অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বই উৎসবের দিন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বিনামূল্যে বই বিতরণ করার কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেয়।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, বই দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ ১০০ টাকা করে নেওয়া হয়। যারা টাকা পরিশোধ করছে না, তাদের বই দেওয়া হচ্ছে না।

বই বিতরণকালে টাকা নেওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফি বাবদ ৫০ টাকা ও অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের ভাতা দেওয়ার জন্য ৫০ টাকা করে নিয়েছি।’

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) অধীর কুমার বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক ক্রীড়া ও অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের বেতন বাবদ টাকা নেওয়ার কথা আমাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। আমরা তদন্ত করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি জানান, অভিযোগ পেয়ে শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বই উৎসবের দিন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বিনামূল্যে বই বিতরণ করার কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেয়।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, বই দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ ১০০ টাকা করে নেওয়া হয়। যারা টাকা পরিশোধ করছে না, তাদের বই দেওয়া হচ্ছে না।

বই বিতরণকালে টাকা নেওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফি বাবদ ৫০ টাকা ও অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের ভাতা দেওয়ার জন্য ৫০ টাকা করে নিয়েছি।’

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) অধীর কুমার বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক ক্রীড়া ও অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের বেতন বাবদ টাকা নেওয়ার কথা আমাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। আমরা তদন্ত করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি জানান, অভিযোগ পেয়ে শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।