না।

বোমা আর গ্রেনেডগুলো উদ্ধার হলেই সেখানে পড়ে থাকা কিশোর জঙ্গি আফিফের মরদেহ তুলে আনা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক নিষ্ক্রিয় ইউনিটের প্রধান সহকারী উপ-কমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন।

এদিকে, ঘটনাস্থলে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো সেই নারীর ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, বেঁধে রাখা গ্রেনেড বিস্ফোরণে পেট ফেটে ওই নারীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোর থেকে রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে এক প্রবাসীর মালিকানাধীন ওই তিনতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বিকেল পৌনে চারটা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আত্মসমর্পণের আহ্বান জানালে শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দেন জঙ্গিরা।

পরে সকাল সাড়ে নয়টার পর জঙ্গিনেতা জাহিদের স্ত্রী, মেয়েসহ চারজন আত্মসমপর্ণ করেন। বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সে সময় ঘর থেকে বেরিয়ে এক নারী আত্মঘাতী গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান, গুরুতর আহত হন তার কোলে থাকা চার বছর বয়সী শিশু।

আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে বেলা দুইটার দিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানান হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক।

দীর্ঘ অভিযানের সমাপ্তি ঘোষণা দিয়ে বিকেলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযানে জঙ্গি কাদেরীর ছেলেও আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন বাসাটির ভেতরে অসংখ্য তাজা গ্রেনেড, বোমা পড়ে আছে। তাই অভিযান পরিসমাপ্ত হলেও ভেতর থেকে এগুলো পরিষ্কার করার ও আলামত সংগ্রহের কাজ চলবে’।