অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

নরসিংদীর রায়পুরার নিলক্ষার চরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপ। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলেও গ্রেফতার এড়াতে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ার জাকির হোসেনের ছেলে সজল হোসেন (২২), নিলক্ষা বড়বাড়ির আলাউদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৮) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সাইজ উদ্দিন (৩৫)।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে নিলক্ষায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজিব ও হক চেয়ারম্যান সমর্থকের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে ওই এলাকায় এর আগে দুইবার ১৪৪ ধারা জারি করা হয়। বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এখনও ১৪৪ ধারা চলছে।

রোববার স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু উভয় পক্ষের বিবাদ মীমাংসার জন্য নিলক্ষায় যান। কিন্তু মীমাংসার পরিবর্তে এমপি ও পুলিশের সামনেই দুই পক্ষ ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

এক পর্যায়ে রাজিব সমর্থকরা টেঁটা, বটি ও লাঠিসোঠা নিয়ে এমপি রাজিউদ্দিন রাজুকে ঘিরে ফেলে। পরে রাজিউদ্দিন রাজু দুঃখ প্রকাশ করে দ্রুত নিলক্ষা ছেড়ে চলে আসেন।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের মধ্যে সজল পায়ে, ওবায়দুল্লাহ হাতে ও সাইজ উদ্দিন গলা ও কপালে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে এক্স-রে করানোর জন্য প্রাইভেট হাসপাতালে নেয়ার পর আর ফিরে আসেনি।

রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। কিছুদিন পরপরই থেমে থেমে এই সংঘর্ষ চলে।

এর ধারাবাহিকতায় রোববার বিরোধ মেটানোর জন্য স্থানীয় সংসদ সদস্য উভয় পক্ষের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় একটি পক্ষ মনে করে যে, সংসদ সদস্য অন্য পক্ষকে সমর্থন করছেন। তাই দুই গ্রুপের সংঘর্ষ হয়।

তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি ওসির।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট টাইম : ০৪:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬

নরসিংদীর রায়পুরার নিলক্ষার চরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপ। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলেও গ্রেফতার এড়াতে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ার জাকির হোসেনের ছেলে সজল হোসেন (২২), নিলক্ষা বড়বাড়ির আলাউদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৮) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সাইজ উদ্দিন (৩৫)।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে নিলক্ষায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজিব ও হক চেয়ারম্যান সমর্থকের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে ওই এলাকায় এর আগে দুইবার ১৪৪ ধারা জারি করা হয়। বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এখনও ১৪৪ ধারা চলছে।

রোববার স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু উভয় পক্ষের বিবাদ মীমাংসার জন্য নিলক্ষায় যান। কিন্তু মীমাংসার পরিবর্তে এমপি ও পুলিশের সামনেই দুই পক্ষ ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

এক পর্যায়ে রাজিব সমর্থকরা টেঁটা, বটি ও লাঠিসোঠা নিয়ে এমপি রাজিউদ্দিন রাজুকে ঘিরে ফেলে। পরে রাজিউদ্দিন রাজু দুঃখ প্রকাশ করে দ্রুত নিলক্ষা ছেড়ে চলে আসেন।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের মধ্যে সজল পায়ে, ওবায়দুল্লাহ হাতে ও সাইজ উদ্দিন গলা ও কপালে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে এক্স-রে করানোর জন্য প্রাইভেট হাসপাতালে নেয়ার পর আর ফিরে আসেনি।

রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। কিছুদিন পরপরই থেমে থেমে এই সংঘর্ষ চলে।

এর ধারাবাহিকতায় রোববার বিরোধ মেটানোর জন্য স্থানীয় সংসদ সদস্য উভয় পক্ষের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় একটি পক্ষ মনে করে যে, সংসদ সদস্য অন্য পক্ষকে সমর্থন করছেন। তাই দুই গ্রুপের সংঘর্ষ হয়।

তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি ওসির।