পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

শীতে কাঁপছে ঢাকা

ডেস্ক: রাজধানী ঢাকায় শী‌তের আগমন ঘ‌টে‌ছে অ‌নেক আ‌গেই। ত‌বে শী‌তের তীব্রতা একটু প‌রে হ‌লেও কাঁপা‌তে শুরু ক‌রে‌ছে নগরবাসী‌কে। সারা‌দি‌নের ঠাণ্ডা মি‌শ্রিত বাতাস আর সন্ধ্যায় বিরাজমান শীতল বাতাস একাকার হ‌য়ে ঢাকা শহর‌কে ক‌রে তু‌লে‌ছে একট‌ু অন্যরকম প‌রি‌বেশের রাজধানী‌তে। নগরবাসীর ‌কেউ কেউ বল‌ছেন, এব‌া‌রের শীত কেমন জা‌নি একটু ভিন্ন ধারায় বে‌ড়ে চল‌ছে।

শ‌নিবার (১৪ জানুয়া‌রি) ঢাকা শহর ঘু‌রে এম‌নি দৃশ্য আর ঠাণ্ডা নি‌য়ে অনুভূ‌তি পাওয়া যায় জনমনে।

সন্ধ্যার খা‌নেক প‌রে শাহাবাগ মো‌রে কেন্দ্রীয় লাই‌ব্রেরির পা‌শে আগুন জ্বা‌লিয়ে নি‌জে‌কে তাপা‌তে দেখা যায় অ‌নেক‌কেই। এক ফা‌ঁকে কথা হ‌লো এ‌দের ক‌য়েক জ‌নের সঙ্গে।

এক‌টি বেসরকা‌রি ফা‌র্মে চাকরী ক‌রেন রা‌ব্বি ইসলাম র‌বি। যার গ্রা‌মের বা‌ড়ি নীলফামারীতে।

র‌বি ব্রে‌কিং‌নিউজ‌কে ব‌লেন, ‘কেমন জা‌নি অভাবনীয় ভা‌বে বে‌ড়ে চল‌ছে ঢাকার বু‌কে শী‌তের তীব্রতা। আ‌মি তিন বছর ঢাকায় এমন শীত পাই‌নি। ত‌বে উত্তর অঞ্চ‌লের বি‌শেষ ক‌রে নীলফামারী, পঞ্চগর, ঠাকুরগাঁও ও রংপু‌রে যে শ‌ীত প‌রে তার বে‌শি নাহ‌লেও এবার বোধ হয় শীতের তীব্রতায় প্র‌তি‌যোগিতা হ‌চ্ছে।’

আগু‌নের তাপ নি‌তে দাঁড়া‌নো জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক এক শিক্ষার্থী ব্রে‌কিং‌নিউজকে ব‌লেন, ‘হঠাৎ শী‌তের তীব্রতা একটু বে‌শি মনে হ‌চ্ছে। আর এখা‌নে আগু‌নের পা‌শে একটু দাঁড়ালাম শী‌তের তীব্রতার চা‌পে প‌রে। তাছাড়া শীতকা‌লে সন্ধ্যার প‌রে আগু‌নের পা‌শে দাঁড়া‌তে বেশ ভা‌লোই লা‌গে।’

এদিকে, আবহাওয়াবিদদের তথ্যমতে আগামী সাতদিন রাজধানী ঢাকা জুড়ে শৈতপ্রবাহ চলবে বলে জানিয়েছিলেন।

সুত্র: ব্রেকিংনিউজ.কম.বিডি

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

শীতে কাঁপছে ঢাকা

আপডেট টাইম : ০৪:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭

ডেস্ক: রাজধানী ঢাকায় শী‌তের আগমন ঘ‌টে‌ছে অ‌নেক আ‌গেই। ত‌বে শী‌তের তীব্রতা একটু প‌রে হ‌লেও কাঁপা‌তে শুরু ক‌রে‌ছে নগরবাসী‌কে। সারা‌দি‌নের ঠাণ্ডা মি‌শ্রিত বাতাস আর সন্ধ্যায় বিরাজমান শীতল বাতাস একাকার হ‌য়ে ঢাকা শহর‌কে ক‌রে তু‌লে‌ছে একট‌ু অন্যরকম প‌রি‌বেশের রাজধানী‌তে। নগরবাসীর ‌কেউ কেউ বল‌ছেন, এব‌া‌রের শীত কেমন জা‌নি একটু ভিন্ন ধারায় বে‌ড়ে চল‌ছে।

শ‌নিবার (১৪ জানুয়া‌রি) ঢাকা শহর ঘু‌রে এম‌নি দৃশ্য আর ঠাণ্ডা নি‌য়ে অনুভূ‌তি পাওয়া যায় জনমনে।

সন্ধ্যার খা‌নেক প‌রে শাহাবাগ মো‌রে কেন্দ্রীয় লাই‌ব্রেরির পা‌শে আগুন জ্বা‌লিয়ে নি‌জে‌কে তাপা‌তে দেখা যায় অ‌নেক‌কেই। এক ফা‌ঁকে কথা হ‌লো এ‌দের ক‌য়েক জ‌নের সঙ্গে।

এক‌টি বেসরকা‌রি ফা‌র্মে চাকরী ক‌রেন রা‌ব্বি ইসলাম র‌বি। যার গ্রা‌মের বা‌ড়ি নীলফামারীতে।

র‌বি ব্রে‌কিং‌নিউজ‌কে ব‌লেন, ‘কেমন জা‌নি অভাবনীয় ভা‌বে বে‌ড়ে চল‌ছে ঢাকার বু‌কে শী‌তের তীব্রতা। আ‌মি তিন বছর ঢাকায় এমন শীত পাই‌নি। ত‌বে উত্তর অঞ্চ‌লের বি‌শেষ ক‌রে নীলফামারী, পঞ্চগর, ঠাকুরগাঁও ও রংপু‌রে যে শ‌ীত প‌রে তার বে‌শি নাহ‌লেও এবার বোধ হয় শীতের তীব্রতায় প্র‌তি‌যোগিতা হ‌চ্ছে।’

আগু‌নের তাপ নি‌তে দাঁড়া‌নো জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক এক শিক্ষার্থী ব্রে‌কিং‌নিউজকে ব‌লেন, ‘হঠাৎ শী‌তের তীব্রতা একটু বে‌শি মনে হ‌চ্ছে। আর এখা‌নে আগু‌নের পা‌শে একটু দাঁড়ালাম শী‌তের তীব্রতার চা‌পে প‌রে। তাছাড়া শীতকা‌লে সন্ধ্যার প‌রে আগু‌নের পা‌শে দাঁড়া‌তে বেশ ভা‌লোই লা‌গে।’

এদিকে, আবহাওয়াবিদদের তথ্যমতে আগামী সাতদিন রাজধানী ঢাকা জুড়ে শৈতপ্রবাহ চলবে বলে জানিয়েছিলেন।

সুত্র: ব্রেকিংনিউজ.কম.বিডি